নিয়মিত আপনার ওয়েবসাইট বা ব্লগে মানের কন্টেন্ট যোগ করা একটি ভাল এসইও কৌশল। Google আপনার ওয়েবসাইট সক্রিয় থাকে কারণ নতুন তথ্য যোগ করা হয় এবং আপনি আপনার সামগ্রীটির পরিমাণ বৃদ্ধি করেন।
আপনি যদি আপনার কীওয়ার্ড কৌশল সঠিকভাবে তৈরি করে থাকেন এবং আপনার সামগ্রীটি সঠিক কীওয়ার্ডগুলির জন্য সুন্দরভাবে নির্বাচন করতে পারেন।
সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য আমরা যা কিছু লিখি তাই সেগুলোকে কিওয়ার্ড বলে।অর্থাৎ কিছু শব্দের সমন্বয় বা কোন ফ্রেজ যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য লিখি সেগুলোকেই কিওয়ার্ড বলে। বলা হয় যে কিওয়ার্ড হচ্ছে এস ই ও প্রান।
নিচের ইমেজটি ভালো করে খেয়াল করলে দেখবেন সার্চ বক্সে ২টি ওয়ার্ড লেখা হয়েছে “Keyword Research”, মূলত এটিই হচ্ছে কিওয়ার্ড। যার ফলে, সার্চ ইঞ্জিন SERPs রেজাল্ট পেজে কিছু রিলেভেন্ট রেজাল্ট শো করছে। অর্থাৎ সার্চ বক্সে আপনি যা লিখে সার্চ করবেন তাই কিওয়ার্ড।

কিওর্য়াড কম্পিটিশান অ্যানালাইসসঃ কিওয়ার্ড কম্পিটিশান অ্যানালাইসিস প্রক্রিয়াটি জানতে হলে আপনাকে অবশ্যই এসইও-র প্রতিটা দিক ভাল জানতে হবে। যেমনঃ-
- পেজ র্যাংক কি? কিভাবে নির্ধারন হয়?
- ডোমিন এইজ (Age) কি? EMD কি?
- ডোমেইন অথরিটি কি? ডোমেইন অথ্রিটি ও পেজ/পোস্ট অথরিটির পার্থক্য কি?
- টাইটেল ও ডেস্ক্রিপশন ট্যাগ কি? এই ট্যাগ কিভাবে এসইও তে প্রভাব ফেলে?
- ব্যাক লিংক কি? ব্যাক লিংক ভাবে পাওয়া যায়? Do-follow, No-follow ব্যাংক লিংঙ্ক কি?
- ইন্টারনাল লিংক ও এক্সস্টার্নাল লিংক কি? কি ভাবে কাজ করে?
- এলেক্সা র্যাংক কি? এলেক্সারেংক কি? এলেক্সা রেংক কি ভাবে কাজ করে?
এস.ই.ও(SEO) শিখে অনলাইন থেকে ইনকাম করুন।
৫ টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) করার কৌশল।