অনেক সময় নিজের mobile নাম্বার জানার দরকার হয়।কারন হিসাবে বলা যেতে পারে মোবাইলে টাকা লোড,বন্ধুকে নিজের ফোন নাম্বার দেয়া,জরুরী মুহুর্তে নিজের ফোন নাম্বার দেয়া ইত্যাদি ইত্যাদি।
কিন্তু সত্য হল এই যে,আমরা অনেক সময় তা বের করতে পারি না,সঠিক নিয়ম না জানার কারনে।হ্যা, মোবাইল নাম্বার সহজে জানার একটা অতি সহজ উপায় আছে তা হল অন্য কোন মোবাইল নাম্বারে call দেয়া এবং সেখান থেকে জেনে নেয়া।
কিন্তু অন্য নাম্বারে কল দিতে গেলে ব্যালেন্স লাগে যা হয়ত গুরুত্বপূর্ন সময়ে না থাকতেও পারে তাই সঠিক নিয়ম জানা থাকলে হয়ত বেচে যাবে মূল্যবান সময়।
নিচে গ্রামীনফোন,বাংলালিংক,রবি,এয়ারটেল এবং টেলিটকের নাম্বার কিভাবে দেখতে হয় তা দেখানো হল্-
*গ্রামীনফোন:
গ্রামীনফোন এর নাম্বার জানতে ডায়াল করুন *১১১*৮*২#
*বাংলালিংক:
বাংলালিংক এর নাম্বার জানতে ডায়াল করুন *৫১১#
*রবি:
রবির নাম্বার জানতে ডায়াল করুন *১৪০*২*৪#
*এয়ারটেল:
এয়ারটেল এর নাম্বার জানতে ডায়াল করুন *১২১*৬*৩#
*টেলিটক:
টেলিটক এর নাম্বার জানতে মেসেজ অপশনে গিয়ে লিখুন TAR এবং পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
একটু কষ্ট করে মনে রাখতে পারেন অথবা আপনার মোবাইলে নাম্বার হিসাবে সংরক্ষন করে রাখতে পারেন জরুরী মুহুর্তে ব্যবহারের জন্য।
ধন্যবাদ।
One Comment
Pingback: মোবাইল সার্ভিসিংয়ে দেওয়ার আগে গুরুত্বপূর্ন কিছু বিষয় জানার দরকার Mobile service - বেস্টআর্নআইডিয়া.কম