মানি ম্যানেজমেন্ট কি এবং কেন্দ্রীয় ব্যাংক তা কিভাবে করে । ফরেক্স বা স্টক ট্রেডিং এর ঝুঁকি ব্যবস্থাপনা কিভাবে নিয়ন্ত্রন করবেন। Forex & Stock Trading Perfect Risk/Money Management.
প্রথমত -আপনাকে বুজে নিতে হবে মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। দিক-নির্দেশনা ঠিক করার পর আপনাকে সিদ্দান্ত নিতে হবে কোন লেবেল থেকে আপনি বিক্রয় করবেন অথবা ক্রয় করবেন । যদি আপনি সেটা বুজতে সক্ষম না হন তাহলে আপনি ফিবনাসসি দেখে তা ঠিক করে নিতে পারেন যা অতি গুরুত্বপূর্ণ। আমার এই লেখাতে এটা বুজায় না যে আমি আপনাদের ফরেক্স ট্রেডিং শিখাচ্ছি । আপনাকে সাহায্য করার জন্য এটা বলা যদি আপনি ইতিমধ্যে একজন ফরেক্স বা স্টক ব্যবসায়ী হয়ে থাকেন ।
দ্বিতীয়ত- আপনি যদি কোন পেয়ার ক্রয়-বিক্রয় করতে চান এবং আপনার যদি কোন নির্দিষ্ট লক্ষ না থাকে তাহলে আপনি ট্রেলিং স্টপ সেট করে লাভ লক করে দিতে পারেন ।
মনে রাখতে হবে আপনি বিক্রয় করুন বা ক্রয় করুন সেটা যেন দ্বিতীয় বার এর ব্রেক আউট সাপোর্ট অথবা রেসিসটেন্স থেকে হ্য় ,প্রথম বার ব্রেক আউট এর সময় কোন ক্রয়-বিক্রয় করবেন না যতক্ষন না পর্যন্ত চূড়ান্ত ভাবে ব্রেক আউট না হয়।
তৃতীয়ত- আপনি কখনই আপনার মূলধন ৩০% এর উপরে ট্রেডিং এ ব্যাবহার করবেন না ।
প্রত্যেক টি ট্রেড ৩০% মূলধন থেকে ট্রেডিং এ আপনি ১% -ক্ষতি বহন করবেন । টেক প্রফিট আপনার সুবিধা মত সেট করে নেন । ঝুঁকি ব্যবস্থাপনা হচ্ছে আপনার সব ট্রেডিং এর শেষ ভরসা স্থল । সুতরাং আপনি বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি ব্যবস্থাপনা কিভাবে নিয়ন্ত্রন করবেন সেটা বুজে করুন ।
স্টপলস ব্যাবহার এ আপনি ও আপনার মূলধন সুরক্ষিত থাকবে ।
আশা করি এই টিপস আপনাকে ফরেক্স বা স্টক ট্রেডিং এ মূল্যবান সাহায্য করবে।
ফরেক্স ট্রেডিং সবার জন্য প্রযোজ্য না ।পর্যাপ্ত পরিমান টেকনিক ও লাভজনক ট্রেডিং
টেকনিক জেনে এই ব্যবসা করাটা আপনার জন্য মঙ্গলজনক ।নিয়ম মেনে চলুন সাপ্তাহিক ও মাসিক টার্গেট নিয়ে ফরেক্স বা স্টক ট্রেড করুন ।
2 Comments
Pingback: অর্ডার ম্যানেজমেন্ট এর ৫টি লক্ষনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। Order Management Marketplace - বেস্টআর্নআইডিয়া.কম
Pingback: সবকিছু করে যাচ্ছেন কিন্তু আপনার ক্যারিয়ারে গ্রোথ Career Growth নাই। - বেস্টআর্নআইডিয়া.কম