কয়েনবেস Coinbase একাউন্ট খুলুন সহজে বাংলাতে।
বিটকয়েন ব্যবহার দিন দিন বেড়ে চলেছে তাই আপনার বিটকয়েন বা অনন্য ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল কারেন্সী স্টরেজ করার জন্য আপনার ধরকার একটি ওয়ালেট। বিটকয়েন এর লেনদেন করতে হলে ভাল একটি বিটকয়েন Wallet দরকার।
আর যত ধরনের Wallet আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত Wallet হচ্ছে Coinbase। আর আমর মতে সবচেয়ে ভাল ওয়ালেট হচ্ছে কয়েনবেস ওয়ালেট।
কারণ বেশি সিকিউরড এবং ব্যবহার করাও অনেক সহজ এবং সবথেকে বড় সুবিধা Coinbase থেকে বিটকয়েন ট্রান্সফার করতে কোনো ফি প্রদান করতে হয়না কিন্তু Blockchain থেকে বিটকয়েন ট্রান্সফার করতে প্রচুর ফি প্রদান করতে হয়।
কয়েনবেজ থেকে কয়েনবেজে বিটকয়েন সেন্ড বা রিসিভ এ কোন ফি কাটে না। কিন্তু কয়েনবেজ থেকে অন্য ওয়ালেটে বা কোন সাইটে ডিপোজিট করতে ২$+ ফি কাটে। কয়েজবেজ এ আপনি বিটকয়েন ছাড়াও ইথিরাম এবং লাইটকয়েন ও ব্যাবহার করতে পারবেন।
তাহলে চলুন দেখি কিভাবে Coinbase/কয়েনবেস অ্যাকাউন্ট খুলতে হবে:-
দুই ভাবে আপানি কয়েনবেস অ্যাকাউন্ট খুলতে পারেন একটি হলো ওয়েব দিয়ে বা ব্রাউজারের মাধ্যেমে আর একটি হলো এপস এর মাধ্যমে। আমরা আজ দুই ভাবে কিভাবে কয়েনবেস একাউন্ট খুলবে তা দেখাব।
(১) প্রথমে নিচের লিঙ্কে গিয়ে সাইন ইন বাটন এ ক্লিক করুন www.coinbase.com তারপর Signup করুন:
আপনার নামের দুই ভাগের এক ভাগ Fast Name এবং আর এক ভাগ Last Name.
যেমন: আপনার নাম MD Jobayer mahmud তাহলে Fast Name এ লেখবেন MD Jobayer এবং Last Name লেখবেন Mahmud. তার পর আপনার একটি ইমেইল / জিমেইল দিবেন , তারপর আপনি খুবি সুন্দর একটি পাসউয়ার্ড দিবেন। আপনি আপনার পাসউয়ার্ড মিনিমাম ৮টি সংখ্যা এবং সর্বোচ্চ ৭২ সংখ্যা দিতে পারবেন।
এবং আপনার পাসউয়ার্ড হতে হবে খুবি কঠিন (মনে রাখবেন পাসওয়ার্ড টা একটু বড় দিতে চেষ্টা করবেন, আর পাসওয়ার্ড টা নোটপ্যাড এ সেভ করে রাখবেন,নাহলে রিকভার করতে ঝামেলা হবে)
যেমন: MYpasword#@78 অথবা pass@Word7# এবং দিতে হবে শুধু এক জাতীয় সংখ্যা দিলে হবে না।
এবার আপনার মেইলবক্স ওপেন করে মেইল টি Open করলে নিচের মত পেজ পাবেন। এখান থেকে Verify EmailAddress ক্লিক করে আপনার Coinbase Account ভেরিফাই হয়ে যাবে।
তারপর একাউন্ট এ লগিন করে Dashboard থেকে BTC Wallet এ গিয়ে My adress এ ক্লিক করলে ৩৪ ডিজিটের এলোমেলো অক্ষরের একটা এড্রেস পাবেন এটাই আপনার ওয়ালেট এড্রেস এর মাধ্যমেই আপনার উপার্জিত বিটকয়েন আপনার একাউন্ট এ জমা হবে।
আপনার একাউন্ট তৈরি এবার আপনার ইমইল আর পাসওয়ার্ড দিয়ে Log In করে নিন। ইমেইল ভেরিফাই হয়ে গেলে Coinbase এ গিয়ে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে সেটিং অপশন এ যাবেন
আরেকটা পদ্ধতিতে আপনি Coinbase একাউন্ট খুলতে পারেন সেটা হলো মোবাইল অ্যাপস দেয়ে।
এ পদ্ধতিতে একাউন্ট খুলতে প্রথমে আপনাকে Playstore থেকে Coinbase এপটি নামাতে হবে।
তারপর এপটি ওপেন করে Signup করে ইমেইল ভেরিফাই করে নিতে হবে তারপরে এপটি ওপেন করে Dashboard প্যানেল থেকে Btc Wallet এ ক্লিক করতে হবে তারপর ডানদিকের এড্রেস আইকন এ ক্লিক করলে ৩৪ ডিজিটের বিটকয়েন এড্রেস পাবেন এড্রেস এর নিচের Copy Adress এ ক্লিক করলে এড্রেস কপি হয়ে যাবে। এই এড্রেসটি বিভিন্ন বিটকয়েন ইনকাম এর সাইটে রেজিস্ট্রেশন করতে কাজে লাগবে।
2 Comments
Peanto pull
Peantopeanto76@gmail.com
Jobayer
আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন। আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিন।
https://www.facebook.com/bestearnideacom/