Agent কিভাবে হবেনঃ
- ringID ওপেন করে ringid Agent এ ক্লিক করবেন।
- এখানে আপনার নিজ জেলা select করে Submit এ ক্লিক করবেন। এভাবেই আপনার এজেন্ট হওয়ার আবেদন করবেন।
- আবেদন Submit করার পর এবার আপনার এজেন্ট হতে হলে নূন্যতম ৫০টি ভোট প্রয়োজন।
- Play store অথবা Apps Store থেকে Ring ID করুন।
- Ring ID Agent ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।
- সফলভাবে রেজিষ্ট্রেশন করার পর আপনার সাথে ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করা হবে।
কিভাবে Agent হওয়ার জন্য vote সংগ্রহ করবেনঃ
আপনি যাকে ভোট দিবেন তার নিকট থেকে ভোট ব্যাক চাইবেন। এভাবেই আপনি ভোট সংগ্রহ করবেন।
ভোট দেয়ার নিয়মঃ
1. প্রথমে ringID App open করুন.
2. Homepage এর ডান দিকে ringID Agent এ ক্লিক করুন.
3. এখন Vote for Agent (ভোট দিন) Select করুন.
4. তারপর Enter ringID তে 1205 1895 আইডি দিন Md Jobayer Mahmud এ ক্লিক করে Submit করুন।
তারপর Screenshoot পাঠান, আমিও আপনাকে ভোট ব্যাক দিব।

এজেন্ট হয়ে আপনার লাভ কিঃ
আপনি যদি ringid এর এজেন্ট হতে পারেন, তবে আপনার এলাকায় আপনি ringid এর নিন্মোক্ত কাজ করে আয় করতে পারবেন।
- হোটেল বুকিং।
- ডাক্তার এর সিরিয়াল।
- বাসের টিকেট বুকিং।
- ট্রেনের টিকিট বুকিং।
- লঞ্চের টিকিট বুকিং।
- বিমানের টিকিট বুকিং।
- অনলাইন Shopping
- জমি/ফ্লাট ক্রয়/বিক্রয়ে সহায়তা।
এরকম আরো অনেক সার্ভিস ringID আপনার মাধ্যমে আপনার এলাকায় প্রদান করার জন্য নির্বাচন করবে। আর প্রতিটা কাজের জন্য নির্ধারিত টাকা আপনার একাউন্টে পৌছে যাবে।
আপনি মূহূর্তেই Bkash এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
এছাড়াও সর্বোচ্চ ভোট প্রাপ্ত ০৫ জন পাবেন ০৫ টি new car.
1000 জন পাবেন 1000টি মটর সাইকেল।