বর্তমান সময়ের সর্বাধিক পরিচিত একটা সাইট হলো ইউটিউব যা বাংলাদেশে খুবই পরিচিত এবং প্রতিদিন লক্ষাধিক ইউজার এটা ব্যবহার করছেন । বাংলাদেশে অনেক সফল ইউটিউবার ও আছেন যারা প্রতিমাসে ভালো মানের বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এই সব Youtube চ্যানেল থেকে ।
বাংলাদেশে শিক্ষাভিত্তিক ইউটিউব চ্যানেল ব্যাপকভাবে সমাদৃত, যার সবচেয়ে বড় উদাহরণ হলো টেন মিনিট স্কুল নামক ইউটিউব চ্যানেল।
শুধু টেন মিনিট স্কুলই নয়, বর্তমানে বাংলাদেশে বহুসংখ্যক শিক্ষাভিত্তিক ইউটিউব চ্যানেল তৈরী হয়েছে যা শিক্ষামূলক বিভিন্ন বিষয় শেয়ার করার মাধ্যমে একই সাথে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি নিজেরাও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। শিক্ষাগত বিষয় ছাড়াও আপনার যদি অন্য কোন বিষয়ে দক্ষতা থাকে, তাহলে সেই বিষয়েও ইউটিউব চ্যানেল তৈরী করা যেতে পারে।
বাংলাদেশে পরিচিত কিছু বিষয়ের ইউটিউবের চ্যানেলের মধ্যে বেশি সাইবস্ক্রাইবার আছে শিক্ষা, কমেডি, গান, নাটক বিনোদন,হ্যাক,এই চ্যানেলগুলোয় । তাই আপনি চাইলেই যেকোনো একটি বিষয়ে নিজের একটি চ্যানেল খুলতে পারেন ইউটিউবে এরপর ইচ্ছা মতো টাকা উপার্জন করুন তবে মনে রাখবেন এমন ভিডিও তৈরি করুন যা মানুষের উপকার না করলেও তাদের ক্ষতি যেন না করে ।
One Comment
Pingback: লাইক কমেন্ট পোষ্ট করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে চাইলে khelafat.com - বেস্টআর্নআইডিয়া.কম