Master Tips google search গুগল সার্চের নতুন মাস্টার টিপস
আমরা যদি আমাদের মনে যা আসে তা টাইপ করি এবং একটি গুগল অনুসন্ধান করি, আমরা ফলাফলটি পাব। বলা হয়, “আপনি গুগলে যা খুঁজে পাচ্ছেন না তা বিদ্যমান নেই Google গুগল অনুসন্ধানের টিপস জানেন কি? যারা ইন্টারনেট ব্যবহার করছেন তবে গুগলে অনুসন্ধান করছেন না বা তাদের দরকার নেই এমন লোকদের খুঁজে পাওয়া শক্ত প্রয়োজনীয় সাইট বা তথ্য পেতে গুগল ব্যবহারকারী হন “” গুগল আমার মামা, কারণ তার নিকটতম রাষ্ট্রের মামাবাড়িটি কাঙ্ক্ষিত হতে পারে এবং সে বিনা দ্বিধায় এটিকে মীমাংসা করবে) কেবল জটিল কম্পিউটার সমস্যা নয়, গুগল দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান করে – আবহাওয়া গুগলের মাধ্যমে যে কোনও শহরের আবহাওয়া সন্ধান করতে আপনি মহাকাশে ‘আবহাওয়া’ টাইপ করতে পারেন, তারপরে শহরের নাম এবং তারপরে দেশের কোড নাম। আপনার কাঙ্ক্ষিত আবহাওয়ার সংবাদ পান। বিশ্বের বিভিন্ন জায়গায় এখন সময় জানতে আপনি গুগলের সময় অনুসন্ধান বৈশিষ্ট্যটি দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে ‘সময়’ টাইপ করতে হবে এবং শহরের নামটি দেশের নাম।
যেমন : ime uae লিখে সার্চ দিলে আপনি বাংলাদেশের সময় থেকে২ ঘণ্টা সময় পেছনে পাবেন এবং সময় অবশ্যই ২৪ ঘণ্টা ফরমেটে পাবেন।
একই বিভাগের অন্যান্য সাইট:
অ্যাটারি ব্রেকআউট :
কাজের মাঝখানে একটু আনন্দ দরকার? www.google.com/images লিঙ্কে ক্লিক করে ‘Atari Breakout’ লিখেসার্চ দিন আর কাটাতে থাকুন দারুণ সময়।
গুগল পাবলিক ডেটা এক্সপ্লোরার :
গুগলের সাধারণ সার্চে সবকিছুই মেলে। এছাড়াও এর পাবলিক ডেটা এক্সপ্লোরার-এ রয়েছে মানুষের পরিসংখ্যানগততথ্যভাণ্ডার। গুগল পাবলিক ডেটায় গিয়ে একটি বিষয় লিখুন। এ সম্পর্কে যাবতীয়তথ্য চলে আসবে।
গুগল ট্রান্সলেট :
গুগলের সাধারণ সার্চ পেজেই রয়েছে অনুবাদের এই অপশন।কোন ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করতে চান তা ঠিক করে নেওয়া যাবে। এছাড়াও শব্দের উচ্চারণ শুনতে পারবেন এর স্পিকার আইকনে ক্লিক করে।
গুগল নিউট্রিশন কম্প্যারিজন সার্চ :
কোনটি বেশি স্বাস্থ্যকর? এই প্রশ্নের জবাবপাবেন এখানে। সার্চ বারে ‘compare’ লিখে খাদ্য নির্বাচন করে জেনে নিন।
গুগল ডেফিনিশনস :
কোনো শব্দের অর্থ নয় তার সংজ্ঞা জানাবে গুগল। সার্চবারে ‘define (word)’ লিখুন এবং যেকোনো শব্দের সংজ্ঞা জেনে নিন।পাশাপাশি এর উচ্চারণ শোনা যাবে ধূসর রংয়ের বাটনে ক্লিক করে।
গুগল কনভারসেশনস :
বাসায় রান্নার বই দেখে রান্নাই করুন বা বাচ্চাকে অংককরান, গুগলের সার্চ পেজে ‘convert 10km to mile’ ইত্যাদি লিখে সার্চ দিন।সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে এবং এসব একক পরিবর্তন করেও পরিমাণ জানাযাবে। এভাবে একটি একক থেকে অন্য এককের পরিমাপ জেনে নেওয়া যাবে।
গুগল এনগ্রামস :
