হঠাৎ ফোন হারালে টেনশনে মাথা কাজ করে না। তাই তখন কোথায় কী করতে হবে, সব গুলিয়ে যায়।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন মানেই শুরুতেই গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়া।
আর অ্যাপ স্টোর থেকে শুরু করে ব্যাক আপ-সব কাজেই লাগে এই গুগল অ্যাকাউন্ট। কিন্তু, ফোন চুরি গেলে বা হারালে মনে করে এই গুগল অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করা প্রয়োজন।

অনেকেই গুগল অ্যাকাউন্ট সেভাবে ব্যবহার হয় না ভেবে সেটা ডিঅ্যাকটিভেট করেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ করলেও জি-মেইলের কথা মাথায় আসে না। কিন্তু, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
আর হঠাত্ ফোন হারালে টেনশনে মাথা কাজ করে না। তাই তখন কোথায় কী করতে হবে, সব গুলিয়ে যায়।
তাই অবশ্যই জেনে রাখুন ফোন চুরি হলে বা হারিয়ে গেলে কীভাবে সহজেই গুগল অ্যাকাউন্টটা বন্ধ করবেন।
আসুন জেনে নেওয়া যাক
অন্য ডিভাইস থেকে কী করে গুগল অ্যাকাউন্ট লগ আউট করবেন?
১.অন্য কোনও ফোন বা কম্পিউটারের ব্রাউজারে Google খুলুন।
২.ফোনে যে অ্যাকাউন্টে লগ ইন করা ছিল, তাতে লগ ইন করুন।
৩.ডানদিকে কোনে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক/টাচ করুন। সেখানে Manage Your Google Account বলে একটি অপশন পাবেন।
৪.সেটি খোলার পর, ‘Security’ ট্যাবটি খুলুন। সেখানেই থাকবে ‘Your Device’ । সেখানে ‘Manage Device’ অপশনটি সিলেক্ট করুন।
৫.যে ডিভাইসটি চুরি গিয়েছে সেটিকেও সেখানে একটি তালিকায় দেখাবে। সেখান থেকে সাইন আউট করে দিন।
৬.পপ আপ মেসেজটি কনফার্ম করুন।
৭.এভাবে চুরি যাওয়া বা হারানো ফোন থেকে গুগল অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে।
ওয়েব হোস্টিং কি ? What is web Hosting
Share the post "ফোন চুরি হলে বা হারিয়ে গেলে অবশ্যই ডিলিট করুন Google অ্যাকাউন্ট।"
One Comment
Pingback: গুগল Google অনলাইন কাজ করে আয় করবেন কিভাবে ? - BestIncomeidea.com