ছাত্র জীবনে আয় করার বিভিন্ন মাধ্যেম আছে,,অফলাইন এবং অনলাইন। অনলাইন এর মাধ্যমে ফ্রিল্যান্সিং, ইউটিউবিং,ফটোগ্রাফি,লেখালেখি করে ছাত্র জীবনে খুব সহজে আয় করা যায়।
ফ্রিল্যান্সিং
ঘরে বসে আয় করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে ছাত্র জীবনে ঘরে বসে আয় করার খুব ভাল একটা উপায়। এখানে দক্ষতা অনুযায়ী কাজ করা যায়।যে কাজে বেশি পারদর্শী সেই কাজই করা যায় এখানে। প্রচুর পরিমাণে কাজ এখানে আছে। শুধু দেখতে হবে যে, আসলে কোন কাজ বেশি ভালো পারা যায়।এই যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, SEO ইত্যাদি। এর জন্য শুধু কাজ জানতে হবে এবং এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে কাজ খুজে কাস্টমারদের কাজ করে দিলেই ছাত্র জীবনে আয় করতে পারবেন।
ইউটিউব
ছাত্র জীবনে আয়ের আরেকটা সহজ উপায় হলো ইউটিউবিং।ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানে পছন্দ মত ভিডিও আপলোড করে আয় করা যায়। এখন সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে ইউটিউব।
টিউশনি
ছাত্র জীবনে টিউশনি করে আয় করা যায়। অফলাইনে হোক বা অনলাইন। অফ লাইন যেমন সরাসরি ভাবে টিউশন করা যায় ,তেমন অনলাইন এর মাধ্যমে টিউশন করেও আয় করা সম্ভব। টিউশন করলে ছাত্র জীবনে অনেক ধরেনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আয়ের সাথে সাথে নিজের বিদ্যা অর্জনও হয়ে যায়।
লেখা-লেখি
লিখতে আমরা সবাই পারি ,লেখার হাত যদি ভালো হয়, তাহলে আমরা বাংলা কিংবা ইংলিশ যে ভাষা লিখে। প্রচুর ব্লগিং সাইট আছে, নিউজ পেপার, অনলাইন নিউজ পোর্টাল আছে সেখানে লেখা লেখি করেও আয় করা যেতে পারে।
ফটোগ্রাফি
আমরা মোটামুটি কম বেশি সবাই ফটোগ্রাফি করে থাকি।ফটোগ্রাফি করেও অনেক টাকা আয় করা যায়। বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে নিজের ফটো বিক্রি করে ভালো পরিমাণের টাকা আয় করা যায়,,এমনকি বড় অনুষ্ঠান বিয়ে বাড়িতে ,ফটোগ্রাফি করেও ভালো টাকা আয় করা যায় ।পড়া লেখার পাশাপাশি ফটোগ্রাফি আয় করার সহজ একটা মাধ্যম।