অনলাইন মার্কেটিং কি?
অনলাইন মার্কেটিং বলতে আমরা বুঝি যে কোন পণ্য বা সেবা ভোগকারী ভোক্তার কাছে পৌছানের জন্য সকল কার্যক্রম কে বুঝায়।
ব্যপক অর্থে, মনে করেন আপনার কোন পন্য বা সেবা আপনি গ্রাহক ,ভোক্তা বা কাস্টোমারের কাছে নিকট পৌছাতে চান।সেজন্য আপনি যে যে পদক্ষেপ নিবেন প্রায় সব কিছুকেই মার্কেটিং বলা যায় আপনি পন্যের বিজ্ঞাপন দিতে পারেন, মাইকিং করতে পারেন, পোস্টার লাগিয়ে শহর ভরিয়ে ফেলতে পারেন।
এগুলোসবি মার্কেটিং এর আওতাধীন।আর এ সকল কাজই অনলাইনের মাধ্যমে করাকে অনলাইন মার্কেটিং বলা হয়।
মার্কেটিং কেন করতে হয় :
ধরুন আপনার মাথায় একটি আইডিয়া আসলো আপনি শেম্পু বানাবেন সেরা কাঁচামাল, সেরা যন্ত্রপাতি সেরা কর্মী আর প্রচুর টাকা দিয়ে আপনি শেম্পু বানাইলেন।প্যাকেট টা আরো সুন্দর করেলেন,আর নামো সেইরকম,ফুল পাপরি বিউটি শেম্পু।
আপনার কি করা উচিত ?
১। আপনি সেই শেম্পু নিজে ব্যাবহার করতে পারেন।
২। প্রতি সপ্তাহে ডজন ধরে প্রেমিকা ও আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন।
৩। বাসায় এনে শোকেজ এ সাজিয়ে রাখতে পারেন।
৪।আপনি শেম্পু টা আম-জনতার কাছে পৌছে দিতে পারেন।
আপনি চাইবেন আপনার শেম্পুটা সকল মানুষ ব্যাবহার করুক আপনার শেম্পুর কারখানা চিনে,
বাসা বাংলাদেশে, আমি থাকি কুমিল্লাতে, আমি আপনার শেম্পুকে চিনবো কিভাবে, এটার নাম ই বা শুনবো কিভাবে ? হ্যা এখানেই আসতেছে মার্কেটিং এর ব্যাপার টা। আপনাকে কোন ভাবে আমার কাছে আপনার পন্য টা, এমনকি সেটার নাম পৌছে দিতে হবে।তারপরেই না আমি দোকানে যায়া বলবো “আঙ্কেল আমাকে নুরবানু বিউটি শেম্পু দেন” । আর এই আমার কাছে পৌছানোর সহজ মাধ্যম টাই হল অনলাইন মার্কেটিং।
অনলাইন মার্কেটিং কিভাবে করা যায়?
১। মুখে মুখেঃ মুখে মুখে বললে কি সেটারে অনলাইন ক্যাটাগরীতে ফেলানো যাবে কিনা সন্দেহ আছে আমার। তবে এমন একটা সময়ের কথা চিন্তা করেন যখন আপনার সহ হাতে গোনা কয়েক টা সাইট আছে অনলাইনে। তখন কিন্তু এই মানুষের মুখে মুখে, একজন থেকে ৫ জন শূনেই একটা সাইট বড়হতো। এমন কি ইকমার্স জায়ান্ট “এ্যামাজন” এর শুরুটাও কিন্তু ঠিক এভাবেই।
২। বিজ্ঞাপন দিয়েঃ ব্যানার এড, লিঙ্ক এড এগুলো দিয়েই একটা নতুন সাইট মানুষের কাছে পৌছায়।ধরা যাক আপনি আজ সাইট বানাইলেন, কেউ না চেনা টাই স্বাভাবিক । তো একটা পপুলার সাঈটেসেটার এড দিয়া দেখেন পরদিন কেউ চেনে কিনা আপনারে।
৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ বড় সাইট গুলো ( সোসাল ইঞ্জিন গুলো বাদ দিয়ে) এমনকি আমারসাইটে আমিও দিনের শতকরা এই ধরুন ৭০ ভাগ ভিজিটর পাই সার্চ ইঞ্জিন থেকে। আর একটা সাইটেরকোয়ালিটির পরে এটা সবথেকে বড় ব্যাপার এ নিয়ে অনেকেই লেখেন টেকটিউন্সেই, খুজে দেখুন অনেকলেখা পাবেন যদিও আমার ভয়, কজন যে পুরোটা জেনে লেখেন, কজন তো লিঙ্ক সাবমিট করার বুদ্ধিদিয়েই খালাস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবি সেন্সিটিভ ব্যাপার, না বুঝলে সাবধান একটা ভুলব্যাকলিঙ্ক ও পিছিয়ে দিতে পারেন আপনাকে অনেকখানি