এটি দারুণ একটি জিনিস। ১৮০০ সাল থেকে আজ অবধিলেখা ৫ মিলিয়নেরও বেশি বইয়ে ব্যবহৃত বিভিন্ন শব্দের বিবর্তন দেখতে পারবেন।কোন শব্দগুলো বেশি জনপ্রিয় হয়েছে বা কোনগুলো জনপ্রিয়তা হারিয়েছে তা দেখেনিন এখানে। এখানে কয়েকটি শব্দ কমা (,) ব্যবহার করে লিখেও তাদের মধ্যেতুলনামূলক বিশ্লেষণ করতে পারবেন।
গুগল স্কাই :
যদি গুগল আর্থ ভালো লাগে তবে গুগল স্কাই মাথা ঘুরিয়ে দেবে।এতে তারা, গ্রহ এবং গ্যালাক্সিসহ রীতিমতো স্বর্গের দেখা পেয়ে যাবেন। ১৭৯২ সালেজিওভান্নি মারিয়া ক্যাসিনির তৈরি করা তারকারাজির ঐতিহাসিক ম্যাপটিও দেখতেপারবেন।
এক্সক্লুড সার্চ টার্মস :
সার্চ দিয়ে যেকোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে গুগলেরঅ্যালগোরিদমের তুলনাই চলে না। তবে এমন হতে পারে আপনি যে ‘পপুলাররেজাল্ট’ পাচ্ছেন তা দিয়ে চলছে না। তাহলে সার্চের ক্ষেত্রে কী দেখতে চাইছেন নাতা নির্দেশ করে দেওয়া যাবে।
যেমন- পাখি দেখতে চান কিন্তু পাখি বিক্রেতাদেরনয়।যা বাদ দিতে চান তার আগে একটি মাইনাস চিহ্ন (-) বসিয়ে দিন।একাজটি করতে ‘birds’ না লিখে ‘birds -sales) লিখুন বিভিন্ন দেশের বা শহরের সূর্যাস্ত বা সূর্যোদয় জানতে টাইপ করুন ‘sunrise’অথবা ‘sunset’, তারপর শহরের নাম লিখুন। সার্চ দিন আপনার সামনে হাজিরহয়ে যাবে সঙ্গে সঙ্গে। এর সঙ্গে আরও জানবেন সেই সময় থেকে আপনার আর কতসময় হাতে আছে। আপনি চাইলে গুগলের কনভার্টারকে ব্যবহার করতে পারেন।
যেমন ধরুনআপনাকে ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আপনাকে লিখতে হবে ১রহপয রহ পস, যেখানে আপনি ১ ইঞ্চিকে সেন্টিতে পরিণত করার জন্যবুঝিয়েছেন। তাহলে গুগলই আপনাকে মুহূর্তের মধ্যে জানিয়ে দেবে যে, ২.৫৪সেন্টিতে ১ ইঞ্চি।
এছাড়াও আপনি যেকোন পরিমাপের কনভার্ট করতে গুগলকেসঠিকভাবে কাজে লাগাতে পারেন। জনসংখ্যা থেকে শুরু করে যেকোন হালনাগাদকৃত তথ্য পেতে গুগল আরও একধাপ এগিয়ে।
যেমন আপনি এখন বাংলাদেশের সর্বশেষ গণনাকৃত জনসংখ্যা জানতেচাইছেন, শুধু ‘population’ লিখে দেশের নাম বাংলাদেশ লিখুন সার্চ বক্সে এবংএন্টার চাপুন সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন প্রায় ১৬ কোটি ২২ লাখ ২০ হাজার ৭৬২জন, যা ২০০৯ সালে গণনা করা হয়েছিল। এছাড়াও জানতে পারেন বেকারজনসংখ্যা ও তা জানতে পারেন ‘employment rate’ তারপর দেশের নামলিখে। আপনার ছোট বেলার কোন বন্ধুকে খুঁজে পেলেও পেতে পারেন এই গুগলের মাধ্যমে।যেমন কোনো নাম লিখে সার্চ দিলে একটা লিস্ট আসবে।
এভাবে প্রোফাইল ইনফোপেয়েও যেতে পারেন। ‘related:’ লিখে আপনি যেই সাইটের মতো আরও সাইট খুঁজছেন, তা লিখেসার্চবক্সে গিয়ে এন্টার দিন। যেমন related: amardeshonline.com লিখেসার্চ দিলে টিটির মতো আরও একই টাইপের সাইটগুলোকে পেয়ে যাবেন। এছাড়াও যেকোন তথ্য খুঁজে পেতে পারেন আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে।
