রিং আইডি একটি এপ্স ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।
রেফার করে আর লাইভ ভিডিও করে। লাইভ ভিডিও তে কেউ স্টার দিলে আপনি সেটাকে রিডিম করে টাকায় পরিনত করে বিকাশে তুলতে পারবেন। আর রেফার করলে প্রতি রেফারে ২০ টাকা পাবেন। ২০০ হলেই তোলা যায়
Ring ID কি?
এর সুবিধা কি কি?
কিভাবে ringID থেকে ইনকাম করবেন?
সুবিধা:
- Facebook এর মতো একটি ringID পাবেন।
- Messenger এর মতো ringID দিয়ে ম্যাসেজ করতে পারবেন, অডিও/ভিডিও কল দিতে পারবেন, স্টিকার/Photo সেন্ট করতে পারবেন।
- Facebook এর মতো live করতে পারবেন।
- Live TV ও খেলা দেখতে পারবেন।
- বাংলা/তামিল/হিন্দি/ইংলিশ Movies, বাংলা নাটক দেখতে পারবেন।
- Music শুনতে পারবেন।
- News পড়তে পারবেন।
- চাকরির বিজ্ঞাপন দেখতে পারবেন।
- জমি/ফ্লাট ক্রয় করতে পারবেন।
- হোটেল বুকিং দিতে পারবেন।
- ডাক্তার এর সিরিয়াল নিতে পারবেন।
- বাস/লঞ্চ/বিমানের টিকেট বুকিং দিতে পারবেন।
- অনলাইন থেকে Shopping করতে পারবেন।
কোথায় পাবেন? কিভাবে এপ্সটি করবেন:
- প্রথমে Play store থেকে ringID লিখে সার্চ করে করার পর এপ্সটি ওপেন করবেন।
- এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে Send বাটিনে ক্লিক করবেন।
- সাথে সাথে আপনার মোবাইলে কোড আসবে সেই কোড দিয়ে ভেরিফাই করবেন।
- অত:পর আপনার নিজের নাম লিখবেন।
- তারপর password দিবেন। password হতে হবে ৮ ডিজিটের। password এর মধ্যে ক্যারেক্টার (@ # $ % &), অক্ষর(a b c X Y Z) এবং সংখ্যা(0 1 3 5 7 9) অন্তর্ভুক্ত করবেন। পুনরায় password লিখে Done ক্লিক করবেন।
- এভাবে আপনি আপনার আইডির কোড নাম্বার পাবেন।
- এরপর কয়েকটি স্লাইড/ছবি আসবে এগুলোতে হালকাভাবে ক্লিক করবেন।
- অতঃপর Add Refer নামে একটা box আসবে।
এখানে 12051895 এই সংখ্যাটি দিয়ে Refer Now তে ক্লিক করবেন। সাথে সাথে আপনি পাবেন ৫০ টাকা। - একটা সিম কার্ড দিয়ে একটাই একাউন্ট খোলা যাবে।
কিভাবে আয় করবেনঃ
*আপনার আইডি নাম্বার Refer করে যত আইডি অন্যরা খুলবে প্রতিবারে আপনি পাবেন ২০ টাকা।
এভাবে আপনার আইডি রেফার করে যদি ৫০০০ আইডি অন্যরা খুলে আপনি পাবেন ৫০০০x২০=১,০০,০০০ (এক লক্ষ) টাকা।
*এছাড়াও আপনি Bkash/রকেট/নগদ এর মতো ringID এর Agent হয়ে unlimited আয় করতে পারেন।
*ringID এর agent হতে হলে আপনার নূন্যতম ৫০টি ভোট প্রয়োজন হবে এবং ১০০০ টাকা জামানত আপনার আইডিতে জমা রাখতে হবে। এই ১০০০ টাকা আপনি পরে Bkash দিয়ে উত্তোলন করতে পারবেন।
*ringID এর কয়েন এবং Gold coin থেকেও আপনি আয় করতে পারবেন।
Agent কিভাবে হবেনঃ
ringID ওপেন করে ringid Agent এ ক্লিক করবেন।
এখানে আপনার নিজ জেলা select করে Submit এ ক্লিক করবেন।
এভাবেই আপনার এজেন্ট হওয়ার আবেদন করবেন।
আবেদন Submit করার পর এবার আপনার এজেন্ট হতে হলে নূন্যতম ৫০টি ভোট প্রয়োজন।
কিভাবে Agent হওয়ার জন্য vote সংগ্রহ করবেনঃ
আপনি যাকে ভোট দিবেন তার নিকট থেকে ভোট ব্যাক চাইবেন।
এভাবেই আপনি ভোট সংগ্রহ করবেন।
ভোট দেয়ার নিয়মঃ
