ডোমেইন হোস্টিং সমস্যা?
ওয়েব ডেভলোপিং যারা নতুন শিখছেন বা যারা নতুন ওয়েব সাইট বানাতে চান, সর্ব প্রথমে তারা যে সমস্যায় পরেন তা হলো ভাল ওয়েব হোস্টিং কোথায় পাওয়া যাবে। যাদের কাছে থেকে হোস্টিংস কিনতেছি বা ডোমেইন কিনতেছি তারা ভাল সাপোর্ট দেবে কিনা। অথবা কম খরচের উপর কিভাবে চালিয়ে দেওয়া যায়।
আসুন জেনে নেই কি কি প্রবলেম ফেস করতে হতে পারে এরকম সস্তা ডোমেইন ও হোস্টিং এর ক্ষেত্রেঃ
.
হোস্টিং এর ক্ষেত্রেঃ
১। অনেক সময় সাইট ডাউন থাকে। সাইটে ঢুকতে গেলে লোড হতেই থাকে। যদিও এই ডাউনটাইম হয়তো খুব বেশি সময় এর জন্য নয়। তবে এটা আপনার সাইটের SEO এর জন্য ব্যাড ইফেক্ট ফেলবে। অনেক ভিজিটর হারাবেন। ভিজিটর আপনার সাইটে ঢুকতে গিয়ে এরকম ডাউন অবস্থা পেলে পরবর্তীতে আপনার সাইটে ঢুকতে আগ্রহ হারিয়ে ফেলবে।
২। আইপি জনিত সমস্যা হইতে পারে। এটা সস্তা হোস্টিং এর জন্য খুবই কমন সমস্যা। এই ধরনের হোস্টিং এ সাইট হোস্ট করা হলে অনেক আই পি থেকেই সাইট লোড হবে না। ফলস্রুতিতে কি হতে পারে বুঝতেই পারছেন।
৩। আর একটা সমস্যা হতে পারে, সেটা হলো যেকোন সময় কোনরুপ কারন ছাড়াই আপনার সাইট ডিলিট হয়ে যেতে পারে। আপনার অনেক কস্ট করে বানানো সাইটের যদি এই হাল হয় তবে তো ফ্রী হোস্টিং ই অনেক ভাল
ডোমেইন এর ক্ষেত্রেও কি সমস্যা হতে পারে ?
হ্যা, ডোমেনেও সমস্যা হয়। সর্ব প্রথম সমস্যা হতে পারে DNS নিয়ে। আই পি জনিত সমস্যাও হতে পারে।
ফ্রী হোস্টিং এ সমস্যা কোথায় ? কেনো ফ্রী হোস্টিং ব্যাবহার করবেন না ?
১। প্রফেশনাল ওয়েব সাইট তৈরীর ক্ষেত্রে ফ্রী হোস্টিং কখনো কার্যকরী সলুউশন হতে পারে না।
ফ্রী হোস্টিং এও আপনার সাধের ওয়েব সাইট কোন কারন ছাড়াই ডিলিট করে দিতে পারে। যখন তাদের সিপিইউ বেশি যাবে তখন প্রায় নিশ্চিত হতে পারেন আপনার একাউন্ট বা সাইটও যাবে।
২।আর একটা সমস্যা খুব ই কমন, আপনার সাইটে ভিজিটর একটু বেশি আসা শুরু হলেই সাইট স্লো হয়ে যাবে। অর্থাৎ সাইট লোড হতে অনেক বেশি সময় লাগবে। এই ধরনের সাইটে ভিজিটর আর আসতে চাইবে না পরবর্তিতে।
তবে প্রাক্টিস করার জন্য ফ্রী হোস্টিং ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রেও আমার একটা কথা আছে। ফ্রীতে সাধারনত কেউ সি প্যানেল দেয় না। সেই ক্ষেত্রে আপনি সি প্যানেলের ইন্টারফেসের সাথে অপরিচিত থেকেই যাবেন। সেই সাথে সি প্যানেলের সুবিধা থাকে বঞ্চিত হবেন।
আসুন এবার জেনে নেই ডোমেইন হোস্টিং কেনার সময় কি কি জিনিস মাথায় রাখবেন ?
যাদের কাছে থেকে আপনি হোস্টিং বা ডোমেইন নিচ্ছেন তাদের পুর্বের রেকর্ড কেমন। তাদের লাইভ সাপোর্ট কেমন। অনেকেই ২৪/৭ লাইভ সাপোর্ট দেবার প্রমিস করলেও পরবর্তিতে তা পাওয়া যায় না। সস্তা ডোমেইন হোস্টিং থেকে কিছুটা দূরে থাকারই চেস্টা করবেন। যারা আপনাকে সারাবছর সার্ভিস দেবে তারা আপনাকে স্বস্তায় ডোমেইন বা হোস্টিং দিতে চাইবে না।
তাহলে কি সস্তা মানেই খারাপ। কখনোই না। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ভাল ডোমেইন ও হোস্টিং প্রভাইডার হয়েছে। যারা কোন রুপ কম্লেইন ছাড়াই ডোমেইন ও হোস্টিং প্রভাইড করে যাচ্ছে।
পরিশেষে এটুকুই বলব, ডোমেইন ও হোস্টিং কেনার আগে যেখান থেকে কিনতে যাচ্ছেন তার সম্পর্কে একটু ভাল মত খোজ খবর নিয়ে নেবেন। অভিজ্ঞ যারা আছে তাদের কাছে থেকেও জেনে নিতে পারেন বাংলাদেশে কারা কারা ভাল ডোমেইন হোস্ট প্রোভাইড করে। এছাড়াও বাইরের থেকেও কোন কোন ভাল ডোমেইন হোস্ট আছে। কারন আপনি যখন ডোমেইন হোস্ট কিনে সাইট বানাবেন, যেই সাইটই বানান না কেনো আপনার যথেস্ট পরিশ্রম যাবে ঐ সাইটের পেছনে। তাই যে কোন সময় এই সাইট হারানো কখনোই আমাদের কাম্য নয়।
এই জিনিসগুলো আমাদের সকলকেই শিখতে হবে। শেখার অনেক ধরন আছে। কেউ দেখে শেখে , কেউ ঠেকে শেখে। আপনারা না হয় দেখেই শিখুন। সবাইকেই ঠেকে শিখতে হবে এর কোন মানে নাই।
সূত্রঃইন্টারনেট
1 Comments
Pingback: সার্ভার পিং কী? সার্ভার সবসময় চালু থাকে কেন? - বেস্টআর্নআইডিয়া.কম