১. ৫০৫ কে ১২৩ দিয়ে গুণ করলে কত হয়? ক্যালকুলেটর হাতের কাছে নেই?গুগল আছে। সার্চ বক্সে টাইপ করুন – 505*123 আর এন্টার দিন, গুগল উত্তরসহ একটি ক্যালকুলেটর নিয়ে হাজির হবে, যাতে আরও কোন হিসেব কষা লাগলেক্যালকুলেটরটি ব্যাবহার করা যায়।
২. Galactic শব্দের অর্থ যেন কি? গুগলে লিখুন – “define galactic”, সার্চরেজাল্ট ছাড়াও সে Galactic শব্দটি ব্যাক্ষা করার চেষ্টা করবে। এভাবে যে কোনশব্দ লিখে define করতে বলতে পারেন। এজন্য কোন সাইটে যেতে হবেনাআপনাকে। সার্চ রেজাল্ট পেইজেই পেয়ে যাবেন উত্তর।
৩. ২০১৪ এর রোমান্টিক মুভি কি কি ছিল জানতে চান? লিখুন – romantic movies 2014, সার্চ বারের নীচেই মুভিগুলোর পোস্টার সহ স্লাইড শো দেখাবেগুগল মামা।
৪. ঠান্ডায় জমে যাচ্ছেন? জানতে চান কত ডিগ্রী তাপমাত্রা এখানে? লিখুন – temp dhaka, গুগল মামা এসে হাজির হবে ঢাকার সেই সময়ের ওয়েদার ডাটানিয়ে, বড়ই চমৎকার।
৫. ফেসবুকে সমস্যা? মার্ক জুকারবার্গকে (প্রেমপত্র অথবা বকাবকি দিয়ে) চিঠিলিখে পাঠাতে চান? লিখুন – postal address mark zuckerberg, গুগলমামা জানিয়ে দেবে – Send the letters to him at Facebook’s headquarters: 1 Hacker Way, Menlo Park, CA 94025
৬. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মাঝে মাঝে আপনার আইপি এড্রেস জানতেচান। কই পাবেন? আপনি তো ঠিক জানেন না, মহা সমস্যা, না? গুগল আছেতো। টাইপ করুন – my ip, গুগল বড় বড় অক্ষরে দেখিয়ে দেবে আপনাএ আইপিএড্রেস “123.123.123.123 – Your public IP address।
৭. ঘুম থেকে উঠে ভুলে গেছেন আপনি কোথায়? গুগলকে জিজ্ঞেস করুন – my location, গুগল ম্যাপ সহ দেখিয়ে দেবে আপনি এখন কোথায়। (এটা স্ট্যাটিকআইপি লোকেশনের উপর কাজ করে)
৮. চাইরদিকে এত মানুষ ক্যারে? গুগলকে জিজ্ঞেস করুন population Bangladesh, সে গ্রাফ সহ রিসেন্ট ডাটা এনে হাজির করবে।
৯. Appreciate শব্দের synonyms খুঁজছেন? টাইপ করুন synonyms appreciate, গুগল উদাহরণ সহ বলে দেবে।
গুগলে বাংলাতেও টাইপ করে অনেক রেজাল্ট পাওয়া যায় – কিন্তু এক্ষেত্রে যাখুঁজছেন, তার বানানটি সঠিক হতে হবে –
১০. শুটকী মাছের ভর্তা খেতে ইচ্ছে করছে? বানাতে জানেন না? টাইপ করুন(বাংলায়)
– রেসিপি শুটকী মাছের ভর্তা, পেয়ে যাবেন শত শত রেসিপি।
গুগলে সার্চ করতে খুব ব্রিফলি সার্চ করবেন। যা দরকার তা লিখে দিলেই রেজাল্টপেয়ে যাবেন।
উইন্ডোজ এক্সপি কম্পিউটার হ্যাং করার কারণ ও সমাধান জানতেচাইলে লিখতে হবে “computer hang, windows xp”, যদি লিখেন “my computer is hang, i am crying, i can not do the work, my computer is my JAAN” – তাহলে বুঝতেই পারছেন।
