শীতে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করার সাথে সাথেই শুষ্ক ত্বক আরও শুষ্ক হতে শুরু করে। আবহাওয়াতে যেহেতু স্বাভাবিক আর্দ্রতার পরিমাণ কম থাকে সেহেতু ত্বকের ময়েশ্চার ক্রমাগত কমতে থাকে, দিনে দিনে ত্বক রুক্ষ ও মলিন বয়ে পড়ে।
শীতকালে ত্বকের রুক্ষতা দূর করতে ভ্যাসলিনের জুড়ি মেলা ভার! তবে শুধু ত্বকের রুক্ষতা না, আরও অনেক কাজে এর চমৎকার ব্যবহার আছে।
আসুন আজকে জেনে নিই শীতে ত্বকের যত্নে ভ্যাসলিনের ব্যবহার
ভ্যাসলিন ঠোঁটের জন্য খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। নরম ও সুন্দর ঠোঁট পেতে ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে কিছুক্ষণ পর একটি টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। এরপর নরম একটি কাপড় দিয়ে ঠোঁট মুছে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁটকে নরম করে।
চোখের পাপড়ি ঘন ও লম্বা করতে ব্যবহার করতে পারেন ভ্যাসলিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের পাপড়িতে ভ্যাসলিন লাগান এবং সকালে ধুয়ে ফেলুন। হাতের কনুই এর খসখসে চামড়া নরম ও মসৃণ করতে বা গোড়ালির ফাটা রোধ করতে সেখানে নিয়মিত ভ্যাসলিন লাগান।
লোশানের পরিমান বাড়াতে:
পছন্দের লোশান শেষ হয়ে আসছে চিন্তা নেই, লোশানের সাথে একটু ভ্যাসলিন মিশিয়ে দিন। আরও কিছুদিন ব্যবহার করুন।
টেবিলে খাবারের দাগ উঠাতে:
টেবিলে খাবারের দাগ পড়েছে! দাগে একটু ভ্যাসলিন লাগিয়ে কাপড় দিয়ে মুছে নিন, দাগ চলে যাবে।
চামড়ার হাতব্যাগ সুরক্ষায়:
চামড়ার ব্যাগের গায়ে হালকা ভ্যাসলিন লাগিয়ে রাখলে ব্যাগের ফেটে যাওয়া রোধ হয় অনেকাংশে।
হেয়ার ডাই থেকে ত্বক রক্ষায়:
আমরা যখন চুলে হেয়ার ডাই লাগাই তখন চুলের আশেপাশের ত্বকেও লাগে, সেজন্য চুলের পাশের ত্বকে আগেই ভ্যাসলিন লাগিয়ে নিলে আর এমন হবে না।
পারফিউমের সুগন্ধ দীর্ঘস্হায়ী:
পারফিউম দেয়ার আগে সামান্য ভ্যাসলিন গায়ে লাগিয়ে তার উপর পারফিউম লাগালে, ভ্যাসলিনের ব্যবহার এ সুগন্ধ অনেকক্ষন দীর্ঘস্হায়ী হয়।
কাপড় থেকে লিপস্টিকের দাগ উঠাতে:
কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে, একটা ছোট পরিস্কার কাপড়ে ভ্যাসলিন নিয়ে দাগের উপর ঘসলে দাগ গায়েব।
চোখের মেকাপ উঠাতে:
একটা কটন বাড বা সুতি কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে চোখের উপরে আলতো কোরে মেকাপ মু্ছতে হবে।
নেইল পলিশের বোতল শক্ত হয়ে যাওয়া রোধে:
নেইল পলিশের ক্যাপের নিচে ভ্যাসলিন লাগিয়ে রাখলে, বোতলের মুখে নেইল পলিশ জমে শক্ত হওয়া প্রতিরোধ করে।
হাতের আংটি খুলতে সাহায্য করে:
হাতের আংটি আটকে গেছে? খুলতে পারছেন না? একটু ভ্যাসলিন হাতের আঙ্গুলে মেখে নিন, সহজেই আংটি খুলে যাবে।
চামড়ার জুতো পরিস্কার:
পাতলা কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে ভালো করে চামড়ার জুতো মুছে নিলেই, চকচকে পরিস্কার হয়ে যাবে।