মার্কেটিং marketing ভবিষ্যৎ ও কর্মক্ষেত্র সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে পৃথিবীর প্রাই প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারির কাছে কোন প্রতিষ্ঠান, পন্য বা সেবার প্রচারণা করে দেয়াকেই ফেসবুক মার্কেটিং করে। এটি আপনি নিজে বা কোন ফেসবুক মার্কেটারের মাধ্যমেও করতে পারেন।
Earn Free 1000 $ – 3000 $ from Pi Coins.
সহজ অর্থে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ই ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ইন্টারনেট মার্কেটিং এর অন্যতম বড় এবং গুরুত্বপূর্ন শাখা যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে যেমন ফেসবুক, লিংকডিন, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদি ব্যবহার করে সহজেই টার্গেটেড কাস্টমারের কাছে রিচ করা হয় নিম্মোক্ত উদ্দেশ্যে –
১। বিজনেস প্রমোশনের জন্য,
২। বিজনেস ব্র্যান্ডিং এর জন্য,
৩। সেলস গ্রোথ বাড়ানোর জন্য,
৪। ওয়েবসাইট বা ব্লগে টার্গেটেড ট্রাফিক ড্রাইভ করানোর জন্য।
এবার আসি কোন কোন ফিল্ডে এই স্কিলটা কাজে লাগাতে পারবেন –
১। যদি আপনি কোন বিজনেস স্টার্ট করে থাকেন যার টার্গেটেড কাস্টমারেরা কোন নির্দিষ্ট সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ। তাহলে আপনার বিজনেসের জন্য অন্যান্য মার্কেটিং টেকনিকের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব গুরুত্বপুর্ন।
২। কোন নির্দিষ্ট টপিকের উপর ভিত্তি করে আপনার বা আপনার ক্লাইন্টের ব্লগ বা সাইট আছে এবং টার্গেটেড ভিজিটররা সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক বেশি একটিভ। সুতরাং এ ক্ষেত্রেও ব্লগ বা সাইটে প্রচুর পরিমানে টার্গেটেড ট্রাফিক ড্রাইভ করানোর জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেকনিকটা ব্যবহার করতে পারবেন।
৩। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালভাবে জানা থাকলে সরাসরি অথবা ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে বাইরের বিভিন্ন কোম্পানিতে নিম্মোক্ত পজিশনে জব করার সুযোগ আছে –
# Community Manager – ফ্যানদের সাথে ইন্টারেক্ট করার জন্য।
# Content Curator – ফ্যানদের ইন্টারেস্টের উপর বেইজ করে অন্যদের করা বেস্ট কন্টেন্টগুলো প্রভাইড করা।
# Analyst – সোশ্যাল মিডিয়াতে কোম্পানির ব্র্যান্ড পারফরমেন্স অ্যানালাইসিস করা।
# Strategist – যার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোম্পানির লং টার্ম স্ট্র্যাটাজি সেট করা।
# Content Creator – স্ট্র্যাটাজির উপর বেইজ করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশের জন্য নতুন নতুন কন্টেন্ট ডেভলপ করা।
তবে শুধুমাত্র বড় কোম্পানিগুলোতে এভাবে আলাদা আলাদা জব টিউন থাকে কিন্তু ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারই উপরের সবগুলো রোল প্লে করে থাকে।
এছাড়াও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে যেমন আপওয়ার্ক, ফাইভার ইত্যাদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর অনেক ছোট ছোট কাজ থাকে। যেমন – টুইটার, পিন্টারেস্ট, টাম্বলার অথবা ইন্সটাগ্রামের ফলোয়ার বাড়ানো, ফেসবুক পেইজের লাইক বাড়ানো, অনেকগুলো সোশ্যাল প্রোফাইল তৈরি করা ইত্যাদি।
আমাদের দেশে এখোন ও তেমন ভাবে SEO এর কাজ হয় না । কারণ এখন ও আমাদের দেশের কোম্পানি বা বিজনেস সেক্টর গুলো SEO সম্পর্কে তেমন ভাবে কিছু বোঝে না । কিন্তু দিনে দিনে কোম্পানি গুলো তাদের কোম্পানির ওয়েবসাইট বানাচ্ছে এবং তারা যখন SEO এর গুরুত্ব বুঝতে পারবে তখন SEO এর কর্মক্ষেত্র হবে চরম। বোঝায় যাচ্ছে নিকট ভবিষতে এর চাহিদা অনেক গুন বাড়বে , তাই এখন থেকে ভালো করে শিখে রাখতে পারলে আপনার কর্মক্ষেত্র নিশ্চিত ।