কি কারণে কম্পিউটার চালু হচ্ছে না এবং তার সমাধান।
মাঝে মাঝে অনেকেরই কম্পিউটার অন হয় না। এটা কি কারনে হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন তা বিস্তারিত দেওয়া হলো।
কম্পিউটার চালু হচ্ছে না একটি পরিচিত সমস্যা হিসাবে এটি চিহ্নিত। পিসিটা অন হচ্ছে না। অন বাটন চাপলে বাতি জ্বলে কিন্তু অন হয় না। বাতি জ্বলে জ্বলে বন্ধ হয়ে যায় । মনিটর এ কিচ্ছু আসে না ।
সমস্যার ধরন:
হার্ডওয়ার
সমস্যার কারণ:
১. পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা
২. পাওয়ার বাটনের সমস্যা
৩. র্যামের সমস্যা
৪. প্রসেসরের সমস্যা
আরো পড়ুন: কম্পিউটার কিবোর্ড পরিচিতি।
সমস্যার সমাধান:
১. পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা এবং প্রয়োজনীয় সব ক্যাবল লাগানো আছে কিনা চেক করুন।
২. কেসিং এর পাওয়ার বাটন চেক করুন।
৩. ইন্টারনাল স্পীকার একের অধিক বীপ আওয়াজ ক্রমাগত করলে বুঝতে হবে র্যামের সমস্যা। র্যাম বদলাতে হবে।
৪. প্রসেসর ঠিকমতো বসানো আছে কিনা এবং কুলিং ফ্যান চেক করুন।
আরো পড়ুন: কম্পিউটারে ডিসপ্লে আসছে না?