অ্যাফিলিয়েট অথবা সিপিএ (CPA) মার্কেটিং শেখার জন্য ১ বছর অথবা ৬ মাস এর কোন ডিগ্রী ভিত্তিক কোর্স এর দরকার নেই। বর্তমান সময়ে সিপিএ মার্কেটিং অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। সহজে এবং দ্রুত আয় হওয়ার ফলে নতুন মার্কেটারদের কাছে এটা যেমন গ্রহণযোগ্য তেমন তাদের আত্মবিশ্বাসের খোঁড়াক, যেই আত্মবিশ্বাস অনলাইনে আয় নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য অনেক কার্যকরী।
তাই বর্তমানে প্রচলিত অ্যাডভার্টাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যমে সহজে কয়েকগুন বেশী আয় করা সম্ভব। আসলেই সিপিএ মার্কেটিং নতুন হিসেবে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, অনলাইন ক্যারিয়ারে কিভাবে আপনার আগমন সফল করতে পারে, আসলেই কে ফেইক তা বুঝার জন্যই আপনাকে জানতে হবে এটা কি? কেন করবেন? এবং কিভাবে করবেন? চলুন জেনে নেই
সিপিএ মার্কেটিং কি?
মার্কেটাররা যা প্রমোট করতে পারেন সেগুলোর মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা পণ্য বা সেবা এধরনের কোন কিছুর আয়তায় পড়ে না। এগুলোকে সহজ ভাষায় একশন (Action) বলে। যেমনঃ কোন কিছু , শেয়ার, কোন সাইটে রেজিস্ট্রেশান ইত্যাদি।
একটা সহজ উদাহরন দেওয়া যাক। ধরুন, কোন কোম্পানির আয়ের প্রধান উৎস হচ্ছে ইউজার। সুতরাং তারা চাইবে যে তাদের সাইটের ইউজার বৃদ্ধি পাক। তখন তারা একেকজন ইউজার রেজিস্ট্রেশান এর জন্য পে করতে চাইবে এবং কোন মার্কেটার সাইটের সুবিধাগুলো যদি মার্কেটিং এর বিভিন্ন মাধ্যমে শেয়ার করে এবং লোকজন এইসব সুবিধা নেওয়ার জন্য কোম্পানির সাইটে এসে রেজিস্ট্রেশান করে তখন মার্কেটার রেজিস্ট্রেশান প্রতি আয় পাবে।
নিচের ইমেজের দিকে লক্ষ করুন। এটা একটা সিপিএ কেম্পাইনের ল্যান্ডিং পেজ এর চিত্র –

এটা ম্যাক্সবাউন্টি থেকে নেওয়া একটা সিপিএ অফারের ল্যান্ডিং পেজ। এখানে মুলত সুইডেন এর একটা জব সাইটের রেজিস্ট্রেশান ফর্ম আছে। এই রেজিস্ট্রেশান ফর্মে সাইন আপ কারিদের মধ্যে লটারির মাধ্যমে এক বা একাধিকজন আইফোন পাবে। এটা হচ্ছে কোম্পানির ইউজার বৃদ্ধির একটি পলিসি যেখানে এই অফারটি তারা তাদের রেজিস্টার্ড ইউজারদের দিচ্ছে। আর মার্কেটার হিসেবে আপনি যদি এই ফর্মের মাধ্যমে কাউকে রেজিস্ট্রেশান করাতে পারেন তাহলে আপনি প্রতি রেজিস্ট্রেশান এর জন্য $24 পাবেন।এইটাই হচ্ছে সিপিএ মার্কেটিং ।
One Comment
Pingback: সিপিএ মার্কেটিং কিভাবে করবেন? CPA - বেস্টআর্নআইডিয়া.কম