Ring ID রিং আইডি আর বেশিদিন থাকবে না, এরা রোজ তাল বাহানা করে সার্ভারের দোষ দিচ্ছে।
এদের সার্ভার একসপ্তাহ ধরে আপডেট হচ্ছে কিন্তু এরা আপডেটের মাধ্যমে একটা সমস্যাও সমাধান করেনি উল্টো সমস্যা বাড়ায় দিয়াছে।
- প্রথমে এজেন্ট ক্যাশ আউট অফ করলো
- তারপর বিকাশ এর অপশন দূর করলো
- এছাড়া রিং আইডির ভেতরে sms এর মাধ্যমে যে যোগাযোগ টা করা যেত তাও অফ করে দিয়েছে sms দিলে যায় না আর আসেও না।
যারা গেম খেলেন যেমন free fire /pubg তারা নিশ্চয়ই জানেন যে সার্ভারে সমস্যা হলে তারা আগে থেকে নটিশ দেয় যে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সার্ভারে কাজ চলবে কিন্তু এরা কোন নোটিশ দেয় না এদের সার্ভারে সমস্যা ৭ দিন ধরে তারপরও এদের ব্যাকআপ এর কোন ব্যাবস্থা নেই।

সবাই একটা কথা ভেবে দেখেন আপনাকে যে হিসাব করে প্রতি ঘন্টায় এরা এড দেখার যে সীমাটা বদ্ধ করে রেখেছে সেটাতে তো কোন সমস্যা হচ্ছে না ৫টা এড দেখানোর পর একটা বেশি হলেও তো টাকাটা এড হচ্ছে না।
এসব তাদের ফাজলামো ছাড়া কিছুই না।কিছু দালাল বলছে না যে গুজবে কান দিবেন না তো এদের কাছে প্রশ্ন বিণা কারণে কী কেও গুজব ছড়াতে পারে কোন কারণ ছাড়া গুজব ছড়াচ্ছে যখন তখন এরা এদের সমস্যা সমাধান করছে না কেন?
ক্যাশ আউট এর সমস্যা তো এখরো ঠিক হয় নি কী বাল করছে এরা।এরা ৫৯ মিনিটে টাকা উইড্রো করার সময়টা আমাদেরকে দেয় কারণ ১ মিনিটের ভেতর তো বেশিলোক উইড্রো করতে পারবে না।
হেডার সার্ভার কোনদিন ঠিক হবে না। সবাই ব্যাবস্থা নিন দালালদের কথায় কান দিয়েন না
Fb Comment:
আপনার দালালি করে কি লাব? বড় বড় এজেন্ট যারা আছে তারা সবাই গা-ঢাকা দিছে কেউ কিছু বলতেছেনা।
কেউ কেউ লাইভে এসে গান গায় নাচে আবার বলে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে তাদের কিছুক্ষণ বলতে বলতে ২৪ঘন্টা ওভার এখনো যদি সার্ভার সমস্যা সমাধান না করে তাহলে কি দরকার এই রিং আইডি নিয়া পরে থাকার?
এই সমস্যা নিয়া এতোদিন ধরেও কাজ করে কি সমাধান হয়না? উত্তর একটাই তারা ইচ্ছেকরে এসবব করে এভাবে করতে করতে হয়তো একদিন ঘোষণা দিয়ে দিবে যে আমাদের সার্ভার সাইটের সকল তথ্য অপরিকল্পিত ভাবে মুছে গেছে সম্মনীত গ্রহক আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ফাইনালি নতুন করে ব্র্যান্ড প্রমোটর ক্লোজ…
চাইলেও নতুন করে কোনো রিং আইডি ইউজার কোনো প্রকার মেম্বারশিপ নিতে পারবেন না।
এখানে কম্পেয়ার করা প্রথম আইডি টি হচ্ছে যেটাতে গোল্ড মেম্বারশিপ নেওয়া আছে। দ্বিতীয় আইডি টি হচ্ছে এটাতে কোনো মেম্বারশিপ নেওয়া হয়না।
নতুন কোনো আইডিতে টোটালি কমিউনিটি জবস অপশন বন্ধ। যেটা আর চালু হবে না।
Ring ID Notice

Ring ID Notice
Share the post "Ring ID রিং আইডি ইউজার দের উদ্দেশ্য করে বলছি ভাই,"
One Comment
Pingback: রিং আইডির নতুন ফাঁদ (Ring ID New Trap) - বেস্টআর্নআইডিয়া.কম