ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং অনলাইন মারকেতপ্লেস গুলোতে এই কাজের প্রচুর চাহিদা রয়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাই আপনারা শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এবং এস ই ও। এখানে আপনি সম্পূর্ণ ধারাবাহিক ভাবে বাংলাই এস ই ও এর A-Z শিখতে পারবেন।
Search Engine Optimizations(SEO):
অনলাইন ইনকামের মধ্যে সবচাইতে বৃহৎ এবং সর্বাধিক কাজের ক্ষেত্র হচ্ছে SEO। আপনার বিজনেসটা যদি অনলাইন বেসেস হই তাহলে আপনাকে অবশ্যই নিজে অথবা কোন SEO এক্সপাটের মাধ্যমে আপনার বিজনেসটাকে প্রমোট করতেই হবে। অন্যথাই আপনি কোনভাবেই লাভবান হবেন না।
আমরা কোন কিছুর প্রয়োজন হলে যেমন Google মামার কাছে যাই, ঠিক তেমনি পশ্চিমারাও Google মামা অথবা অন্য যে সব সার্চ ইঙ্গিন আছে ওদের কাছে ধরা দেই। সার্চ করে কোন পণের দরকার হলে ইন্টারনেট থেকে খুজে বের করে নেই।
Search Engine Optimization এর কাজটা হচ্ছে আপনার অথবা আপনার ক্লাইন্টের ওয়েবসাইটি GOOGLE এর সার্চ Result এর টপ পেজে এনে দেওয়া। যেমন নিচে খেয়াল করুন-

আমি এখানে ”বাংলা খবরের কাগজ অনলাইন” দিয়ে গুগলে সার্চ করার কিছু Result শো করেছে। এস ই ও এর কাজটা হচ্ছে মুলত ক্লাইন্টের ওয়েবসাইটকে এ রকম গুগল রাঙ্কে ১ নাম্বারে নিয়ে আশা।
ওয়েবসাইট রাঙ্ক করানোর জন্য আমাদের এসইও ছাড়া আর অন্য কোন পথ খোলা নাই। আমরা একটা ওয়েবসাইট রাঙ্ক করার জন্য বিভিন্ন ভাবে Search Engine Optimization করতে পারি।
এসইও বা সার্চ ইঙ্গিন অপটিমাইজেসন করতে পারি দুই(০২) ভাবে।
১/ অন-পেজ অপটিমাইজেশন এবং
২/ অফ- পেজ অপটিমাইজেশন
Share the post "এস.ই.ও(SEO) শিখে অনলাইন থেকে ইনকাম করুন।"
One Comment
Pingback: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও কী? - বেস্টআর্নআইডিয়া.কম