গুগল ফ্লাইট সার্চ : বিমানে ভ্রমণের জন্য বিভিন্ন ফ্লাইটের খরচের তুলনা করাযাবে এই ফিচারের মাধ্যমে।কোথা থেকে কোথায় যাবেন তা ম্যাপে চিহ্নিত করুনআর কোন দিন যাবেন তা লিখুন।এর পরই দিন অনুযায়ী কোন বিমানে যাওয়ারখরচ কত তা গুগলের গ্রাফে দেখানো হবে।এ ছড়া দূরত্ব, পছন্দের এয়ারলাইন,গন্তব্যসহ কয়েকটি ফিল্টার রয়েছে। এখান থেকে সরাসরি ফ্লাইট বুকিং দেওয়াওযাবে।
অ্যাটারি ব্রেকআউট : কাজের মাঝখানে একটু আনন্দ দরকার? www.google.com/images লিঙ্কে ক্লিক করে ‘Atari Breakout’ লিখেসার্চ দিন আর কাটাতে থাকুন দারুণ সময়।
গুগল পাবলিক ডেটা এক্সপ্লোরার :
গুগলের সাধারণ সার্চে সবকিছুই মেলে। এছাড়াও এর পাবলিক ডেটা এক্সপ্লোরার-এ রয়েছে মানুষের পরিসংখ্যানগততথ্যভাণ্ডার। গুগল পাবলিক ডেটায় গিয়ে একটি বিষয় লিখুন। এ সম্পর্কে যাবতীয়তথ্য চলে আসবে।
গুগল ট্রান্সলেট :
গুগলের সাধারণ সার্চ পেজেই রয়েছে অনুবাদের এই অপশন।কোন ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করতে চান তা ঠিক করে নেওয়া যাবে।এছাড়াও শব্দের উচ্চারণ শুনতে পারবেন এর স্পিকার আইকনে ক্লিক করে।
গুগল নিউট্রিশন কম্প্যারিজন সার্চ : কোনটি বেশি স্বাস্থ্যকর? এই প্রশ্নের জবাবপাবেন এখানে।সার্চ বারে ‘compare’ লিখে খাদ্য নির্বাচন করে জেনে নিন।
গুগল ডেফিনিশনস :
কোনো শব্দের অর্থ নয় তার সংজ্ঞা জানাবে গুগল। সার্চবারে ‘define (word)’ লিখুন এবং যেকোনো শব্দের সংজ্ঞা জেনে নিন।পাশাপাশি এর উচ্চারণ শোনা যাবে ধূসর রংয়ের বাটনে ক্লিক করে।
গুগল কনভারসেশনস :
বাসায় রান্নার বই দেখে রান্নাই করুন বা বাচ্চাকে অংককরান, গুগলের সার্চ পেজে ‘convert 10km to mile’ ইত্যাদি লিখে সার্চ দিন।সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে এবং এসব একক পরিবর্তন করেও পরিমাণ জানাযাবে এভাবে একটি একক থেকে অন্য এককের পরিমাপ জেনে নেওয়া যাবে।
গুগল এনগ্রামস :
এটি দারুণ একটি জিনিস।১৮০০ সাল থেকে আজ অবধিলেখা ৫ মিলিয়নেরও বেশি বইয়ে ব্যবহৃত বিভিন্ন শব্দের বিবর্তন দেখতে পারবেন কোন শব্দগুলো বেশি জনপ্রিয় হয়েছে বা কোনগুলো জনপ্রিয়তা হারিয়েছে তা দেখেনিন এখানে।এখানে কয়েকটি শব্দ কমা (,) ব্যবহার করে লিখেও তাদের মধ্যেতুলনামূলক বিশ্লেষণ করতে পারবেন।
গুগল স্কাই : যদি গুগল আর্থ ভালো লাগে তবে গুগল স্কাই মাথা ঘুরিয়ে দেবে।এতে তারা, গ্রহ এবং গ্যালাক্সিসহ রীতিমতো স্বর্গের দেখা পেয়ে যাবেন।১৭৯২ সালেজিওভান্নি মারিয়া ক্যাসিনির তৈরি করা তারকারাজির ঐতিহাসিক ম্যাপটিও দেখতেপারবেন।
এক্সক্লুড সার্চ টার্মস : সার্চ দিয়ে যেকোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে গুগলেরঅ্যালগোরিদমের তুলনাই চলে না।তবে এমন হতে পারে আপনি যে ‘পপুলাররেজাল্ট’ পাচ্ছেন তা দিয়ে চলছে না। তাহলে সার্চের ক্ষেত্রে কী দেখতে চাইছেন নাতা নির্দেশ করে দেওয়া যাবে।যেমন- পাখি দেখতে চান কিন্তু পাখি বিক্রেতাদেরনয়। যা বাদ দিতে চান তার আগে একটি মাইনাস চিহ্ন (-) বসিয়ে দিন।একাজটি করতে ‘birds’ না লিখে ‘birds -sales) লিখুন