আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন এবং সাথে $25 ডলার বোনাস সহ । Payoneer Master Card আপনার কি কাজে লাগে সংক্ষেপে বলতে গেলে এটা দিয়ে আপনি বাহিরের যে সকল মার্কেট প্যালেসে কাজ করেন সেই সকল মার্কেট প্যালেস সহ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে পেমেন্ট আনার সহজ উপায় হলো Payoneer Master Card এই কার্ডে টাকা এনে আপনি বাংলা দেশের যে কোন ব্যাংকের ATM Both সহ পৃথীবির ২০০টি দেশে যে কোন ATM Both থেকে টাকা ($) উত্তোলন করতে পারবেন। আবার পৃথীবির যে কোন ওয়েব সাইট থেকে ভিবিন্ন পন্য/জিনিস ক্রয়ও করতে পারবেন।
বেশি কথা না বলে কাজে চলে যাই
Personal Details – এ সঠিক তথ্য দিন।
জাতীয় পরিচয় পত্রে যেভাবে আছে সেভাবে দিবেন ।
আপনার নাম যদি Md. mahmud hossain হয় তাহলে লিখুন Md mahmud hossain (ডট বাদ দিয়ে)
ধরুন আপনার নাম Md. mahmud hossain তাহলে First Name = Md mahmud :: Last Name = hossain
আপনার পোস্টাল কোড ভুলে গেছেন? কাউকে ফোন দিন অথবা পোস্ট অফিসে যান অথবা এখানে দেখুন >> Post Code
সতর্কতাঃ
অনেকের নিজের জাতীয় পরিচয় পত্র নেই, তারা বাবা/মা/ভাই/বোন কারো নামে কার্ড করে থাকেন। অনেকে একই পরিচয়পত্র দিয়ে বহুদিন আগে কার্ড Approve করেছেন কিন্তু হাতে পাননি, তারা বাবা/মা/ভাই/বোন কারো নামে আবার কার্ড করে থাকেন যা Payoneer অনুমোদিত নয়।
ধাপ – ১
প্রথমে এখানে ক্লিক করে Signup করুন। নিচের ছবিটি দেখুন…
তার পর এটি সিলেক্ট করুন….নিছের ছবির মত করে
Sign UP এ ক্লিক করার পরে যে ফরমটি আসবে সেই ফরমটি পূরর্ণ করুন আপনার আইডি কার্ড অনুসারে, আথবা ডাইভিং লাইন্সেস অনুসারে, অথবা পাসপোর্ট অনুসারে যে কোন একটি থাকতে হবে। যদি এমন কিছু না থাকে তাহলে হবে না।
এখন আপনার এই সকল ইনফোরমেশন ঠিক মত দিয় Next বাটনে ক্লিক করুন …..
এখান যে পেজটি আসবে সেখানে আপনার ঠিকানটা দিবেন এমন ভাবে যেন আপনাকে ঐ ঠিকানায় এসে খুজলে পাওয়া যায়, কারন আপনার এই ঠিকানয় মাস্টার কর্ডটি আসবে…..
নিচের ফরম টি পূরন করে Next বাটনে ক্লিক করুন….
নিচের ফরম টিতে আপনার পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোর্সেন নামটি দিয়ে পূরন করে Next বাটনে ক্লিক করুন….
(বি:দ্র:=> ইমেল এড্রেস, পাসওয়ার্ড, এবং সিকিউরিটি কোর্সেন এই গুলো অবশ্যই মনে রাখতে হবে )
এখানে আপনার আইডি কার্ড , আথবা ডাইভিং লাইন্সেস , অথবা পাসপোর্ট যে কোন একটি সিলেক্ট করতে হবে……
ধরি নেই আপনি National ID Card সাবমিট করবেন এখানে তা হলে আপনি নিছের সকল পিন্ড পূরন করে ORDER বাটনে ক্লিক করুন….
এখন আপনার একাউন্ড তৈরি কাজ শেষ…
ধাপ – ২
এখান আপনার একাউন্ডে ডুকার জন্য উপরের দিকে ডান কোনায় My Account এ ক্লিক করুন
তার পর আপনার ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগিং(Login) করুন…….নিছের মত করে
(বিদ্র:- উত্তর গুলো অবশ্যই মনে রাখতে হবে — কখনো যাদি একাউন্ডটি সমস্যা হয় অথবা অন্য কেউ আপনার একাউন্ড নিয়ে যাওয়ার চেষ্ট করে তখন প্রয়োজন হবে)

