যারা ফরেক্সে নতুন অথবা ফরেক্স ট্রেডিং Forex Trade শুরু করবেন ভাবছেন যে সকল বিষয়ে স্টেপ বাই স্টেপ ট্রেনিং নিবেনঃ
১। MT4 বা MT5 পরিচিতি।
২। ফরেক্স বেসিক।
৩। ক্যান্ডেলস্টিক পরিচিতি।
৪। ফান্ডামেন্টাল এনালাইসিস
৫। টেকনিক্যাল এনালাইসিস।
৬। ইন্ডিকেটর।
৭। চার্ট প্যাটার্ণ।
৮। প্রাইস একশন।
৯। ড্রয়িং টুলস।
১০। ফিবোনাচ্চি।
১১। ট্রেডিং স্ট্রেট্যাজী।
১২। ট্রেডিং সাইকোলজি।
১৩। মানি ম্যানেজমেন্ট।
উপরোক্ত ট্রেনিং গুলো স্টেপ বাই স্টেপ অবশ্যই কমপ্লিট করবেন। ম্যাক্সিমাম নতুনরা ইন্ডিকেটর পর্যন্ত শিখে আর শিখে না। যার ফলে নতুনরা প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হোন।
ডেমো কখনো রিয়েল ট্রেডের ফিলিংস বা ইমোশন নিয়ে আসতে পারে না। নতুনরা কখনোই Standard Types রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন না। তাতে আপনার ফান্ড হারানোর সম্ভাবনাই বেশি। নতুনরা Micro অথবা Cent অ্যাকাউন্টে ট্রেড করবেন। আমি ১০০০ ডলারের নিচে যাদের ফান্ড তাদের কে Micro অথবা Cent অ্যাকাউন্ট সাজেস্ট করি।
নতুনরা Micro অথবা Cent অ্যাকাউন্ট ১০-২০ ডলার দিয়ে শুরু করবেন। তাতে আপনার রিয়েল ট্রেডিং এক্সপেরিয়েন্স হবে।
লাভজনক হোক আপনার ট্রেডিং।