আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন (সিল মেরে দিয়েছেন), তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি।
إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা অনুবাদ: যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক কর বা না কর, তাদের পক্ষে উভয়ই সমান; তারা বিশ্বাস করবে না। (সূরা ২বাকারা: ৬)
সরল ব্যখ্যা: (এখান থেকে দুটি আয়াতে কাফিরদের অবস্থা বর্ণনা করা হচ্ছে।) যাদের ভাগ্যে হেদায়েত নেই, তাদের জন্য দাওয়াত কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বড়ই আশা ছিল যে, সবাই মুসলিম হয়ে যাক এবং সেই অনুপাতে তিনি প্রয়াসও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহান আল্লাহ বললেন, ঈমান তাদের ভাগ্যেই নেই।(তাবারী/১: ২৫২) এরা এমন কিছু বিশেষ লোক ছিল যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল। (যেমন আবূ জাহল এবং আবূ লাহাব প্রভৃতি।) নচেৎ তাঁর দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিল।
যেমন সূরা ইউনুসে আল্লাহ বলেন:-
যাদের ব্যাপারে তোমার পরওয়ারদেগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না। (সূরা ১০ ইউনুস: ৯৬)
যদিও কাফিরদের দাওয়াত দেয়া না-দেয়া সমান, তবুও কার ভাগ্যে ঈমান আছে তা শুধু আল্লাহই জানেন; তাই আমাদের উচিত- দাওয়াত দিয়ে যাওয়া। এটাই ছিল নবীর দায়িত্ব “পৌছে” দেয়া। (১৩:৪০)
মূলত আয়াতটি কুরাইশ নেতৃবৃন্দ সম্পর্কে যারা কুফরের উপরই অটল ছিল! (১৪: ২৮)
خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
বাংলা অনুবাদ:আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। (সূরা ২ বাকারা: ৭)
খতম বা মোহর মারা মানে হলো, তাদের সীমা লঙ্ঘন ও বাড়াবাড়িতে তারা অন্ধ হয়ে গেছে। মুজাহিদ (রহ) বলেন: পাপ মানুষের অন্তরে চড়ে বসে, তাকে চারদিক থেকে ঘিরে নেয়; এটাই হচ্ছে মোহর!
কাতাদা (রহ.) বলেন- শয়তান তাদের উপর বিপুলভাবে জয়লাভ করেছে এবং তারই দাসে পরিণত হয়ে গেছে শেষ পর্যন্ত তাদের অন্তরে ও কানে আল্লাহর মোহর লেগে গেছে ও চোখের উপর পর্দা পড়ে গেছে সুতরাং তারা হেদায়েতের আলো দেখতে পাচ্ছে না, রাসূলের বাণী শুনতে পাচ্ছে না বা অনুধাবন করতে পারছে না।(ইবনে আদী হাতিম/১:৪৪) এটা বান্দাহরই কৃতকর্মের ফল!
সহীহ হাদীসে এসেছে-
‘‘মু’মিন যখন কোন পাপ করে বসে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। তারপর যখন সে তাওবা ক’রে পাপ থেকে ফিরে আসে, তখন তার অন্তর আগের মত পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যায়। কিন্তু সে যদি তাওবা করার পরিবর্তে গুনাহের পর গুনাহ করতে থাকে, তাহলে সেই কালো দাগ ছড়িয়ে গিয়ে তার পুরো অন্তরকে আচ্ছন্ন করে ফেলে।’’ নবী করীম (সাঃ) বলেন, ‘‘এটাই হল সেই মরিচা যা মহান আল্লাহ ক্বুরআনে উল্লেখ করেছেন। {كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ} ‘‘কখনোও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে।’’সূরা মুত্বাফফিফীন:১৪ দ্রষ্টব্য: (তিরমিযী/৯:২৫৪, সুনানে নাসাঈ/৬:৫০৯)
মোহর বা খতম সম্পর্কে আরো আয়াত: সূরা ৪২ আশশূরা: ২৪; সূরা ৪৫ জাসিয়া: ২৩