RingID কমিউনিটি জব ক্যাশ আউট নতুন আপডেট
কম্পানি নতুন আপডেট আসছে আমরা যারা গ্রাহক আছি তাদের সুবিধার্থে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক এজেন্ট টাকা মেরে দিচ্ছি বা ৭২ ঘণ্টার বেশি সময় নিচ্ছে টাকা দিতে। সে ক্ষেত্রে সবার টাকাটা যেন 100% পায় তা নিশ্চিত করার জন্য নতুন আপডেট টা আনা হয়।
কিন্তু দেখা যাচ্ছে যে অনেক এজেন্ট বলতেছে যে আমি টাকা পাওয়ার আগেই যেন রিসিভ দিয়ে দেই।
কিন্তু আমার প্রশ্ন হল আমরা যদি আগেই রিসিভ দেই তাহলে আমার ঢাকা আপনারা মেরে দেওয়ার পর আমার প্রমাণ কি থাকবে? কম্পানি তো বলবে আপনি তো রিসিভ দিয়েছেন আপনি টাকা পেয়েছেন? সে ক্ষেত্রে আমাদের করার কিছু নেই?
আমরা যারা সাধারণ গ্রাহক আছি আমাদের টাকা মেরে দিলে আমাদের কমপ্লিট করার মত কোন জায়গা নাই।
কারণ আমাদের সাথে অফিসের এর কোন লোকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারিনা কিন্তু এজেন্টরা তো যোগাযোগ
করতে পারে তাদের সাথে। তারা টাকা দিবার পর কোন গ্রাহক যদি রিসিভ না দেয় তাহলে অফিসে কল দিয়ে প্রমাণ
দিয়ে তার আইডি টা ব্লক করে দিতে পারে, বা এজেন্ট সরাসরি অফিসে কথা বলে কার সমস্যার সমাধান করতে পারেন।
কিন্তু এজেন্টরা তা না করে আমাদের উপর অন্যায়টা চাপিয়ে দিচ্ছি।
সে বলে যে আমি আগে রিসিভ না দিলি সে নাকি টাকা দিবে না। এটা কি কোন নতুন আপডেটের পলিসির মধ্যে পরে।
সবার মতামত কামনা করছি।
১. গ্রাহক
এখন থেকে গ্রাহক এজেন্ট ক্যাশ আউট দেওয়ার পর
২. এজেন্ট
গ্রাহকের দেয়া কমিউনিটি জব ক্যাশ আউট দেখবে
এবং গ্রাহককে তার ক্যাশ আউট দেওয়া টাকা বিকাশ রকেট নগদ নাম্বারে আগে টাকা পাঠিয়ে দিবে
৩. গ্রাহক
এজেন্টের দেয়া টাকা গ্রাহক তার নিজ একাউন্ট বিকাশ রকেট নগদে বুঝে পাবে
এবং গ্রাহক সাথে সাথে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট অপশনে দেওয়া Receive বাটনটি ক্লিক করে
এজেন্টের দেওয়া ক্যাশ আউট সম্পন্ন করে দিবে
৪. সতর্কবার্তা
আর যদি গ্রাহক ভুলে কিংবা দুষ্টামি করে এজেন্টের দেওয়া টাকা পেয়ে Receive বাটনটি ক্লিক না করে তাহলে গ্রাহক পরবর্তী ক্যাশ আউট দিতে পারবে না এবং এক থেকে দুই দিন হয়ে গেলে তার আইডি অফিসিয়াল ব্যবস্থা নেয়া হবে এমনকি সাময়িকভাবে তার আইডি ব্যান্ড করা হতে পারে ।
কোন প্রতারক এজেন্ট যাতে করে প্রতারণার না করতে পারে সেজন্য সবার ভালোর জন্য এই আপডেট আনা হয়েছে
ধন্যবাদ রিং আইডির সাথেই থাকুন