SohojAffiliates Leadership Contest সহজ এফিলিয়েট লিডারশিপ কনটেস্ট কি এবং সহজ এফিলিয়েটস কনটেস্টে এর নিয়মাবলী নিচে দেওয়া হলো। যদি আপনি এখনো একাউন্ট করে না থাকেন তাহলে নিচের লিং থেকে একাউন্ট করে নিন।
রেজিষ্টেশন করুন এখানে ক্লিক করুন
সহজ এফিলিয়েটস কি?
Sohoj Affiliates হলো Amazon Affiliates এর মতো একটি Affiliate Marketing প্লাটফর্ম। এখানে Sohojbuy.com এর প্রডাক্ট প্রমোট করে কমিশন অর্জন করা যায়। এছাড়াও আপনার রেফার করা এফিলিয়েট মার্কেটার যা আয় করবেন সারাজীবন তার আয়ের ১০% কমিশন পাওয়া যায়।
What is Sohojaffiliates? সহজ এফিলিয়েটস কি?

Leadership Contest
কনটেস্টের নিয়মাবলী দেখে নিনঃ
- কনটেস্টের নাম: লিডারশীপ কনটেস্ট
- যেকোন এফিলিয়েট যাদের একাউন্ট লিমিট হইনি (৩০ দিনের মধ্যে কোন এফিলিয়েটের কোন সেল না থাকলে তার একাউন্ট লিমিট হয়ে যায়, তখন সে সেকেন্ড লেভেল ইনকাম পাবেনা) এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
- কনটেস্টের সময় একটি কনটেস্টে চলবে তিন মাস সময় শেষ হওয়ার পর নতুন আবার কনটেস্ট চালু হবে এক মাস পর।
- কনটেস্টে অংশগ্রহনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
- কনটেস্ট চলাকালীন যেকোন সময় কনটেস্ট অংশগ্রহন করা যাবে।
- কনটেস্টে অংশ নিতে কোন প্রকার ফী বা খরচ দিতে হবেনা, একদম ফ্রী।
- কনটেস্টের বিজয়ী নির্ধারন করা হবে পয়েন্টের ভিত্তিতে।
- কনটেস্ট চলাকালিন সময়ে আপনার রেফার করা প্রত্যেক এফিলিয়েটের প্রতিটি কমপ্লিট সেল থেকে আপনি পাবেন একটি পয়েন্ট।
- কনটেস্ট চলাকালিন সময়ে যদি আপনার কোন এফিলিয়েটের ৫ টি বা তার বেশি সেল কমপ্লিট হয় তাহলে তাকে একটিভ এফিলিয়েট হিসেবে গন্য করা হবে। আপনার যত বেশি একটিভ এফিলিয়েট হবে আপনার পয়েন্ট তত গুন বৃদ্ধি পাবে। যেমন: উদাহরণ ১: আপনার টিমের টোটাল সেল ৫০ টি এবং আপনার টিমে ৫ জন একটিভ এফিলিয়েট আছে। তাহলে আপনার পয়েন্ট হবে ৫০x৫=২৫০ উদাহরণ ২: আরেকজনের টিমে টোটাল সেল ১০০ এবং তার টিমে টোটাল একটিভ মেম্বার ২ জন তাহলে তার পয়েন্ট হবে ১০০x২=২০০. এখানে ২য় ব্যক্তির টিম সেল বেশি হলেও তার একটিভ মেম্বার কম থাকায় সে পিছিয়ে গেল।
- নিজের আইডিতে ৫ টা সেল হলে, নিজের আইডিটাও একটা একটিভ এফিলিয়েট হিসেবে গননা করা হবে।
- প্রাইজ ফান্ড হবে ৫০,০০০-১,০০,০০০ টাকা বা তার বেশি। প্রাইজ ফান্ড সংগ্রহ করা হবে এভাবে, প্রতিটি এফিলিয়েটেড সেল কমপ্লিট হলে প্রাইজ ফান্ডে ২০ টাকা করে জমা হবে। এছাড়া স্পন্সর নেওয়া হবে। দেশি বিদেশি স্পন্সরদের সাথে এ বিষয়ে কথা হচ্ছে।
- ১৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখ কনটেস্টের চুড়ান্ত বিজয়ী ঘোষনা করা হবে। বিজয়ী ঘোষনার পরবর্তী ১৫ দিনের মধ্যে বিজয়ীদের একাউন্টে পুরষ্কারের টাকা পৌছে যাবে।
Sohoj Affiliates কিভাবে শুরু করবেন? কি কাজ করবেন? Part 3
একাউন্ট খুলতে চেষ্টা করলাম, ইমেইলে ভেরিফেকশন মেইল আসেনা, কি করবো?
রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর আপনার ইমেইলে একটা ভেরিফেকেশন মেইল যাবে, ইমেইলটা আপনার কিনা সেটা ভেরিফাই করার জন্য। যে ইমেইল দিয়ে একাউন্ট করেছেন সেই ইমেইলের ইনবক্স চেক করুন। ইনবক্সের ভেরিফিকশন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। যদি Inbox এ মেইল না আসে তাহলে Spam বা Junk ফোল্ডার চেক করুন। যদি Spam বা Junk ফোল্ডারেও মেইল না আসে তাহলে ১০/১৫ মিনিট অপেক্ষা করুন। তারপরও যদি না আসে তাহলে বুঝতে হবে আপনি ইমেইল টাইপিং এ ভুল করেছেন। সেক্ষেত্রে সঠিক ইমেইল দিয়ে আবার নতুন একাউন্ট খুলুন। কোন সমস্যা হলে সহজ এফিলিয়েটস সাপোর্টে যোগাযোগ করুন।