রিং আইডির নতুন ফাঁদ (Ring ID New Trap)
ইভ্যালিকে নিয়ে নানা সমালোচনার মধ্যে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডিকে নিয়ে ‘গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!’ শিরোনামে শনিবার (১৮ সেপ্টেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি অনলাইন। এই খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বক্তব্য পাওয়া গেছে, যা আরটিভি অনলাইনের হাতে আছে।
রিং আইডির বক্তব্য হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো।
‘‘রিং আইডি বাংলাদেশে তৈরী একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যা সামাজিক ব্যবসায়িক মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেই দৃষ্টিকোণ থেকে রিং আইডি একটি স্বদেশী সামাজিক ব্যবসায়িক যোগাযোগ মাধ্যম। এর প্রযুক্তিগত গবেষণা ও বিভিন্ন ফিচার নিয়ে ২০০৮ সাল থেকে এর উদ্যোক্তাগণ কাজ করে যাচ্ছেন।
যার ফলশ্রুতিতে ২০১৪ সালে ম্যাসেজিং, ভয়েসকল, ভিডিওকল ও নিউজফিড (টাইম লাইন) নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রা শুরু রিং আইডির এবং প্রাথমিক যাত্রাকালেই বিভিন্ন (প্রায় ২৫০ টিরও অধিক) অন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়। এর মধ্যে ডিজিটাল বাইবেল খ্যাত ফোবস, বাজফেড, ইয়াহু ফাইন্যাস্ন, টেক কো, ডিজিটাল জার্নাল, আই ডিজিটাল টাইমস্, দ্য টেকনিউজ, জুমইট, আর্গাম, আকবারিলিয়াম ও বারসাম উল্লেখযোগ্য।
সেখানে বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের এমন সাহসী ও প্রযুক্তিগত সক্ষমতার ভূয়সী প্রশংসা করা হয়। এটি নিঃসন্দেহে একটি গর্বের বিষয় যে, রিং আইডি ডিজিটাল ক্ষেত্রে এমন প্রথম প্রযুক্তিগত প্রতিষ্ঠান যারা সিক্রেট চ্যাট এর মতো স্বয়ংক্রিয়-মুছনিয় খুদে বার্তা প্রযুক্তির সাথে নেটিজেনদের পরিচয় করিয়ে দেয়।
যেই জন্য রিং আইডিকে স্ন্যাপচ্যাট এর মতো বহুল জনপ্রিয় আন্তর্জাতিক একটি অ্যাপ থেকেও ব্যবহারকারী বান্ধব হিসেবে স্বীকৃতি দেয়া হয়। একই সাথে রিং আইডি বিশ্বে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা ইন্টারেক্টিভ লাইভ ভিডিও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয় বিশ্বকে।
গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!
যে কোন ডিজিটাল অ্যাপ্লিকেশন এর মূল লক্ষ্যই থাকে ব্যবহারকারীর যাতে স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয় অ্যাপ এর প্রতি। আর রিং আইডির অন্যতম লক্ষ্যই যেহেতু ব্যবহারকারীগণের সামাজিক যোগাযোগের পাশাপাশি আয়ের সুযোগ তৈরী করে দেয়া, তাই বিভিন্ন সময় বিভিন্ন পরিষেবার সংযোজনের মাধ্যমে রিং আইডি ব্যবহারকারীগণের আয়ের সুযোগ তৈরী করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি মাথায় রেখে রিং আইডি চালু করেছে ব্রান