ক্যাপচা তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা। ক্যাপচা হল আকাবাকা প্যাচানো লেখা যা ইমেজ আকারে প্রদর্শিত হয়। এটি দেওয়া হয় মানুষ ও রোবট যাচাই করার জন্য। কেননা এমন কিছু সফটওয়্যার/রোবট আছে যা কোনো ওয়েবসাইটে স্প্যাম সৃষ্টি করে। এজন্য ক্যাপচা ব্যবহার করা হয়। মানুষ ব্যতিত কোনো রোবট/সফটওয়্যার TEXT FORMAT ছাড়া ইমেজ বা বিটম্যাপ পড়তে পারে না। কোনো রোবট বা সফটওয়্যারের স্ক্যানার ইমেজকে টেক্সট আকারে রূপান্তর করতে পারে না।
টির পুরো কথা হলো কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটার এন্ড হিউম্যানস অ্যাপারট । ২০০৩ সালে এটির নামকরণ করেছিলেন লুইস ভন আন, মঅ্যানুয়েল বুম, জে হপার এবং জন লঅ্যাংফোড।
ক্যাপচা এর আবিস্কার হয়েছিল মূলত স্প্যামি সফটওয়্যার দ্বারা পোস্টকৃত কমেন্ট ঠেকাতে। ক্যাপচা এর সর্বাধিক প্রচলিত রূপ হল কিছু বিকৃত অক্ষর ও সংখ্যাযুক্ত একটি চিত্র। এছাড়াও কোনো একটি ছবি থেকে নির্দিষ্ট একটি বিষয়যুক্ত সেকশনগুলো আলাদা করতে হয়, এমন ক্যাপচা এর ও ব্যাপকভাবে প্রচলন রয়েছে।
ইন্টারনেট এবং কম্পিউটার মূলত কোডিং ভাষা ব্যবহার করে চলে। কম্পিউটারগুলো মানুষের ভাষা বুঝতে পারেনা, কারণ মানব ভাষা বিস্ময়কর এবং জটিল নিয়ম এর সমন্বয়ে তৈরী।
ক্যাপচা (CAPTCHA) এর কার্যকরিতা
দুর্ভাগ্যক্রমে, প্রযুক্তি এবং ক্ষতিকর হ্যাকাররা আরো উন্নত হওয়ার সাথে সাথে তাদের স্ক্যামিং এর কৌশলগুলোও উন্নত হচ্ছে। যদিও ক্যাপচা অনেকটাই নিরাপদ, কিন্তু বর্তমানে সাইবার অপরাধীরা তাদের স্ক্যামগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে তাদের মিথ্যা বা প্রতারণামূলক ওয়েবসাইটগুলোতেও ক্যাপচা অন্তর্ভুক্ত করা শুরু করেছে।
ক্যাপচা (CAPTCHA) এর ব্যবহার কী?
ওয়েবসাইট এবং ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে ব্যপকভাবে ব্যবহৃত হয় ক্যাপচা।
ক্যাপচা যেসব ক্ষেত্রে অধিক কার্যকর এবং সর্বাধিক ব্যবহৃত –
- প্রতারক থেকে ইমেইল সেবা রক্ষা করা
- ওয়েবসাইট নিবন্ধন পদ্ধতি রক্ষা করা
- অনলাইন পোলিং রক্ষা করা
- স্প্যাম মেইল/জাঙ্ক মেইল থেকে থেকে রক্ষা করা
- ডিকশনারি এট্যাক প্রতিরোধ করা
- অনলাইনে কমেন্ট স্প্যামিং প্রতিরোধ করা
উপরে বর্ণিত ক্ষেত্রগুলো ছাড়াও আরো অনেক ক্ষেত্রেই ক্যাপচা ব্যবহৃত হয়।
ক্যাপচা কি আপনার ভালো লাগে? ক্যাপচা (CAPTCHA) নিয়ে আপনার মন্তব্য কিংবা ভাবনা আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে।
ডাটা এন্ট্রি কি?
ডাটা এন্ট্রি কি ? Data entry মানে, একজন টাইপিস্ট (typist) এর সাহায্যে টাইপিং এর মাধ্যমে যেকোনো হার্ড কপি থেকে ডাটা গুলোকে সফ্ট কপিতে কনভার্ট করা এবং ডাটা গুলোকে তাদের যথাযত স্থানে সংগ্রহ করা বা জমা করা। মূলত, ডাটা গুলোকে একটি কম্পিউটারের মাধ্যমে কিছু সফটওয়্যার এর সাহায্যে যোগ বা আপডেট করা হয়।
ডাটা এন্ট্রি কাজের প্রকারভেদ
ডাটা এন্ট্রির রয়েছে বিচিত্র সব প্রকারভেদ। অনলাইন বলেন অথবা অফ্লাইন বলেন সমস্ত ডাটা এন্ট্রির কাজ কে আমরা নিন্মোক্ত ভাবে কভার করতে পারি-
সাধারণ ডাটা এন্ট্রির কাজ যেমন-পিডিএফ ফাইল থেকে দেখে দেখে এম এস ওয়ার্ডের ফাইল বানানো। এবং এসব কাজেও আপনি পার পেজ হিসেবে সর্বোচ্চ ৫০ ডলার ও আয় করতে পারবেন।
- ওয়ার্ড প্রসেসর / টাইপিস্ট।
- অনলাইন ফর্ম পুরন করা।
- অনলাইন সার্ভের কাজ করা।
- রি-ফরম্যাটিং বা সংশোধনের কাজ করা।
- এডিটিং অথবা ফরম্যাটিং এর কাজ।
- কপি পেস্ট এর কাজ।
- ক্যাপচা এন্ট্রির কাজ।
- ক্যাপশনিং এর কাজ।
- ইমেজ টু টেক্সট ডাটা এন্ট্রি র কাজ।
- অডিও টু টেক্সট এর কাজ।
- মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট এর কাজ।
- মেডিকেল কোডিং এর কাজ।
- ইমেইল প্রসেসিং।
- ডাটাবেজ আপডেট করা।
- ক্যাটালগ ডাটা এন্ট্রি করা।
- পে-রোল ডাটা এন্ট্রি করা।
- কপিরাইটিং।