ইন্টারনেট থেকে টাকা আয় করার উপায় প্রচুর রয়েছে , তার মধ্যে একটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডিপ্লোপমেন্ট করে ইনকাম করা। Android এপ থেকে আয় করতে হলে আপনার নিজের একটি এন্ড্রয়েড এপ তৈরি করতে হবে।
যারা এপ্স ডেভেলপমেন্ট শিখছেন বা অনলাইন ইনকাম বিষয়ে অনেক খোঁজা খুঁজি শুরু করছেন তাদের জন্য আজকে আমার লেখা। এখানে আমি আজকে আপনাদের সাথে আমার বাস্তব জিবনের সমস্ত অনলাইন জগত তুলে ধরব । যাদের স্বপ্ন অনলাইন করে ইনকাম করবেন তাদের অনুরধ করবো আমার সম্পুন্ন পোস্টটি পড়ার ।
অ্যান্ড্রয়েট অ্যাপস বানতে যোগাযোগ করুন-
Call: 01748-188268
এখান থেকে আপনাকে হয়ত আমি বলতে পারবনা যে এই সাইটে কাজ করলে এত ডলার কামাতে পারবেন ওই সাইটে কাজ করলে এত ডলার কামাতে পারবেন কিন্তু এখানে আপনাদের কিছু নির্দেশনা বলে দেবো যা আপনার জিবনে একটু হলেও ভুমিকা রাখবে আসা করি । অন্যরা কে কি বলে বলতে দিন আপনি যে একদিন সফল হবেন এই বিশ্বাস টুকু রাখুন । যারা জিবনে অনলাইনের কাজ করে বা ডিপ্লোপার হয়ে অনেক দূর পর্যন্ত এসেছে অনেক টাকা ইনকাম করছে তাদের সাথে একদিন কথা বলে দেখুন তারা কিভাবে সফলতা লাভ করেছে তাদের ধর্য এবং পরিশ্রম কতটা গভির ছিল ।
অনেকের মুখে মুখে শোনা যায়,, অমুক অনলাইন ইনকাম করে হাজার হাজার ডলার কমাচ্ছে তমুক youtube এ ইনকাম করে বাড়ি, গাড়ি করছে আরো কতো কি? আরে,, ভাই তাদের শুধু আপনি উপরের টা দেখলেন ভিতরেরটা দেখলেন না। মানে তাদের সুখের বিষয়টা লক্ষ্য করলেন তাদের এতদূর আসতে যে কতটা ধর্য আর পরিশ্রম করতে হয়েছে সেটা খুজতে গেলেন না। আমি আবার বলব ধর্য ছাড়া সম্ভব না তাই আপনি ধর্য ধারন করুন আল্লহ আপনাকে অবশ্যই সফল করবেন ।
আসলে ভাই,, আবেক আর বাস্তবতার মধ্য অনেকটা তফাত আছে। আপনি স্বপ্ন দেখছেন যে,, জমিতে ফসল রোপন করেছেন,, সার ওষধ দিচ্ছেন,, আগাছা সাফ করছেন,, এবং সবাই ফসল কাটছে তাই আপনাকেও এখন ফসল কাটতে যেতে হবে,, স্বপ্ন ভাঙ্গার পরে,, কাচতে হাতে নিয়ে জমিতে গেলেন ফসল কাটতে,, কিন্তু গিয়ে দেখলেন জমিতে কোন ফসল নেই,, আপনার স্বপ্ন,, স্বপ্নই রয়ে গেল।
তাই,, অমুক এটা করছে,, তমুক এটা করছে আমিও করবো,, আমিও ডলার কামবো,,, কিন্তু আপনি কোন চেষ্টা বা পরিশ্রমই করলেন না,, কিভাবে ভালো কিছু আশা করবেন। আগে ভালোভাবে যেকোন একটা কাজ মনোযোগ দিয়ে ধর্য ধরে শিখুন তারপর টাকা ইনকামের চিন্তা করুন।
কাজ শেখাঃ
এখানে একটু সমস্যা আছে,, আপনি ধরুন, এপ্স ডেভেলপমেন্ট এর কাজ শিখবেন মনস্থ করলেন,, তারপর একদিন যাওয়ার পরে আপনার এক বন্ধু বলল,, এ দোস্ত ওয়েবডিপ্লোপার হ এখানে অনেক ইনকাম,, আপনি তার কথা শুনে এপ্স ডেভেলপমেন্ট বাদ দিয়ে আসলেন ওয়েবডিপ্লোপমেন্টে আবার কিছুদিন মনে করলেন এটা অনেক কঠিন,, তার চেয়ে youtube এবং ব্লোগিং করবো,, পরে দেখা গেল আপনি কিছুই শিখতে পারলেন না। শেষে কপালের দোষ দিলেন।
অনেকে আবার কি করে জানেন? Fivrr, upwork,Microwork,, ইত্যাদি সাইটে গিয়ে গিগ তৈরি করে অর্ডার পাওয়ার জন্য হা হা,, আরে ভাই,, আপনি কোন কাজ জানেন না বা youtub এ কয়েকটা ভিডিও দেখে গিগ তৈরি করা শিখলেন আর সেখানে গিগ তৈরি করে দিলেন আর আপনি অর্ডার পেলন,, এটা জেগে থেকে স্বপ্ন দেখা ছাড়া কিছু নয়। আপনাকে কি জন্যে তারা অর্ডার করবে? একবা নিজেকে প্রশ্ন করুন, হয়ত বিভিন্ন লোকের কাছে উত্তরটা বিভিন্ন হতে পারে,, আমার কাছে এর উত্তরটা হলো, আমি ভালো কাজ পারি।
