হিসাব বিজ্ঞান কাকে বলে?
উত্তর :সাধারণভাবে ও প্রচলিত ধারণা অনুযায়ী-
বিজ্ঞানসম্মত উপায়ে কারবারি লেনদেনসমূহ লিপিবদ্ধ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।
হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য বিবেচনা করে নিম্নোক্তভাবে হিসাববিজ্ঞানের সংজ্ঞা প্রদান করা

যেতে পারেঃ
কারবারের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ধারণের জন্যবিজ্ঞানসম্মত উপায়ে কারবারি
লেনদেনসমূহকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে। হিসাবশাস্ত্রবিদ ডব্লিউ জনসন হিসাববিজ্ঞানের
সংজ্ঞায় বলেছেন-
‘অর্থের অংকে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহ সংগ্রহকরণ, সংবদ্ধকরণ,লিপিবদ্ধকরণ, আর্থিক
প্রতিবেদন তৈরিকরণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই সব প্রতিবেদন বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করে যথাযথ তথ্য যোগানক হিসাববিজ্ঞান বলে।’ সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে নিম্নোক্তভাবে হিসাববিজ্ঞানের সংজ্ঞা প্রদান করাযেতে পারে-
কারবারের মালিক, ব্যবস্থাপক ও কারবারের সাথে সংশ্লিষ্ট অন্য পক্ষসমূহের কারবার সম্পর্কে সঠিক
সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে কারবারের লেনদেনসমূহকে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ,সংক্ষিপ্তকরণ,
আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও ব্যাখ্যা বিশ্লেষণের কার্যক্রমকে হিসাববিজ্ঞান বলে।
Share the post "হিসাব বিজ্ঞান কাকে বলে? Accounting"