আউটসোর্সিংকে পুঁজি করে হাজার হাজার তরুণ উপার্জন করছেন বৈদেশিক মুদ্রা। বেকারত্ব ঘুচিয়ে অনেকেই কর্মসংস্থান তৈরি করছেন অন্যদের জন্য। তাই আউটসোর্সিং বিষয় নিয়ে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। তবে ফ্রিল্যান্সিং Freelancing আউটসোর্সিং নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেকেরই।
তাদের জন্যই লেখা হয়েছে ‘ফ্রিল্যান্সার ডট কম’ বইটি। অনলাইনে আউটসোর্সিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ফ্রিল্যান্সার ডট কম (freelancer.com) নিয়ে লেখা হয়েছে এই বই। ফ্রিল্যান্সার ডট কম মূলত বিশ্বব্যাপী একটি বৃহত্ গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস। একইসাথে এটি ছোটখাট ব্যবসার জন্য একটি জনপ্রিয় ক্রাউডসোর্সিং মার্কেটপ্লেসও বটে।
বিশ্বের ২৩৪টি দেশ ও স্থানের প্রায় ৪০ লাখ কর্মী এই সাইটে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে থাকেন। কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তা থেকে শুরু করে কীভাবে কাজ পেতে হয়, কীভাবে বিড করতে হয় তার সবকিছুই এতে আলোচনা করা হয়েছে। উপার্জিত অর্থ অ্যাকাউন্টে জমা করা বা উত্তোলন করার উপায় নিয়েও লেখা হয়েছে এই বইয়ে। সঠিক নির্দেশনা এই সাইটে আগ্রহীদের কাজ পেতে সহায়তা করবে।
বইটি লিখেছেন আইটি বিষয়ক বইয়ের লেখক মাহবুবুর রহমান।
বইটির সুচিপত্রে পাবেন:
* ফ্রিল্যান্সার ডট কম সম্পর্কে ধারণা
* ফ্রিল্যান্সার ডট কম এ নিবন্ধিত হওয়া
* ফ্রিল্যান্সার ডট কম এর প্রোফাইল সাজানো
* ফ্রিল্যান্সার ডট কম এ পরীক্ষা দেয়া
* ফ্রিল্যান্সার ডট কম এর মেনু পরিচিতি
* প্রজেক্টে বিড করা
* পেমেন্ট মেথড ভেরিফাই ও ফান্ড ডিপোজিট করা
* বায়ার হিসেবে নিজে কোনো প্রজেক্ট পোস্ট করা
* ফ্রিল্যান্সার ডট কম এ উপার্জিত অর্থ উত্তোলন করা
* গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর এই বিষয়গুলো।
পাঠক যারা আউটসোর্সিং করছেন বা করতে আগ্রহী তাদের জন্য বইটি অনেক উপকারী হবে।তাই মিস না করে পড়ে ফেলেন আশা করি অনেক কিছুই জানতে পারবেন।
Share the post "ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে স্পষ্ট ধারণা Freelancing"