- প্রথমে ringID App open করুন
- Homepage এর ডান দিকে ringID Agent এ ক্লিক করুন
- এখন Vote for Agent (ভোট দিন) Select করুন
- তারপর Enter ringID তে 12051895 আইডি দিন Hasan এ ক্লিক করে Submit করুন।
তারপর Screenshoot পাঠান, আমিও আপনাকে ভোট ব্যাক দিব।
এজেন্ট হয়ে আপনার লাভ কিঃ
আপনি যদি ringid এর এজেন্ট হতে পারেন, তবে আপনার এলাকায় আপনি ringid এর নিন্মোক্ত কাজ করে আয় করতে পারবেন।
- হোটেল বুকিং।
- ডাক্তার এর সিরিয়াল।
- বাসের টিকেট বুকিং।
- ট্রেনের টিকিট বুকিং।
- লঞ্চের টিকিট বুকিং।
- বিমানের টিকিট বুকিং।
- অনলাইন Shopping
- জমি/ফ্লাট ক্রয়/বিক্রয়ে সহায়তা।
এরকম আরো অনেক সার্ভিস ringID আপনার মাধ্যমে আপনার এলাকায় প্রদান করার জন্য নির্বাচন করবে। আর প্রতিটা কাজের জন্য নির্ধারিত টাকা আপনার একাউন্টে পৌছে যাবে।
আপনি মূহূর্তেই Bkash এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
.
এছাড়াও সর্বোচ্চ ভোট প্রাপ্ত ০৫ জন পাবেন ০৫ টি new car.
1000 জন পাবেন 1000টি মটর সাইকেল।
শুভেচ্ছা সবাইকে। আমি আবারো ইউটিউব আরনিং নিয়ে লিখছি। লাস্ট ২ মাস অনেক এক্সপেরিয়েন্স হলো। আমি ৩ প্রকার মানুষের মুখোমুখি হয়েছি। নিচে ধারাবাহিক ভাবে সেটা আলোচনা করছি।
প্রশ্ন ১। ভাইয়া, ইউটিউব থেকে কি আসলেই ইনকাম করা যায় ? এটা কোনো ভাঁওতাবাজি না তো ?
উত্তরঃ এই ধরনের প্রশ্ন যারা করেন তাদেরকে বলছি, ভাই আপনি অনলাইনের কোনো ধরনের কাজ করার যোগ্যই না। আর বিশ্বের ২ নম্বর ওয়েবসাইট-“ ইউটিউব” সম্পর্কে যারা সন্দেহ প্রকাশ করে তাদের প্রশ্নের উত্তর এমন হওয়া উচিত যে “ আপনি লাইফে কোনো কাজেই সফল হবেন না। কারন আপনি চরমতম গাধা”।
প্রশ্ন ২। আপনার টিউটোরিয়াল দেখলে কি আমি ভালো ইনকাম করতে পারবো ?
উত্তরঃ আপনি কেমন ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার উপর। স্কুল কলেজে টিচার রা শুধু সিলেবাস অনুযায়ী পড়িয়ে যান, চাকরি পাওয়ার গ্যারান্টি দেন না। যারা টিচারদের কথা শোনেন, সিলেবাস অনুযায়ী ভালো করে পড়াশুনা করেন, শুধু তারাই খুব ভালো চাকরি পান। ঠিক তেমনি, একজন ভালো ইউটিউবার হতে গেলে যা যা জানা দরকার তার সবই আমি আমার টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি।
প্রশ্ন ৩। আপনার টিউটোরিয়ালের আলাদা বিশেষত্ব কি?
উত্তরঃ আপনি যখন ইন্টারনেট এ ইউটিউব আরনিং সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন তখন সব টিউটোরিয়াল ই একই রকম। কিভাবে চ্যানেল খুলতে হবে, কিভাবে অ্যাডসেন্স এপ্রভ করতে হবে, কিভাবে আপলোড দিতে হবে, সব টিউটোরিয়াল গুলাই ঠিক এই গুলাই আছে। এখন দেখি আমার টিউটোরিয়াল এ কি কি আছে।
১। বিগেনার ইউটিউবারদের জন্য বেসিক কিছু আলোচনা।
২। কিভাবে জিমেইল অ্যাকাউন্ড খুলবেন।
৩। কিভাবে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন।
৪। কিভাবে আপনার চ্যানেল টি খুব সুন্দর ভাবে কাস্টমাইজ করবেন।
৫। কিভাবে Hosted Google AdSense একাউন্ট খুলবেন।
৬। কিভাবে আপনার YouTube চ্যানেলের সাথে AdSense একাউন্ট অ্যাড করবেন ?
