ফেসবুক বুস্ট বা প্রমোট কি? What is Facebook Boost or Promote?
আমাদের উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক পেইজ। সবাই চায় তার পেইজটি অনেক জনপ্রিয় হোক ।অনেক রিচ হোক। কিন্তু অনেকেই পেজের রিচ বাড়াতে না পেরে হতাশ হয়ে যান।
অনেকে মনে করেন পেইজ বুস্ট বা প্রমোট হচ্ছে অটো লাইক। কিন্তু আসল ব্যাপার হচ্ছে পেইজ বুস্ট বা প্রমোট হচ্ছে
লাইক বা রিচ বাড়ানোর একটি নিয়মতান্ত্রিক পন্থা।
পেইজ প্রমোট করলে আপনার পেইজটি সবার হোমপেইজে পৌঁছাবে এবং সবাই লাইক দিবে।ফেসবুক পেইজ গুলো সাধারণত এভাবেই বুস্টের মাধ্যমে জনপ্রিয় করা হয়। বিশ্বের বড়-বড় পেইজ গুলো এভাবে জনপ্রিয় করে থাকে বুস্ট বা প্রমোট এর মাধ্যমে।
তবে পেইজ বুস্ট এবং প্রমোট মধ্যে পার্থক্য রয়েছে ।
তবে এই বুস্ট বা প্রমোট এর মধ্যে পার্থক্য তেমন কিছু না বুস্ট দেয়া হয় পেইজের পোস্ট কে । আপনি যদি পেইজে আপনার পন্যের ছবি পোস্ট করেন সেটি বুস্ট করলে সবার কাছে পৌঁছাবে।সবাই এটাতে লাইক দিবে ।আপনার পোষ্টের অনেক রিচ বাড়বে এবং কাস্টমার তৈরি হবে। আপনার পন্যের সেল হওয়ার সম্ভাবনা থাকে।
আর পেইজ প্রমোট করলে আপনার সম্পূর্ণ পেইজটা সবার কাছে পৌঁছাবে এবং তারা পেইজে লাইক দিবে এতে করে আপনার পেইজ এর রিচ বাড়বে।
যদি নির্দিষ্ট কোন ছবি বা পোস্ট সবার কাছে ছড়াতে চান তাহলে আপনি বুস্ট করবেন।
আর যদি আপনার পেইজের রিচ বা লাইক বাড়াতে চান তাহলে পেইজ প্রমোট করবেন।সবাই আপনার পেইজ এ লাইক দিবে। এতে করে আপনার পেইজের লাইক গুলো স্থায়ী হয়ে যাবে।
একটি উদ্যোগের জন্য পেইজ বুস্ট বা প্রমোট অনেক জরুরি একটা বিষয়।
ফেসবুক বুস্ট করান জন্য যোগাযোগ করুন: 01748188268
ফেসবুক পেইজ: https://www.facebook.com/bestearnideacom/