আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন,
আজ আমি আপনাদের সাথে বিটকয়েন নিয়ে আলোচনা করতে এসেছে।আমরা যারা অনলাইনে ছোট-খাটো কাজ করি তারা প্রায় লোক জানি বিটকয়েন কি।কিন্তু নতুনরা তা জানে না তাই আমার এই পোস্ট। আমি পর্ব ভিওিক ৫ টা এর মতো ভালো সাইট নিচে পোস্ট করব যাতে নতুনরা সবাই বিটকয়েন ব্যাপার টা জানতে পারে।
চলুন শুরু করা যাক
বিটকয়েন কি:
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন
লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু
পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় 1820+ US Dollar
অর্থাৎ 1 BITCOIN = 1820+ !!!
১ টাকা = ১০০ পয়সা । তেমনি ১
বিটকয়েন = ১০,০০,০০,০০০ সাতোশি
( ১০ কোটি শাতোশি) আবার ১০০
শাতোশি = ১ বিট
Bitcoin এর মাধ্যমে আপনি অন্যান্য
পেমেন্ট প্রসেসর যেমন Skrill, Perfect money ইত্যাদী এর মতোই লেনদেন করতে পারবেন। বিভিন্ন
ফরেক্স ব্রোকারও এখন বিটকয়েন support করছে। কাজ করা সাতোশি বা বিটকয়েন কোথায় পাবেন?
আমরা যেমন PTC,REVENUE,SURVEY এসব সাইটে কাজ করে Payza,PayPal,Perfect Money ইত্যাদি অনলাইন ব্যাংক বা ওয়ালেট এ নেই ঠিক তেমনি বিটকয়েন গুলো জমাতে কিছু বিটকয়েন ওয়ালেট রয়েছে।
কিছু ওয়ালেট এর নাম:
1.Coinbase
2.Xpo
3.Coinpayments
5.blockchain.info ইত্যাদি।
এর মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস/ওয়ালেট হলো Coinbase আমি মনে করি আর প্রায় মানুষ কয়েনবেজ ব্যবহার করে।
তো আপনরা সবাই coinbase গিয়ে Account করে রাখেন বা Play Store থেকে App ডাউনলোড করে কাজ করতে পারেন।
বিটকয়েন দিয়ে কি কি করতে পারবেন?
1.বিটকয়েন দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন।
2.বিটকয়েন থেকে টাকা বিকাশে নিতে পারবেন।
3.আপনার সাইটের জন্য ডোমেইন কিনতে পারবেন।কিছু সাইট আছে যেগুলো তে বিটকয়েন দিয়ে ডোমেইন কেনা যায়।
ভবিষ্যতে বিটকয়েন দিয়ে অনেক কিছুই করা সম্ভব হবে বলে আমি মনে করি।
আজ এতটুকুই পরের পর্বে একটি পুরাতন সাইটে বিটকয়েন আয়ের সিস্টেম দেখাবো, আর কোন সমস্যা হলে কমেন্ট করবেন।অবশ্যই নতুন রা Coinbase Account করবেন।
Note:কোন ভুল হলে মাফ করবেন
ধন্যবাদ।
One Comment
Pingback: BTC বিটিসি -বিটকয়েন ট্রেডিং | বেস্টআর্নআইডিয়া.কম