১. কেমন ভিডিও আপলোড করবেন, এবং করবেন না।
যে ভিডিও গুলো আপলোড করা যাইঃ
- এমন ভিডিও যেটি কেউ সত্ত্বাধিকারী বা দাবীদার নয়।
- আপনার ক্যামেরাই তোলা ভিডিও।
- সঠিক অডিও স্ট্রিম, পেথন।
- সব বয়সী লোকের কাছে গ্রহণযোগ্য।
- সঠিক ভিডিও বিট–রেট, ফ্রেম রেট, রেজুলেশন, অডিও বিট–রেট।
যে ভিডিও গুলো আপলোড না করাই ভালঃ
- আগেই কপিরাইট করা কোন ভিডিও।
- অন্ন কারো ভিডিও।
- কোন কোম্পানির লোগো লাগানো ভিডিও।
- কোন লোককে বা অন্য কিছু কে হেয় প্রতিপন্ন হয় এমন ভিডিও।
- অশ্লীল, পর্ণগ্রাফি ভিডিও।
২. সার্চ ইঞ্জিন কে টার্গেট।
ব্যাবহারকারীরা যে শব্দগুলো সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে, সেই শব্দগুলো ভিডিও টাইটেল এ ব্যাবহার করবেন, এবং ভিডিও Descriptin এ ওই শব্দগুলো ৩/৪ বার ব্যাবহার করবেন। এবার মেইন টাইটেল এর দিকে খেয়াল রেখে ট্যাগ দিবেন।
যেমনঃ
মনে করি ভিডিও টি ন্যাশনাল অ্যারোনটিক্স এর সেক্ষেত্রেঃ
টাইটেলটি হবে এরূপঃ “NASA Breakthrough Could Save Millions of Lives”
ডেসক্রিপশন হবে এমনঃ NASA Breakthrough Could Save Millions of Lives. There are no hospitals in space. The closest E.R. is back on Earth…. Global adoption of a vegan diet would save more than eight million lives by 2050 and reduce greenhouse emissions by two thirds…
ট্যাগ হবে এরূপঃ nasa, could save millions of lives, space, earth, planets, alien on nasa live feed, antares nasa live, bbc nasa live, nasa, nasa live,nasa breakthrough could save millions of lives
৩. Youtube এর Channel Customize।
এক্ষেত্রে আপনি আপনার আপলোড করা ভিডিও টাইপ এর উপর নির্ভর করে আপনার Youtube Channel Customize করুন। যেমনঃআপনার ওয়েবসাইটটি ” Bestearnidea” Definition” এর উপর করা, আপনি লোন এর সংজ্ঞা দিতে যেয়ে একটা ভিডিও ব্যাবহার করবেন যে ভিডিওটি Youtube এ আপনার Channel এ আপলোড করবেন সেই রকম Channel এর জন্য সাদা Beckground ভাল আবারআপনি Channel এর Beckground এ সুন্দর মানের একটি ছবি Beckground হিসেবে ব্যাবহার করতে পারেন যে ছবিতে সুন্দর কোন“Bank” এর ছবি আছে বা Bank এর ভিতরে তোলা এমন কোন ছবি যেটি খুব সুন্দর।
৪. ভিডিও তে Annotations ব্যাবহার।
মনে করি আপনার ভিডিও কোন গ্রাফিক্স টুটরিয়াল নির্ভর, সেক্ষেত্রে ব্যাবহারকারীর বোঝার সুবিধার কথা মাথায় রেখে ভিডিও টিতেAnnotations ব্যাবহার করতে পারেন। এক্ষেত্রে Annotations টি এমন যেন না হয় যেটির কারনে ব্যাবহারকারীর সমস্যা হয়।
যেমনঃ টুটরিয়াল টি যদি “3D Max Maya” এর “Stage Building” এর উপর তৈরি করেন সেক্ষেত্রে একটি লেয়ার পরিবর্তন করলেন, কেনলেয়ার পরিবর্তন করলেন সেটি Annotations এ ব্যাবহার করতে পারেন।
Annotations ব্যাবহার করে ও ভিডিওটি মান্সম্মত হলে আপনার “Youtube Channel” এর “Subscription” এর সংখ্যাবাড়বে, এবং ওই ভিজিটরটি পুনরায় আপনার “Channel” ভিউ করতে পারে অর্থাৎ “Returning Visitor” বাড়বে যেটাআপনার “Youtube Channel” এর জন্য খুব গুরুত্বপূর্ণ।
৫. সোশ্যাল Bookmarking।
সোশ্যাল Bookmarking এর ক্ষেত্রে আপনি
- Facebook.com
- Linkedin.com
- Twitter.com
- Reddit.com
- Stumbleupon.com
এর উপর গুরুত্ব দিবেন। ভাল ও মানসম্মত ভিডিও হলে আপনার ভিডিও twitter, stumbleupon, reddit থেকে অপ্রত্যাশিত হিটপাবেন, যেটা “Visitor Bump” নামে পরিচিত।
2 Comments
Pingback: ইউটিউব চ্যানেলে দ্রুত ১০,০০০ভিউ বাড়াবেন যে ভাবে। - বেস্টআর্নআইডিয়া.কম
Pingback: ইউটিউব এলগরিদম YouTube Algorithm - বেস্টআর্নআইডিয়া.কম