আশা করি সবাই ভাল আছেন। আমরা নিজেদের প্রয়োজনে মেমরিকার্ড, পেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করি, কিন্তু অনেক সময়
নিজের ভুলে বা অপ্রয়োজন মনে করে প্রয়োজনীয় ফাইল ডিলেট করে ফেলি।
আজকে আমি আলোচনা করব কিভাবে ডিলেট হওয়া ফাইল উদ্ধার করবেন।
যে ভাবে ডিলেট ফাইল উদ্ধার করবেন
প্রথমে Recuva লিখে গুগলে সার্চ করুন।
প্রথম লিঙ্ক থেকে recuva সফটওয়্যারটি করে ইনস্টল করুন, আশা করি ডাউনলোউড ও ইনস্টল করা পারবে।
Recuva সফটওয়্যারটি ওপেন করে Next ক্লিক করুন।
যে ডাটা উদ্ধার করতে চান সেটি সিলেক্ট করুন, সব উদ্ধার করতে চাইলে all files সিলেক্ট করে Next ক্লিক করুন।
যে লকেসনের ফাইল উদ্ধার করতে চান সেটি সিলেক্ট করে Next ক্লিক করুন।
Enable deep scan সিলেক্ট করে Next ক্লিক করুন।
নিচের ফটোর মত প্রসেস শেষ না হওয়া পযর্ন্ত অপেক্ষা করুন।
প্রসেসটি শেষ হলে ডিলেট হওয়া সব ডাটা দেখাতে পাবেন, সেখান থেকে যে সব ডাটা উদ্ধার করতে চান সেগুলো সিলেক্ট করে recover ক্লিক করুন।
উদ্ধার হওয়া ডাটা কোন লকেশনে সেইভ হবে লকেসনটি দেখিয়ে দিন, যে drive থেকে ডাটা উদ্ধার করাতেছেন সে drive সারা অন্য drive সিলেক্ট করুন তার পর ok ক্লিক করুন।
এ সফটওয়্যারটি ডিলেট কৃত ডাটার প্রায় 80% উদ্ধার করতে পারে ।