আপনার, আমার, মত অনেক আছে এমন youtube দেখে গিগ দেয়া। তাই বলছি,, আপনি যেকোন একটি কাজ শিখুন ভালো ভাবে দেখবেন আপনাকে Fivrr এ কাজ করতে হবে না এর বাহিরে বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। তখন পাশাপাশি বিভিন্ন সাইটেও কাজ করতে পারবেন। আপনার মোন যে বিষয়ে কাজ করতে বেশি পছন্দ করে সেটাই করুন অন্যের কথা বাদ দিন। মাথায় রাখবেন, এখন অনলাইনে ভালো কাজের চেয়ে মন্দ কাজই করার লোক বেশি তারা আপনাদের বিভিন্ন প্রলোভন দেখাবে বিভিন্ন কাজ করার জন্য। কাজ করার পরে আপনাকে কোন পেমেন্ট করবে না
এমনটা সমস্যা কমন বিষয় এটা অনেকের সাথে ঘটেছে,, আপনার সাথেও ঘটতে পারে। অনেক প্রমান আছে আমার কাছে,, আমার এক বন্ধু জমি বিক্রি করে অনলাইন কাজে ইনভেস্ট করছে সে কিনা একটি বাটন ফোনের নম্বর সেভ করতে পারে না। এলাকায় হৈ হৈ সে কিনা অনলাইনে কাজ করে। পরিশেষে দেখা গেলো, সবটা শুন্য।সেই বন্ধু আজ mxn এ কাজ করে। এমন অনেক প্রমান আছে।
আপনার জানা থাকলে এমন ঘটনা আমাকে কমেন্টে জানিয়ে দিন।
অনেকে নতুন একটা ফোন কিনে বা কম্পিউটার কিনে কিছুদিন পর অনলাইনে কিভাবে ইনকাম করা যায় এ বিষয়ে youtube অনেক ভিডিও দেখেন হয়তো বা কোনো একটি ভিডিও এর প্রতি আকৃষ্ট হয়ে কাজ শুরু করতে থাকে। youtube এর বিভিন্ন ভিডিওতে দেখা যায় এপ্স থেকে তথা আর্নিং এপ্স থেকে ইনকাম, মাসে ১৫০০০-২০০০ টাকা ইনকাম সাথে সাথে পেমেন্ট দেবে বিকাশে । আরে ভাই, তারা যদি মাসে সেই এপ্সটি থেকে ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারতো তাহলে তারা কেন করছে না। তারা কেন youtube ভিডিও বানাচ্ছে।এমন এক সময় দেখবেন আপনার কামানো ডলারসহ এপ্সটি উধাও । বোঝার বিষয় আছে অনেক।
যাই হোক,,এপ্স ডিভলোপমেন্টের কথায় এসে অনেক বকবক করলাম। আসি,, এবার মুল কথায়। আপনি যদি মনস্থ করেন,, এপ্স ডিপ্লপমেন্ট শিখবেন তাহলে বলবো অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন কারন এখন এন্ডরোয়েড ফোনের চাহিদা দিন দিন যে হারে বাড়ছে তাতে এর ভবিষ্যত অনেক উজ্জ্বল। আপনি নিঃসন্দেহে শিখতে থাকুন,, এর জন্য আপনাকে নিচের বিষয় গুলো মাথায় রাখতে হবে
১.আপনার একটা গুড কনফিগারেশনের কম্পিউটার লাগবে।
২.প্রগ্রামিং ভাষা শিখতে হবে। কেউ কেউ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এপ্স তৈরি করে এবং সেটা মোবাইলের মাধ্যমে তৈরি করা যায়।কোন কম্পিউটার লাগবে না। কিন্তু সেখানে শিখতে পারবেন না এবং আপনাকে একজন ডিভপ্লোপার বলা যাবে না। সেখানে কোন প্রগ্রামিং লাগে না। প্রফেশনাল হতে চাইলে আমার রিকমেন্ড কম্পিউটারের মাধ্যমে কাজ করুন।
৩.কোডিং শিখতে হবে
৪.এন্ডরয়েডে একটা কোর্স করে নিবেন ভালো প্রতিষ্ঠান থেকে অনলাইনেও করা যায়(প্রতারক থেকে সাবধান)
৫.এপ্স প্লেস্টোরে আপলোড দিতে চাইলে একটা প্লে কনসোল একাউন্ট থাকতে হবে।
৬.আপনার এপ্সের মাঝে এডমোবের এড বসাতে চাইলে বা ফেসবুকের এড বসে ঐ এপ্সটি প্লেস্টোরে আপলোড দিলে আপনার ইনকাম হতে থাকবে।
৭. যথেষ্ট ধর্য ধারন আর পরিশ্রম করতে হবে।
৮. এটা একটা ক্রিয়েটিভিটির কাজ তাই আপনাকে প্রচুর সৃজনশীল হতে হবে
একটা কথা মোনে রাখবেন, আগের মতো গুগলের সাথে চালাকি করার অবস্থা নেই,, যা করতে হবে আপনাকে রেয়াল ভাবে করতে হবে,, গুগল যার সাথে লাগবে তার অনলাইনের কাজ করার বারো টা বাজিয়ে ছারবে। নতুনরা যে ভুলটা প্রায় করে থাকে তা হলো,, সামান্য কিছু এপ্সের কাজ শিখে তাড়াহুড়ো করে এপ্স তৈরি করে একটা প্লে কনসোল একাউন্ট কিনে এপ্স পাবলিস করে,, আরে ভাই তাড়াহুড়ো না করে এপ্স তৈরি করে এপ্স গুলো আগে আপনার ফ্রেন্ডদের সাথে সেয়ার করুন তারা কি বলে,, কারন আপনার এপ্সের কোয়ালিটি ভালো না হলে ইউজার পাবেন না । ফলে আপনার এপ্স থেকে ইনকামও হবে না।