ইউটিউব হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। ইউটিউব ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম। ইউটিউব হলো গুগল এবং ফেসবুকের পরে সবচেয়ে বেশি ভিসিট করা জনপ্রিয় একটি সাইট।
প্রত্যেকেই ভিডিও দেখার জন্য বা গান শোনার জন্য ইউটিউব কে বেশি ব্যাবহার করে থাকে। আমরা প্রত্যেকেই ইউটিউবে ভিডিও দেখি এবং গান শুনতে হলেও ভিডিও চালু করতে হয়। এর জন্য মোবাইল স্ক্রিন চালু রাখতে হয়।
কিন্তু কেমন হতো যদি মোবাইলের স্ক্রিন অফ রেখেই ভিডিও বা গান শোনা যেত। হ্যা আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিন অফ রেখেই বেকগ্রাউন্ডে মিউজিক চালু করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ইউটিউব গান অডিও শোনার উপায়
মোবাইল ফোনের স্ক্রিন অফ করে ইউটিউব গান শোনার জন্য আপনাকে কোনো এপ্লিকেশন করতে হবে না। আপনার ফোনে যদি chrome ব্রাউজার থাকে তাহলে হবে ।
এখন প্রথমে আপনি আপনার chrome ব্রাউজার টি অপেন করেন । এবং এড্রেস বারে youtube লিখে সার্চ দিন।তারপর আপনার সামনে নিচের ছবির মতো এমন একটি ইন্টারফেস আসবে
তারপর আপনি ডান দিকের কর্নারে থ্রি ডটের উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে নিচের ছবির মতো আরেকটি ইন্টারফেস আসবে
তারপর আপনি লাল দাগ দেওয়ার এই ডেস্কটপ সাইট এখানে ক্লিক করবেন । তারপর আপনি আপনার মোবাইলে কম্পিউটারের
মতো করে ভিডিও দেখতে পারবেন। এখন আপনি একটি ভিডিও অন করেন তাহলে আপনার মোবাইলের স্ক্রিন স্ক্রল করলে দেখবেন

উপরের ছবির মতো করে একটি নোটিফিকেশন এসেছে এখন আপনি মোবাইল ফোনের স্ক্রিন অফ করলেও ভিডিও টি চলবে।
বি:দ্র:
আপনার মোবাইলে যদি উপরের ছবির মতো নোটিফিকেশন না আসে তাহলে আপনি আপনার মোবাইল সেটিংসে গিয়ে

App and notification অপশনে ক্লিক করে chrome ব্রাউজার সিলেক্ট করে notification all করে দেন তাহলেই হবে। আশাকরি বোঝতে পেরেছেন।
Share the post "ইউটিউব এর অডিও গান শোনার উপায়। ইউটিউব গান অডিও শোনার উপায়"
One Comment
Pingback: ইউটিউব এলগরিদম YouTube Algorithm - বেস্টআর্নআইডিয়া.কম