মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ (নিবন্ধন) আইন, ১৯৭৪ (Muslim Marriage and Divorce (Registration) Act, 1974), এর বিধান মতে প্রত্যেকটি বিবাহ নিবন্ধন করা বাধ্যতা মূলক এবং এই উদ্দেশ্যে সরকার ম্যারেজ রেজিস্ট্রার নিয়োগ করিবেন। প্রত্যেক বিবাহ রেজিস্ট্রার সরকারের নির্ধারিত পদ্ধতিতে প্রতিটি বিবাহ এবং তালাক এর পৃথক নিবন্ধন বজায় রাখবেন।
মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ [the Muslim Marriages and Divorces (Registration) Rules, 2009] এর অধীনে একটি বিবাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে – একটি বিবাহ রেজিস্ট্রার লাইসেন্স প্রার্থীদের মাদ্রাসা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আলীম সার্টিফিকেট অর্জন করতে হবে যাদের বয়স ২১ – ৪০ বছরের মধ্যে হতে হবে এবং একটি নির্ধারিত আবেদন পত্রে নির্ধারিত ফী সহ উপদেষ্টা কমিটি সচিবের বরাবরে আবেদন করতে হবে। উপদেষ্টা কমিটি বিবাহ রেজিস্ট্রার নির্বাচন করার বিষয়ে সরকারকে পরামর্শ ও সহায়তা প্রদান করিবেন। উল্লেখ্য, একটি বিবাহ রেজিস্ট্রার এর সেবা একটি সরকারি সেবা নয়। একজন বিবাহ রেজিস্ট্রার ৬৫ বছর বয়স পর্যন্ত এই সেবা প্রদান করতে পারবেন।
বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিবন্ধনের জন্য নির্ধারিত ফি: –
১৯৭৫ সালের বিবাহ এবং তালাক (নিবন্ধন) বিধিমালা – ১৮ ধারাতে বর্ণিত হয়েছে –
(১) | বিবাহ নিবন্ধন ফি বাবদ একজন নিকাহ রেজিস্ট্রার মোহরানার প্রতি ১০০০/- (এক হাজার টাকা) বা উহার অংশ বিশেষের জন্য ১০/- (দশ টাকা) হারে সর্বনিম্ন ৫০/- (পঞ্চাশ টাকা) এবং সর্বোচ্চ ৪০০০/- (চার হাজার টাকা) আদায় করিতে পারিবেন। |
(২) | তালাক নিবন্ধনের জন্য ফি বাবদ একজন নিকাহ রেজিস্ট্রার ২০০/- (দুই শত টাকা) আদায় করিতে পারিবেন। |
(৩) | কমিশনের বিবাহ বা তালাক নিবন্ধনের জন্য একজন নিকাহ রেজিস্ট্রার নিম্নোক্ত ফি আদায় করিবেন – |
(ক) কমিশন ফি টাকা ২৫/- (পঁচিশ) | |
(খ) কমিশন কার্যকর করার জন্য যাতায়াত ভাতা মাইল প্রতি ১/- (এক টাকা) | |
৪। | পরিদর্শন এবং নকলের জন্য একজন নিকাহ রেজিস্ট্রার নিম্নোক্ত ফি আদায় করিবেন – |
(ক) নিকাহনামা বা তালাকনামার সহিমোহরী কপির জন্য –
সাধারণ | টাকা ৫/- |
জরুরী (urgent) | টাকা ১০/- |
মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধিকরণ
কি ধরণের সহায়তা
বিয়ে সম্পর্কিত সকল তথ্য সরকারী রেজিস্ট্রারে লিপিবদ্ধ করাই হচ্ছে বিবাহ রেজিস্ট্রেশন । একইভাবে তালাক সম্পর্কিত যাবতীয় তথ্য সরকারী রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হচ্ছে তালাক রেজিস্ট্রশন । মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন -১৯৭৪অনুযায়ী নির্ধারিত ফি সাপেক্ষে প্রতিটি বিয়ে ও তালাক রেজিষ্ট্রি বাধ্যতামুলক করা হয়েছে । অতএব ইউ.পি র দায়িত্ব হলো প্রতিটি বিয়ের রেজিষ্ট্রেশন নিশ্চিত করা । এ সম্পর্কে সংরক্ষিত আসনের সদস্যদের দায়িত্ব স্পষ্ট করে পরিপত্র প্রণয়ন করা হয়েছে ।
সংশ্লিষ্ট আইন ও ব্যাখ্যা
” (১৩) সংরক্ষিত আসনের সদস্য নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও এসিড নিক্ষেপ নিরোধ,বাল্য বিবাহ রোধ এবং বিবাহ নিবন্ধন নিশ্চিত করবেন এবং এ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এবং নারী ও শিশু কল্যাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ;”
( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মণ্ত্রণালয়; স্থানীয় সরকার বিভাগ : প্রজেই-৩; স্মারক নং-প্রজেই-৩/ বিবিধ-১৪/২০০১/৮০১; তারিখ: ১০/০৯/০২ইং; পরিপত্র )