কন্টেন্ট কাকে বলে? কন্টেন্ট হলো কোনো বিষয়ে কোনো প্রকার একটা লিখিত প্রতিবেদন পেশ করা । এটা যেকোনো বিষয়ে হতে পারে । কন্টেন্ট আর আর্টিকেল প্রায় কাছাকাছি জিনিস । যারা নতুন ইউজার তাদের জন্য বিষয়টি একি হবে তবে তাদের মধ্যকার পার্থক্য নিয়ে আর একদিন কথা বলব ।
বিভিন্ন বিষয়ে নেট এ আর্টিকেল বা কন্টেন্ট পাওয়া যায় । যেমন :
- অনলাইনে ইনকাম
- রান্নাবান্না
- গল্প
- প্রেমের গল্প
- শিক্ষণীয় গল্প
- শিক্ষণীয় পোস্ট
- অ্যাপ রিভিউ
- ফোন ও ইলেক্ট্রনিক্স রিভিও
- মহান ব্যক্তিদের জীবনী
- বিভিন্ন হ্যাক্স ও ট্রিক্স
- সাধারণ জ্ঞান বিষয়ক
- শিক্ষা বিষয়ক
- ইসলামিক তথ্য
- ফ্যাশন, লাইফস্টাইল
- মটিভেশনাল আর্টিকেল
এছাড়া আরো অনেক অনেক বিষয় আছে যেগুলোর উপর আপনি ইচ্ছামতো পোস্ট লিখতে পারো । তবে বিষয় নির্ধারণ করার আগে খেয়াল রাখবেন যেন বিষয় গুলো বেশি পরিচিত হয় । যে বিষয় গুলো অধিক পরিচিত সেই বিষয় গুলোয় আপনার লেখা পোস্ট অধিক দেখা হবে আর বেশি দেখা হলে আপনি বেশি উপার্জন করতে পারবেন ।
এই গেলো আর্টিকেল কি বা কি কি বিষয়ে লিখতে পারেন । তাহলে চলুন এবার জেনে নেই কিকি গুণ থাকতে হবে আপনার পোস্টের ,
একটি ভালো আর্টিকেলের বৈশিষ্ট্য
- অবশ্যই আপনার আর্টিকেল ইউনিক হতে হবে ।
- কারো লেখা পোস্ট, বা কপি করা পোস্ট লিখবেন না ।
- সর্বদা নিজের সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে আর্টিকেল লিখুন
- মনে রাখবেন কারো কোনো পোস্ট হুবুহু কপি করলে তা ধরার জন্য অনেক গুলো সাইট আছে । আপনাদের যাদের পোস্ট এখন এপ্রুভ দেয়া হয় তাদেদ পোস্ট ও এই সাইট গুলোয় চেক করা হয় তাই অনুরোধ করে বলছি কপি করা বন্ধ করুন ।
- আর মনে রাখবেন নিজের কাজ নিজে করলে সৎ উপায়ে উপার্জিত অর্থই কিন্তু হালাল । আর একটা কথা
- আপনি অন্য সাইট থেকে প্রধান তথ্য গুলো নিতে পারেন কিন্তু কথা গুলো ভাষা গুলো নিজের মতো করে লিখুন তাহলেই আপনার পোস্ট হবে ইউনিক । একি বিষয়ে তো অনেকে লেখে কিন্তু আপনার লেখার উপর নির্ভর করে পোস্ট ভিউ
- আপনার আর্টিকেল গুলো সুন্দর করে উপাস্থাপন করুন, বিভিন্ন মহান ব্যক্তিদের উক্তি প্রকাশ করুন, তথ্য দিন, গুরুপূর্ণ লাইন গুলো মার্ক করুন, বোল্ড করুন । ইটালিক ও করতে পারেন ।
- কয়েকটি প্যারাগ্রাফে ভাগ করুন তাহলে এতে করে পাঠক দের পড়ার জন্য সুবিধা হবে এবং উপস্থাপন টাও সুন্দর হবে ।
- মনে রাখবেন শুধু বাইরে ফিট ফাট হলেই হবে না , পাশাপাশি আপনার আর্টিকেল হতে সঠিক তথ্য বহুল
- আর হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেগুলোয় আপনার দেয়া তথ্য গুলো বিশ্বাস লাভ করানোর জন্য তথ্যসুত্র একান্ত প্রয়োজন । এই কারণে পোস্টের প্রয়োজনীয় স্থানে অবশ্যই তথ্যসুত্র দিন এতে করে আপনার পোস্ট আরো বেশি বিশ্বস্ততা লাভ করে ।
আশা করি আপনাদের বুঝাতে পেরেছি একটা ভালো পোস্ট কি রকম হতে হবে । আপনারা আরো বেশি ধারণা যদি পেতে চান তাহলে নিচে কমেন্টে জানান আমি বুঝায় দেয়ার চেষ্টা করবো।