ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে কিছু কথা-১
ফ্রিল্যান্সিং একটি বহুল আলচিতশব্দ, এই শব্দটি শুনে নাই এমন মানুষ খুবকম-ই খুঁজে পাওয়া যাবে |
ফ্রিল্যান্সিং শব্দটির আরেকটি পরিপূরক শব্দ হচ্ছে আউটসোর্সিং|
ফ্রিল্যান্সিং এর অর্থ সহজ ভাবে বুঝানোর জন্যে আমি সাধারনত একটা উধাহরন দেই, মনেকরি জনাব যোবায়ের একজন ‘ফ্রিল্যান্স ফটোগ্রাফার’ এর মানে হচ্ছে তিনি তার তোলা ফটো যে কোন পত্রিকা বা প্রথিস্থান এর নিকট বিক্রয় করতে পারেন |
এমনি ভাবে একজন ফ্রীলেন্সার তার পেশাগতকাজ মুক্তভাবে যে কোন প্রতিষ্ঠান এর জন্যে করতে পারেন। আউটসোর্সিং এর মানে হচ্ছে আপনি বা আপনাদের প্রতিষ্ঠানের কাজ অন্য কাওকে দিয়ে করিয়েনেয়া। আর জারা এই কাজ করে থাকে তাদেরকে বলা হয় ফ্রীলেন্সার । আউটসোর্সিং মানেই ইউরোপ আমেরিকা থেকেটাকা উপার্জন বুঝায় না| এটা আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক উভয়পর্যায়ে-ই হতে পারে। তবে হাঁ আমি পুরপুরি নিশ্চিত যে ,আপনি অনলাইনে ইউরোপ আমেরিকার টাকা আপনার পকেটে ঢুকানোর বিষয়টি জানতে-ই আমার ওয়েবসাইটে এসেছেন !!
আপনা রইচ্ছাকে আমি সাধুবাদ জানাই,অভিনন্দন!আপনি পারবেন! আপনকে দিয়ে-ইহবে, করন আপনার ইচ্ছা আর আগ্রহ আছে বলে-ই আমার এই লেখাটা পরতেছেন। আপনার প্রতিআমার অনুরোধ, এই আগ্রাহ হারাবেননা।
এইবার আসুন ফ্রিল্যান্সিং পেশাসম্পর্কে একটু জানিঃফ্রীলান্সিং একটি স্মার্ট পেশা,আপনি-ই আপনার বস! ভাবতেই ভালো লাগে, তাইনা !!? আপনি স্বাধীন, পুরো বিশ্ব-ই আপনার অফিস| আপনার অফিস হতেপারে আপনার গ্রামের বাড়ি, শহরের বাসা এমন কি কোন সমুদ্র সৈকত। অনেকের ধারনা একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে-ই online থেকে টাকা আয় শুরু করে দেওয়া যায়। এমন ভাবাটা স্বাভাবিক নতুনদের জন্যে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন|
অনলাইনে উপার্জন সম্ভব হবে নিজেকেকোনবিশেষ পেশায় দক্ষ হিশেবেগোড়ে তোলার মাধ্যমে|ফ্রীলান্সিং কোন রকেট সায়েঞ্চনা, ফ্রীলেন্সার হওয়ার জন্যে আপনাকে কম্পিউটার এর জাহাজও হতে হবে না । আপনি যে বিষয় টিভালো জানেন সেইটা নিয়াই আপনি ফ্রিল্যান্সিং শুরু করেদিতে পারেন| এইটা শিখার জন্যে কোন বেক্তি বা প্রতিষ্ঠান এরনিকট জেতে হবেনা, বাহারিবিজ্ঞাপন এর ফাঁদে পড়ে বেয়করতে হবেনা নগদ অর্থ-কড়ি।
অনলাইনে আপনার জন্যে রয়েছে হাজারো তথ্য আর টিওটোরিয়ালের ভাণ্ডার| আপনি আপনার পছন্দের পেশায় নিজেকে যোগ্য করে তুলতে পারেন, ভিডিও টিওটোরিয়াল আর ব্লগ এর মাধ্যমে। ব্লগ আর টিওটোরিয়ালকে অনুপ্রেরণা হিশাবে নিয়ে নিজেকে করতে হবে স্কিল্ড,আরসেইটা শিখা ও রাতারাতি সম্ভবনা, এর জন্যে থাকতে হবে প্রচণ্ড ইচ্ছা শক্তি| স্মরণ রাখতে হবে অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনতে হলে সেইটার উত্তম উপায় আপনার জানতে হবে।<>
মনে রাখা জরুরি, আপনি আপনারকর্মদক্ষতা দিয়ে যে উপার্জন করবেনসেটা-ই মুক্ত পেশা| কোন অনলাইনওয়েবসাইট-এ ক্লিক করে টাকাউপার্জন এর ফাঁদে পা দিবেন না,আপনাকে বলা হবে এইটাই দ্রুত ওসহজউপায়ে ফ্রীলেন্সার হওয়ার পথ,তবে সত্য হচ্ছে এইটা পুরোটাইপ্রতারণা, আমি নিজে ও এইপ্রতারণার শিকার হয়েছিয়ালামপ্রথম দিকে, তাই আমি আপনাকেআগেই সতর্ক করে রাখতে চাইজেনএই পথে পা না বাড়ন, যা শুধুআপনারমূল্যবান সময় নষ্টই করবে|
আপনি নিজেই ভেবে দেখুন, আপনি কোন কিছুকরছেন না কিন্তু তারা আপনাকেটাকা দিবে, বিষয় টা কেমন না?তার পর ও ভেবে নিলাম তারাটাকা দিবে, কিন্তু কতদিন? ক্লিককরে কি আপনি কিছু শিখতেপারছেন? কোন বাক্তিগতযোগ্যতাবাড়ছে? অবশই না| সুতরাং এমনকিছুকরুন যা আপনার পরিশ্রম দিয়াটাকাউপার্জন করার দার উন্মোচন করেদিবে|আমি আমার পরবর্তী আর্টিকেলেকোন কোন পেশায় ফ্রীলেন্সারহিশাবে আপনি নিজেকে বিশ্বেরদরবারে পরিচয় করিয়ে দিতেপারেন.