রিং আইডি (Ring ID) এ্যাপ নিয়ে কিছু কথা।
রিং আইডি Ring ID নিয়ে কিছু কথা। রিং আইডি একটা বিজনেস এ্যাপ অনেকেই এটা ইউজ করছেন।
কেহ কেহ এখানে অনেক টাকা ইনকাম করেছেন কেহ করতে চাইতেছেন। আর রিং আইডি কম্পানি ও চাইতেছে
আমাদের ইনকাম এর পাশাপাশি সাধারণ মানুষ ও কিছু ইনকাম করুক।
তবে হয় কি অনলাইন ব্যবসা হওয়ার কারণে অনেকেই আগাতে পারছেন না। যেমনটি ধরুন আপনি আপনি বহুত কষ্টে কিছু কয়েন আর্ন করলেন বাট সেল দেওয়ার জন্য বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না । যাও পাচ্ছেন চিটার বাটপার ।
তারপর ক্যাশ আউট করার জন্য যখন পারেন না। তখন অন্যের হাতে আইডিটা হ্যান্ড ওভার করে দেন যে ,
সে আপনাকে ক্যাশ আউট করে দিবে।
কিন্তু এই ধরনের বিষয় গুলো দেখা যায় কি সে আপনার টাকা ক্যাশ আউট তো দূরের কথা বরং আপনার টাকা গুলো মেরে দিল।
ভাই এসব বাদ দেন , আমি বলি আপনি যদি রিং আইডি থেকে ইনকাম করতেই চান তাহলে অফিসিয়াল কোনো এজেন্ট এর সাথে সম্পর্ক করে কাজ করেন। আর যদি সেটা না পারেন তাহলে আপনি নিজ এলাকায় খুঁজুন নিউ এজেন্ট প্রার্থীদের পেয়ে যাবেন কারণ প্রতি এলাকায় নিউ এজেন্ট নিয়োগ দেয়া হচ্ছে।
তো আপনি তাদের সাথে মেগা সেল নিয়ে সকল বিষয় সরাসরি লেনদেন করুন । আর অনলাইনে কেন বেঁচা বাদ দেন , মনে রাখবেন এখানে কোনো মার্কেট প্লেস নেই যা দ্বারা আপনি লেনদেন এর ব্যাপারে নিশ্চিত থাকবেন । তো টাকা মার যাওয়ার আগে ভেবে চিন্তে কাজ করেন। আর একটা বলি সেটা হচ্ছে আপনারা কেউ আইডি বিক্রি করবেন না , আমার জানা মতে আইডি কোনো সিম এর সাথে সম্পর্ক যুক্ত থাকে
কিন্তু আপনি যখন আইডি বিক্রি করবেন তখন তো সিম দেন না। তার পরেও যে আইডি কিনলো সে আপনার আইডি নিলো ।
কিন্তু সিম ছাড়া এই আইডি দিয়ে সে কি করবে একটা প্রশ্ন জাগে। আপনি বলতে পারেন তার যা ইচ্ছা তাই করুক আমার টাকা দরকার তাই বিক্রি করছি। না ভাই বিষয় টা এমন নয় ।
হতে পারে এই আইডি দিয়ে সে এমন এক কাজ করবে যা আপনার জন্য ক্ষতিকর। কেননা কোনো লাভ না থাকলে কেউ শুধু শুধু আপনার আইডি কিনে না ।