হেল বন্ধুরা আজ আমি website এবং অনলাইনে আয় নিয়ে লিখতে বসেছি ৷
আপনি কী আপনার নিজের নামে ওয়েব সাইট তৈরি করে অনলাইন থেকে আয় করতে চান ? তো চলে আসুন এদিকে ! আপনার শ্বপ্ন পুরন করবে Mthostbd.com
আমরা জানি যে ,একটি সাইট তৈরি করতে hosting+domain লাগে ৷তো এই ডোমেইন হোষ্টিঁ কিনতে $ বা ডলার লাগে ৷
যা আমাদের নাই ৷আর এজন্য আপনার সাইটের জন্য hosting and domain নিতে পারবেন বিকাশে পেমেন্ট দিয়ে Mthostbd.com থেকে ৷
তো আসুন জেনে নেয় mthostbd থেকে hosting omain নিলে কিকি সুভিধা পাবেম !
তার আগে একটি ওয়েবসাইট বানাতে কিকি লাগে জেনে নিন বিসতারিত ভাবে ?
একটি website make করতে আপনার লাগবে প্রথমে একটি hosting pakage যাকে আমরা সাধারণত মেমরি বলতে পারি ৷ এখানেই থাকবে আপনার সব data ৷ তারপর লাগবে একটি ডোমেইন বা নাম ৷ যেমন : www.tipscountbd.com এরপর লাগবে একটি theme ba scrept ৷ ব্যাস এখন আপনার সাইট করার সব হয়ে গেছে এখন যদি পারেন নিজে সেট আপ দেন না হলে ভাল কোন webdavaloper দিয়ে ডিজাইন করেন ৷
এখন কথা হল উপরের hosting এবং domain অবশ্যই আপনাকে কোননা কোন কম্পানির কাছ থেকে নিতে হবে ৷
সে ক্ষেত্রে আপনার মাষ্টার কার্ড লাগবে যা অনেক ঝামেলা ৷ কিন্তু আপনি Mthostbd থেকে bkash প্রেমেন্ট করার মাধ্যমেই আপনি hosting domain কিনতে পারবেন ৷ এখান থেকে আপনি খুব কম দামে hosting domain নিতে পারবেন এবং এরা আপনাকে সাইট ডিজাইন করতে হেলফ করবে সাথে তারা আপনাকে google adsense পাওয়ার ক্ষেত্রে সহযগিতা করবে ৷
এখন কথা হল সব জিনিস এরই ত ভাল মন্দ থাকে নাকি ? হ্যাঁ hosting domain এর ক্ষেত্রে ও তেমন টা !
নিচে থেকে দেখে নিন কোন কোন বিষয় মাথাই রেখে হৌষ্টিং ডোমেইন কিনবেন ?
১. hosting এর মেয়াদ কত ? ( অক বছর ,ছয় মাস )
২.hosting এর ব্যান্ডউইথ কত ?( যেমন :60gb)
৩.SSL আছে কি না ?( সিক্রুরেটি)
৪. আপটাইম কত ? (99% হলে ভাল ){সারর্ভার ডাঈন হই কি না )
৫.সাইট সারর্ভার কুথাই ?
৬.অন্য সারর্ভারে site ট্রানেসফার করতে দিবে কি না ?
উপরের বিষয় মাথাই রেখে কিনবেন না হলে ঠকবেন এবং পরে সাইট ফেমাস হলে ঝামেলাই পড়বেন ৷
এক্ষত্রে Mthostbd উপরের সব আপনাকে দিবে ৷ চিনতার কোন কারন নাই ৷ SO আপনি চাইলেই তাদের থেকে হোষ্ট – ডোমেইন নিতে পারেন ৷
অনেকে আছে দেখি এক দম সুলভ মুল্যে hosting – domain দেই ৷ তাদের থেকে দুরে থাকবেন কারন এরা সয়তানের ভাই ৷
মনে করেন একটি samsang phone এর দাম 60 হাজার টাকা এখন সেই ফোন যদি কেও 10-20 হাজার টাকাই দেয় তাহলে বুঝবেন এর ভিতর ঝামেলা আছে ! আশা করি বুঝতে পারছেন ৷
হেলফ লাগলে +8801788716433