কয়েক দিনের মধ্যে আপনার ই-মেইলে এড্রেসে নিচের মত একটি মেইল আসবে তখন আপনি যে আইডি কার্ডের নাম/নাম্বার দিয়ে ছিলেন সেই কার্ড SCAN করে দুই পিটই এ সাথে করে Upload link এ ক্লিক করে আপলোড করে দিতে হবে…..
কি ভাবে আইডি কার্ড আপলোড করতে হবে তার একটি ডেমো দিয়ে দিলাম নিছে………


চিঠি টি পাওয়ার জন্য ৫ থেকে ১০ দিন পরে আপনি আপনার পোষ্ট অফিসে গিয়ে পোষ্ট মাস্টারে সাথে যোগাযোগ করুন তবেই সে গুরুত্ব সহকারে আপনার চিঠি টি খোজ করে আনবে……. তাতে যাদি আপনি তাকে ৫০/১০০ টাকা দেন ক্ষতি কি ।
ধাপ – ৩
এখন ধরুন আপনার চিঠি টি এসেছে চিঠি টি দেখতে ঠিক এমন হবে ।
নিছের ছবির মত হবে…
এখন কার্ডটি Active করার জন্য প্রথমে আপনার একাউন্ডে প্রবেশ করুন । তার পরে Card Activation আইকনে ক্লিক করুন। নিচের ছবির মত…
Card Activation এ ক্লিক করার পরে যে ৩টি ঘর আসবে তার প্রথম ঘরে আপনার মাষ্টার কার্ডের নাম্বার লিখুন, দ্বিতীয় ও তৃতীয় ঘরে চার সংখ্যার চারটি পিন কোড দিন, যেটি সব সময় আপনার টাকা উত্তোলন করতে গেলে দরকার হবে। নিচের ছবিতে দেখুন…..

এখন আপনার একাউন্ড Activation এর কাজ শেষ। এখন সুধু ডলার অপলোড/রির্চাস করবেন………..
মনে রাখবেন, ডলার বিহীন Mastercard একটি প্লাস্টিকের টুকরা মাত্র, অনেকটা কানেকশনবিহীন সিমকার্ড এর মত। তাই আপনার পরের ধাপ হবে কিভাবে ডলার লোড করা।
সুবিধাগুলো
০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে।
০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc).
০৩. পেপাল, ফেসবুক, ইবে, অ্যাডওয়ার্ড ইত্যাদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন।
০৪. পেপালে টাকা গ্রহণ করতে পারবেন।
০৫. আমেরিকাতে একটা ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারেন, বিনামূল্যে।
০৬. প্রায় সব প্রতিষ্ঠান থেকে EFT গ্রহণ করতে পারবেন।
০৭. বিশ্বের সকল দেশের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন (বাংলাদেশ থেকেও).
০৮. কার্ডে আপনার নাম লিখা থাকবে, মানে নিজের নামে কার্ড পাবেন।
০৯. প্রথম বার যদি কার্ডে ১০০ ডলার কিংবা তার বেশি লোড করেন, ২৫ ডলার বোনাস পাবেন। একবারে ১০০ ডলার কিংবা কয়েকবার মিলিয়ে ১০০ অথবা তার বেশি ডলার লোড করলে পাবেন ২৫ ডলার বোনাস।
১০. Freelancer, UpWork(oDesk), Fiverr, Elance, PeoplePerHour থেকে পেমেন্ট নিতে পারবেন। তাছাড়া কয়েকশত Affiliation সাইট যেমন MaxBounty, ClickSure, ClickBetter থেকে পেমেন্ট নিতে পারেন। অনেক PPC, PPD, PPP সাইট থেকেও পেমেন্ট নিতে পারবেন Payoneer কার্ডে।
আপনাকে নিচের ৪টি ধাপ অনুসরণ করতে হবেঃ
০১. কার্ডের জন্য আবেদন করুন।
০২. আপনার পরিচয়ের প্রমান দিন।
০৩. কার্ড Active করুন।
০৪. ডলার যোগ করুন।
One Comment
Pingback: মাস্টার কার্ড কি? কিভাবে মাস্টার কার্ড পাওয়া যায় - বেস্টআর্নআইডিয়া.কম