HTTP ও HTTPS দুটির মধ্যে পার্থক্য কি চলুন জানি
চলুন জানি HTTP কি?
ওয়েবসাইটের কোন পেজকে ব্রাউজারে দেখাতে এর ঠিকানা নিদিষ্ট দিতে হয়, এই ঠিকানা হতে পারে কোন নির্দিষ্ট নাম্বার(যাকে আইপি এড্রেস বলে) কিংবা কোন নির্দিষ্ট নাম। এই নামের শুরু করতে হয় http দিয়ে।
যেমন : আপনি যখন কোন বাড়িতে যেতে চান তবে জানতে হবে সেই বাড়ি কোন এলাকায় কোন রোডের কত নাম্বার বাড়ি।
ঠিক তেমনই http হল ওয়েব পেইজের রোড নম্বরের মত। পূর্ণ নাম- হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল Hypertext Transfer Protocol (HTTP)
এটি আসলে একটি অ্যাপ্লিকেশন প্রটোকল যা ইন্টারনেটে হাইপারমিডিয়ার (হাইপারলিঙ্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের পদ্ধতি) মাধ্যমে তথ্য বন্টনের বহুল প্রচলিত পদ্ধতি।
পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স লী এই পদ্ধতিটির উদ্ভাবক।
Photo: চলুন জানি HTTP কি? ওয়েবসাইটের কোন পেজকে ব্রাউজারে দেখাতে এর ঠিকানা নিদিষ্ট দিতে হয়, এই ঠিকানা হতে পারে কোন নির্দিষ্ট নাম্বার(যাকে আইপি এড্রেস বলে) কিংবা কোন নির্দিষ্ট নাম।
এই নামের শুরু করতে হয় http দিয়ে।
যেমন : আপনি যখন কোন বাড়িতে যেতে চান তবে জানতে হবে সেই বাড়ি কোন এলাকায় কোন রোডের কত নাম্বার বাড়ি। ঠিক তেমনই http হল ওয়েব পেইজের রোড নম্বরের মত।
পূর্ণ নাম- হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল(http) এটি আসলে একটি অ্যাপ্লিকেশন প্রটোকল যা ইন্টারনেটে হাইপারমিডিয়ার (হাইপারলিঙ্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের পদ্ধতি) মাধ্যমে তথ্য বন্টনের বহুল প্রচলিত পদ্ধতি।
পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স লী এই পদ্ধতিটির উদ্ভাবক।
চলুন জানি HTTPS কি?
HTTPS = Hyper Text Tracking Protocol Secured
https হচ্ছে সাধারন Service এটার মাধ্যমে সাধারনভাবে Internet Browse করতে পারবেন কিন্তু যেকোনো
Website আপনার Position Track করতে পারবে আর HTTPS হল Secured Service এর মাধ্যমে কেউ আপনাকে Track করতে পারবেনা।
HTTPS এর পুর্ণরুপ হচ্ছে HyperText Transfer Protocol Secure এবং HTTP এর সাথে এর মুল পার্থক্য হল কোন সাইটে https ব্যবহার করা হলে ডাটাগুলো এনক্রিপটেড ( Encrypted ) হয়ে পারাপার হয়, ফলে ডাটাগুলো নিরাপদ থাকে ।
আর তাই আজকাল অনেক ওয়েব সাইট ই https প্রটোকল ব্যবহার করে থাকে, বিশেষ করে যে সমস্ত ওয়েব সাইট – এ পেমেন্ট সিস্টেম আছে কিংবা বিভিন্য ব্যাংক গুলো ।
পাশাপাশি ইমেইল সার্ভিস প্রভাইডার কিংবা সোস্যাল মিডিয়া ওয়েব সাইট গুলোও HTTPS Protocol ব্যবহার করে।
SSL এর সুবিধাসম্পূর্ণ সাইট বোঝার উপায় হচ্ছে http অর্থাৎ , “hyper text transfer protocol” ওয়েবসাইটের ইউআরএল’ মানে ওয়েব এড্রেসে কিভাবে লেখা ।
যদি ওয়েব এড্রেস https: দিয়ে শুরু হয়ে তবে বুঝতে হবে এই সাইটে SSL সুবিধা রয়েছে এবং এই সাইট থেকে ক্রেতার
কেনাকাটা করা নিরাপদ ।
https মানে হচ্ছে – “hyper text transfer protocol secure” ,
অর্থাৎ এই সাইট যাবতীয় তথ্য দেয়ার জন্যে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ।
যেসব ওয়েবসাইট HTTPS Protocol ব্যবহার করে, এড্রেস বারে তাদের এড্রেসএর আগে দেখবেন সবুজ রং এ তাদের পুরো নাম দেয়া থাকে এবং এর উপর মাউস নিয়ে গেলে দেখায় কার কাছ থেকে এই সাইট টি ভেরিফাইট করা হয়েছে ।
এবং সামনে একটি সবুজ তালা ও থাকে ? কেখুন নিচের ইমেজটি
উ্পরে আমরা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাটকে বেছে নিয়েছি এবং দেখা যাচ্ছে যে এড্রেস বারের শুরুতে আছে paypal.com
(Automattic, Inc.) (US) এবং এর শুরুতে একটি সবুজ তালার আইকন ও আছে ।
আবার এর উপর মাউস পয়েন্টার নিয়ে যাবার ফলে দেখা যাচ্ছে যে এটি GoDaddy.com থেকে ভেরিফাই করা ।
1 Comments
Pingback: এসএসএল (SSL) HTTPS সার্টিফিকেট কি? - BestIncomeidea.com