আপনি যদি পরিচয় গোপন করে ফেসবুকে কোন অপরাধে জড়ান শুধু পুলিশ কেনো বাংলাদেশ সরকারও আপনাকে খুঁজে বের করতে পারবেনা।
তাহলে উপায়?
হ্যাঁ এটার জন্য একটা উপায় আছে, বাংলাদেশ সরকার যদি ওই ফেসবুক আইডির তথ্য চেয়ে ফেসবুক কৃর্তপক্ষের কাছে আবেদন করে তাহলে উক্ত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব। (অনেক সময় টিভিতে অথবা নিউজপেপারে দেখে থাকবেন “ফেসবুকের কাছে ৬২ টি আইডির তথ্য চেয়ে আবেদন করেছে সরকার”)। বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক গ্রাহকের কোন তথ্য প্রকাশ করে না। তবে ইদানিং এব্যাপারে ফেসবুক কিছুটা নমনীয় হয়েছে।
এখন আপনি বলতে পারেন আমি তো VPN ব্যবহার করি তাহলে আমাকে কিভাবে খুজে পাবে?
তবে আপনার ধারনা ১০০% ভুল। কারণ প্রথমত আপনাকে ডাটা কানেকশন অন করে দেওয়ার পরে ভিপিএনে ঢূকে অন্য সার্ভারে কানেক্ট করতে হয়। অর্থাৎ আপনি আপনার দেশের সার্ভার থেকে কিন্তু ভিপিএন কানেক্ট করে অন্য সার্ভারে যোগ হচ্ছেন। তাই ভিপিএন কানেক্ট থাকলে যে আপনাকে খুঁজে পাবে না এমনটা ভাবিয়েন না।
আর আপনি যদি কোন সিম ব্যবহার করে দেশের অভ্যন্তরে কোনো অপরাধ করেন তাহলে আপনার লোকেশন ট্র্যাক করা খুবই সহজ। কারণ বাংলাদেশের স্পেশাল ফোর্স এর কাছে লোকেশন ট্রাক করার সিস্টেম আছে। এরা চাইলে যে কারো লোকেশন ট্র্যাক করতে পারে।
আর আপনি নর্মলি যদি কারো লোকেশন ট্র্যাক করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে চাইলে দেখে আসতে পারেন। পরবর্তীতে হাজির হব সিক্রেট কোন টিপস নিয়ে। সে পর্যন্ত সকলে ভাল থাকুন সুস্থ থাকুন।