কিন্ত প্রাইস অ্যাকশান ট্রেডিং Trading করার জন্য দরকার অনেক বেশি অনুশীলন। এখন কথা হচ্ছে রিয়েল একাউন্টে ট্রেডের মাদ্ধমে অনুশীলন করতে গেলে তো অনেক ডলার লস হতে পারে। তাছাড়া লাইভ ট্রেড করে শিখতে অনেক সময়ও প্রয়োজন।
আর আমাদের তো ডেমো একাউন্টে ট্রেড করতে মোটেও ভাল লাগে না(কারন টাকা পাওয়া যায় না)। চার্টের হিস্টোরি থেকে যে ড্রয়িং করে শিখবেন তাও তেমন রিয়েলিস্টিক মনে হয় না, কারন ফিউচারের সব ক্যান্ডেল যদি আগেই দেখা যায় তাহলে নিজেকে আর যাচাই করবেন কি করে।
এতকিছুর সহজ একটা সমাধান আছে, সেইটা হল ব্যাকটেস্টে সিমুলেটরের মাধ্যমে ট্রেড করা। আর মাঝে মাঝে লাইভ ট্রেড করেও স্কিল কতটুকু ইম্প্রুভ হল তাও জানতে পারলেন। কিন্ত অনলাইনে যত MT4 সিমুলেটর আছে সেগুলু একটাও ফুল ফাংশনাল না।

তাই আমি MT4 এর জন্যএকটি ফুল ফাংশনাল সিমুলেটর তৈরি করব, যা দিয়ে খুব সহজেই লাইভ ট্রেডের মত টেকনিক্যাল এনালাইসিস / প্রাইস অ্যাকশান (সাপোর্ট রেসিস্টেন্স/চার্ট প্যাটার্ন/ক্যান্ডেলস্টিক প্যাটার্ন) ট্রেড করার মাদ্ধেমে প্র্যাকটিস করা যাবে।
আগামিকাল থেকে প্রতি শনি+রবি এই দুই দিন আমি সিমুলেটর বানানোর কাজ শুরু করব এবং কতদুর প্রজন্ত কমপ্লিট করলাম তা প্রতি রবিবার একটা ফেসবুকে পোষ্ট/ভিডিও এর মাধ্যমে আপনাদেরকে আপডেট জানিয়ে দিবে।
যেহেতু এইটা তৈরি করতে আমাকে অনেক পরিশ্রম ও সময় দিতে হবে তাই এইটা একটা পেইড প্রডাক্ট হিসাবে থাকবে। কিন্ত আপনাদের নিরাশ হওয়ার তেমন কিছু নাই, আমার সকল ফেসবুক ফ্রেন্ডদের জন্য এইটা ৬ মাস ফ্রিতে ব্যবহার করার সুযোগ থাকবে। আমি মনে করি ৬ মাস ভালমত প্র্যাকটিস করলে আপনার ট্রেডিং স্কিল অনেক ইম্প্রুভ করা পসিবল।
এখন এইটা ৬ মাস ফ্রিতে পাওয়ার জন্য আপনাকেও একটা কাজ করতে হবে। সেইটা হল আমার এই পোষ্টটা লাইক/শেয়ার করতে হবে। চাইলে আপনার কোন ফরেক্স গ্রুপ থাকলে সেখানেও শেয়ার করতে পারেন। তাহলে আপনার পরিচিত যারা আছে তারাও এই সিমুলেটরটি ব্যাবহার করার একটা সুযোগ পাবে।
Share the post "প্রাইস অ্যাকশান ট্রেডিং (Price Action Trading)"