প্রশ্ন: উত্তর: 2022-সালে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য কেমন প্রস্তুতি এবং বাজেট থাকা উচিৎ?
আমি মূলত একদম A2Z একটা মাস্টার প্ল্যান এর বিষয়ে জানতে/সাজেশন/গাইডলাইন চাচ্ছিলাম।
মানে একদম কোর্স থেকে শুরু কোরে ডোমেইন+হোস্টিং, থিম, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং + সাথে অন্যান্য আরো কিছু লাগে ইত্তাদি ইত্তাদি সব কিছু মিলিয়ে মুটামুটি একটা পর্যায়ে যাওয়ার পর্যন্ত আনুমানিক TOTAL খরচ।
দ্রষ্টব্য:- আমার লাইসেন্স সহ থিম ইতোমধ্যেই আছে। ডোমেইন-ও কেনা আছে এবং সাইট এর ডিজাইন আমি নিজেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মুটামুটি করতে পারবো।
কোর্স + কনটনেট + ব্যাকলিংক + হোস্টিং + টুলস/সফ্টওয়্যার + অন্যান্য কোন বাড়তি খরচ যদি থাকে তাহোলে আমাকে নিশ ভিত্তিক একটি সাইট একদম শুরু থেকে মুটামুটি ৬-মাস অর্থাৎ স্থিতিশীল অবস্থানে নেওয়া পর্যন্ত সামগ্রিক অবগন আনুমানিক কি পরিমান বাজেট থাকা প্রয়োজন?
আমি প্রাথমিক ভাবে অর্থাৎ ৬-মাস পর্যন্ত সাইটের জন্য ৩০ থেকে ৪০-টি প্রতিটা ১০০০ থেকে ১৫০০ ওয়ার্ডের কনটেন্ট লিখবো ধরে রেখেছি। যদিও এই বিষয়ে আমার ধারণা খুব কম।
এখন আমার মুসল টার্গেট হচ্ছে যে আমি এমন ভাবে কোনো প্রজেক্ট হাতে নিতে চাচ্ছিনা যে শুরু করে একটা পর্যায়ে যেয়ে হয় ফান্ডিং নয়তো প্রয়োজনীয় অন্নান্য বিষয়াবলির জন্য থিম যেতে হয়।
আমি সফল হয় বা বিফল একদম শুরু থেকে একটা নির্দিষ্ট টার্গেট পর্যন্ত একটি ব্লুএপ্ৰিন্ট তৈরী করে সেই প্ল্যান মাফিক আগাতে চাচ্ছি।
আমি এটাও ধরেছি যে দুনিয়ার সব বিষয়ে আমি সমান দক্ষতা অর্জন করতে পারবোনা কিছু ক্ষেত্রে আমাকে এক্সপার্টের সরণাপন্ন হতেই হবে।
উক্ত কারণ বসত আমি আমার সাইটের জন্য যা যা আমি নিজে পারবো সেগুলা হাতে রেখে বাকি সব এক্সপার্টদের জন্য ছেড়ে দিয়েছি। আমি আশা করি যে আমায় আমার মূল উদ্দেশ্যটি সঠিক ভাবে বোঝাতে সক্ষম হয়েছি।
গ্রূপের যারা সফল এফিলিয়েট মার্কেটের আমি তাদের নিকট থেকে থেকে একটি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য পরামর্শ কামনা করছি।
উত্তর বাজেটঃ
হোস্টিংঃ যেহেতু আপনি ডোমেইন কিনে ফেলেছেন সেহেতু হোস্টিং নেপ চিপ থেকে EasyWP Turbo টা নিতে পারেন, ৪৮.৯৯ ডলার দিয়ে। আমি EasyWP Starter রিকমেন্ড করছি না কারণ সার্ভার ডাউন থাকতে পারে।
কন্টেন্টঃ যেহেতু আপনি বলেছেন “৬-মাস পর্যন্ত সাইটের জন্য ৩০ থেকে ৪০-টি প্রতিটা ১০০০ থেকে ১৫০০ ওয়ার্ডের কনটেন্ট লিখবো” সেক্ষেত্রে কমার্শিয়াল কন্টেন্ট এর জন্য ১২/১৫ ডলার প্রতিহাজার শব্দের জন্য খরচ করতে পারেন।
এবং ইনফো কন্টেন্ট এর জন্য ৭/৮ ডলার এর বেশি নাহ প্রতি হাজার এর জন্য।
আপনি ৩০/৪০ টা কন্টেন্ট এর জন্য ২০/২৫ টা কমার্শিয়াল এবং ১০/১৫ ইনফো কন্টেন্ট দিতে পারেন।
কী-ওয়ার্ডঃ ১০০০-১৫০০ ওয়ার্ড এ কন্টেন্ট খুব বেশি সার্চ ভলিউমের কীওয়ার্ড দিয়ে র্যাংক করতে পারবেন না। এর জন্য আপনাকে বর্তমানে জিরো কম্পিটিশন কীওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সার্চ ইন্টেন্ট বুঝলে সহজেই খুজে পাবেন বলে আশা করি।
লিংকঃ যেহেতু জীরো কম্পিটিশন সেহেতু লিংক ছাড়াই শুধু মাত্রা বেসিক লিংক দিয়েই র্যাংক করতে পারবেন।
টুলসঃ Ahrefs – ৫০০ – ১০০০ টাকার মধ্যে ভালো দেখে একটা গ্রুপ বাই থেকে নিয়ে নিবেন।
বিদ্রঃ নিস সাইট থেকে সফলতা বিষয়টা আপেক্ষিক। এটা সম্পূর্ণ্য নির্ভর করবে আপনার উপর। আপনি কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং কীভাবে কাজ করছেন।
Share the post "অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য Start Affiliate Marketing"