টিউশন বা প্রাইভেট পড়ানো তরুণ সমাজের খুব Popular একটা উপার্জনের উপায় । ঢাকায় এমন ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুজে পাওয়া কঠিন যারা এক দুটো Teaching টিউশনি করায় না । তবে মজার ব্যাপার হলো এখন আর বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাতে হবে না । বাসাতেই আপনি টিউশনি করতে পারবেন অনলাইনে । অনলাইনে টিউশনি বর্তমানে খুবই জনপ্রিয় একটি মাধ্যম ।
আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীকেই শিক্ষাজীবনে বাড়তি আয়ের জন্য টিউশনি করতে দেখা যায়। এছাড়া অনেক বেসরকারি শিক্ষক ও টিউশনি করান । ইন্টারনেট বিপ্লবের এই যুগে এখনই সঠিক সময় আপনার শিক্ষাগত দক্ষতা এবং জ্ঞানকে অনলাইনে কাজে লাগিয়ে ইন্টারনেট ভিত্তির টিউশন সার্ভিসের মাধ্যমে আয় করার।
একই সাথে আপনি চাইলে পাঠ্যপুস্তকের বিষয়গুলির পাশাপাশি সংগীত, শিল্পকলা, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন এবং অন্যান্য বিষয়েও অনলাইনে টিউশন সার্ভিস দিতে পারবেন । অনলাইনে এ ধরনের সার্ভিস প্রদানের জন্য আপনি চাইলে এই সাইটগুলো দেখতে পারেন computer network. www.wyzant.com অথবা Tutor.com এর মত ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে পারেন।
একই সাথে Skillshare.com এবং Udemy.com এর মত ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে কোর্স তৈরীর মাধ্যমেও আয় করতে পারেন। দেখছেন বর্তমানে অনলাইনে আয় করা কত সহজ? আপনি পড়াতে পারেন?তাহলেই আপনি ঘরে বসেই উপার্জন করতে পারবেন ।