আপনার ওয়েবসাইট থেকে উপার্জন শুরু করুন।
২০১০ সালের Q1 তে, গুগল $২.০৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ($৮.১৬ বিলিয়ন বার্ষিক), অথবা অ্যাডসেন্সের মধ্য দিয়ে
মোট রাজস্ব ৩০% আয় করেছিল। অ্যাডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয় পক্ষের বিভিন্ন বিজ্ঞাপন
ওয়েবমাস্টার এবং ব্লগের মালিকদের নিকট বণ্টন করে।
ইন্টারনেটে গুগল এর ব্যাপক রাজত্বের কারনে বিশ্বের বিভিন্ন দেশের হাজার-হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবা বিক্রি
করার জন্য গুগল এডওয়ার্ডস এর বিজ্ঞাপন দিয়ে থাকে প্রচুর পরিমান অর্থের বিনিময়ে।
এই বিজ্ঞপন গু‡লোকে মানুষের খুব কাছে পৌছানোর জন্য গুগল যে পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ যে প্রোগ্রাম এর মাধ্যমে
বিজ্ঞাপন গু‡লো বিশ্বের হাজার হাজার মানুষের কাছে পাঠায় সেই প্রোগ্রাম এর নাম হলো গুগল এডসেন্স
আন্তর্জাতিক ইন্টানেট সার্চ ইঞ্জিন গুগল (Google) এর নামটি googol নামক এই শব্দটি থেকে এসেছে।
গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ তার স্কুল জীবন থেকেই গণিতের গুগল শব্দটি দেখে বেশ আগ্রহ বোধ করেছিলেন।
স্কুল জীবনে বন্ধুরা সবাই মিলে এই নামটিকে পছন্দ করেন। কিন্তু বানান ভুল করে তারা googol-এর পরিবর্তে googleলিখেন।
গুগল এডসেন্স এর মাধ্যমে গুগল ওয়েব সাইট ব্লগ সাইট ফোরাম কমিউনিটি ইত্যাদি বিভিন্ন সাইট এর মালিকদের
অর্থ আয় করার সুযাগ করে দেয় কিছু সহজ শর্তের মাধ্যমে। গুগল এডসেন্স এর মাধ্যমে পৃথিবীর অনেক লোক ঘরে বসে
প্রতিমাসে হাজার হাজার ডলার আয় করছে।
Share the post "গুগল অ্যাডসেন্স থেকে মোট আয়"
One Comment
Pingback: Adsense এডসেন্স অ্যাকাউন্ট ব্যান থেকে কিভাবে রক্ষা পাবেন। Google Adsense Account ban Tips | বেস্টআর্নআইডিয়া.কম