ভবিশ্যত মূদ্রা Pi Network নিয়ে কিছু কথা যা অনেকেই জানে না কেউ বলছে Pi Network চালু হলে বিট কয়েনের মত এর একেকটা কয়েনের দাম ১৫,২০ হাজার হবে, কেউ বলছে একেক্টা কয়েনের দাম ১০ হাজার হবে, কেউ বলছে ৫ হাজার। কিন্তু আমার কাছে মনে হয় সামনের ৬ মাসে যদি কোম্পানি লন্স করে, আর এখন যারা একাউন্ট করে এই ৬ মাস কাজ করে কয়েন জমিয়ে রাখতে পারবেন
কিভাবে কি?
এখানে আপনাকে একটাকাও ইনভেস্ট করতে হবে না। শুধু অ্যাপটা আপনার ফোনে রাখবেন আর প্রতিদিন ৩০ সেকেন্ড সময় নিয়ে অ্যাপ টা মাইনিং বা রানিং রেখে মিনিমাইজ করে রাখবেন। ৩০ সেকেন্ড কাজ প্রতিদিন ২৪ ঘন্টা পর পর।
কিভাবে শুরু করবেন?
১। প্লে স্টোরে গিয়ে Pi Network অ্যাপ ডাউনলোড করবেন।
২। আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন কান্ট্রি বাংলাদেশ +880 সিলেক্ট করে।নাম অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড এর সাথে মিল রেখে।ইউজার নেম দিবেন এমন টাইপ mdjobayer68
৩। পাসওয়ার্ড দিবেন একটা বড় হাতের ইংরেজি অক্ষর, একটা ছোট হাতের ইংরেজি অক্ষর আর ৬ টা নাম্বার।
যেমনঃ J654321b
৪। সাবমিট করার পর রেফার কোড বা invitation Code চাইবে। সেখানে আপনারা চাইলে আমার রেফার কোড ( mdjobayer68) দিতে পারেন। আমার রেফার কোড দিতে হবে এটা ম্যানডেটরি না। কিন্তু কারো না কারো ইনভাইটেশন কোড আপনাকে দিতে হবে। আপনাদের পরিচিত কেউ থাকলে তার ইনভাইটেশন কোড ব্যাবহার করতে পারেন। কেউ না থাকলে আমার কোড ব্যাবহার করতে পারেন।
আমার ইনভাইটেশন কোডঃ mdjobayer68 (অবশ্যই কপি পেস্ট করে বসাবেন)
৫। সাবমিট করার পর অ্যাপ চালু করে সেটিংস গুলো ঠিক করে ফেলবেন। যারা যারা আমার রেফারে বা এই পোস্ট দেখে জয়েন হচ্ছেন তারা আমাকে ফলো করবেন। আমি আমার টাইম লাইনে বা গ্রুপে প্রতিদিন Pi Network নিয়ে আপডেট দিবো।
নিচের দেওয়া লিংক এ ক্লিক করে ও একাউন্ট করতে পারবেন https://minepi.com/mdjobayer68
One Comment
Pingback: বিটকয়েন Bitcoin Trading ট্রেডিং বনাম বিনিয়োগ। সুবিধা এবং অসুবিধা - বেস্টআর্নআইডিয়া.কম