Launch অর্থ শুরু করা বা আরম্ভ করা। আর Launcher অর্থ আরম্ভকারী। অর্থাৎ, যার মাধ্যমে শুরু বা আরম্ভ করা হয়।
একটি লঞ্চার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ইন্টারফেসের একটি অংশ যা ব্যবহারকারীকে হোম স্ক্রিন (যেমন ফোন এর ডেস্কটপ), মোবাইল অ্যাপস চালু করা, ফোন কল করা এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের অন্যান্য কাজগুলি (ডিভাইস যা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে অপারেটিং সিস্টেম)
অ্যান্ড্রয়েডে Launcher হচ্ছে সেই জিনিস যা আপনার মোবাইলের “Main View’ প্রদর্শন করে।
আপনার ফোনের বিভিন্ন Features কে মোবাইলের Home Screen ফুটিয়ে তুলতেই মূলত Launcher ব্যবহৃত হয়ে থাকে।
মানে Launcher এর মাধ্যমে আপনি আপনার মোবাইলকে নতুন ইন্টারফেস দিতে পারবেন।
Launcher এর মাধ্যমে মোবাইলের Homescreens, Application Drawer, Witgets, Theme ইত্যাদির UI বা User Interface ফুটিয়ে তোলা হয়। প্রায় প্রত্যেক Mobile Phone Company তাদের ফোনে নিজস্ব Launcher ব্যবহার করে, যাকে Stock Launcher বলা হয়ে থাকে। যেটা সব ফোন কম্পানিই Default হিসেবে দিয়ে থাকে।
তাছাড়া Google Play Store অনেক জনপ্রিয় Third Party Launcher পাওয়া যায়, যার এক একটির
এক এক রকম ফিচার বা সুবিধা। যেগুলো ব্যবহার করে ফোনটিকে আরো সুন্দর ও আকর্ষনীয় করে তোলা যায়।
এবং আপনার v49 অবশ্যই launcher ব্যবহার করতে পারবেন,কোন সমস্যা হবে না।
One Comment
Pingback: নোভা লাঞ্চার- NOVA LUNCHER - বেস্টআর্নআইডিয়া.কম