৭। কিভাবে একের অধিক চ্যানেলে কাজ করবেন।
৮। কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও টিটটোরিয়াল বানাবেন।
৯। কিভাবে ভিডিও এডিটিং করবেন (ভিডিও Intro এবং Outro)
১০। কিভাবে YouTube এ ভিডিও আপলোড করবেন এবং ভিডিও মোনিটাইজ করবেন।
১১। কোন ভিডিও নিয়ে কাজ করলে দ্রুত সফল হবেন।
১২। কিভাবে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে সফল হবেন।
১৩। কিভাবে YouTube ভিডিও SEO করবেন।
১৪। কিভাবে ভিডিওর ট্যাগ রিচার্জ করবেন।
১৫। কিভাবে ভিডিওর View বাড়াবেন।
১৬। কিভাবে Social Media Marketing করে বিদেশী Visitor Collect করবেন।
১৭। কিভাবে অতি দ্রুত আপনার চ্যানেলে Subscriber বাড়াবেন।
১৮। “Description & tag generator” paid software টি কিভাবে ইউজ করবেন।
১৯। কিভাবে আপনার AdSense একাউন্ট টি সঠিক ভাবে Setting করবেন।
২০। কিভাবে পিন ভেরিফিকেশন করবেন।
২১। কিভাবে ব্যাংক একাউন্ট অ্যাড করবেন।
২২। কিভাবে ডলার/টাকা Withdraw করবেন বা হাতে পাবেন।
২৩। ভিডিও র্যাঙ্ক করার জন্য বিভিন্ন সফটওয়ার কিভাবে ব্যবহার করবেন।
২৪। স্লাইড শো ও অন্যান্য ভিডিও এডিটিং এর কিছু সিক্রেট ট্রিক্স।
২৫। MCN(Multi Channel Network) সম্পর্কে সঠিক ধারণা।
# এছাড়াও আরো অনেক Hidden Tricks আছে, যেগুলা আমার টিউটোরিয়ালে ইনক্লুড করা আছে।
প্রশ্ন ৪। ভাইয়া, ইউটিউবে কত ইনকাম করা সম্ভব ?
উত্তরঃ এটার উত্তর একমাত্র ইউটিউব ই দিতে পারবে। যেমন গত বছর ইউটিউব একটি পরিসংখ্যান দিছিলো টপ টেন ইউটিউবারদের। ১ নম্বরে যিনি ছিলেন তার ইনকাম ছিল ১ বছরে ১৫ মিলিয়ন ডলার। উনি আবার গেমিং নিয়ে কাজ করতেন। এবার আসি বাংলাদেশে। বাংলাদেশের যেসব ইউটিউবাররা ইন্টারন্যাশনাল ভিডিও নিয়ে কাজ করেন তাদের ইনকাম সব থেকে বেশী। আমার চেনা পরিচিত দের মধ্যে আমার ভার্সিটির বড় ভাই সাফায়েত ভাইয়ের ইনকাম গড়ে ১৩ হাজার ডলার পার মান্থ। আমি হায়েস্ট ৪৩০০ ডলার এক মাসে ইনকাম করেছি। তবে বিগেনারদের প্রথমে ২০০-৩০০ ডলার ইনকাম আসলেও ৪/৫ মাস পর ১৫০০-২০০০ ডলার ভালো ভাবে আসবে। তবে লেগে থাকতে হবে, আর সিস্টেম মেইন্টেইন করে কাজ করতে হবে। কোনো খারাপ টপিক নিয়ে কাজ করে কেউ কোনো দিন সফল হতে পারেনি।
প্রশ্ন ৫। ভাইয়া, ইউটিউবের পাশাপাশি কি অন্য কাজও করবো ?
উত্তরঃ বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে ইউটিউব থেকেই যে সব থেকে বেশী ইনকাম করা যায়, এটা নিয়ে কারোর দ্বিমত নেই। ফ্রিল্যান্সিং সাইটে সব থেকে বেশী ফ্রিল্যান্সার এখন ইউটিউবার এবং সব থেকে বেশী ইনকাম ও ইউটিউবারদের। আবার সব থেকে কাজও কম করা লাগে ইউটিউবার হতে গেলে। এখন আপনি ই ভাবুন আপনি কি ইউটিউবার হবেন নাকি আপওয়ার্ক বা ফাইবার এ কাজ পাওয়ার জন্য যুদ্ধ করবেন?