WordPress Title টাইটেল কি?
সাইটের টাইটেল সাইট এর সকল বিষয় বস্তু তুলে ধরে তাই সাইটের টাইটেল অনেক গুরুত্বপূর্ন একটি বিষয় সুতরাং এটি সঠিক ভাবে ব্যবহার করতে না পারলে তবে সাইট এর কোন মূল্য থাকবে না।
একটি ভালো হেডলাইন/টাইটেল আপনার ব্লগ পোষ্ট কে অনেক বেশি জনপ্রিয় করে তুলতে পারে।
বেশিরভাগ ভিজিটর শুধু মাত্র টাইটেল দেখে সিদ্বান্ত নেয় যে সে আর্টিকেলটি পড়বে কি না।
সে জন্য আপনাকে তাদের মনোযোগ আকর্ষন করতে হবে।
টাইটেল দ্বারা ২টি বিষয়ে সুবিধা পাবেন একটি সার্চ ইঞ্জিন এ আপনার সাইট খুজে বের করা এবং ভিজিটর আসে যাতে আপনার সাইট এর ভালো ফিডব্যক পাওয়া যায়। সুতরাং কি-ওয়ার্ড এর জন্য সাইট টাইটেল অনেক গুরুত্বপূর্ন।
পুস্ট টাইটেল কি? টাইটেল (Title) একটা জিনিস সর্বদা মাথাই রাখবেন আপনার সাইট এরসবচেয়ে গুরুত্তপূর্ণ কাজ হচ্ছে টাইটেল ঠিক করা। এমন ধরনের টাইটেল নেওয়া উচিত যেই টাইটেল আপনার সাইট এর প্রধান কি- ওয়ার্ড হিসেবে গুগোল আপনার পুস্ট বিবেচিত করে।
তাই প্রত্যেক পুস্ট ভিজিটরদের পড়তে আগ্রহি করে সুন্দর একটি টাইটেল। বেশিরভাগ ভিজিটর শুধু মাত্র টাইটেল দেখে সিদ্বান্ত নেয় যে সে আর্টিকেলটি পড়বে কি না।
ধন্যবাদ পুস্টি পড়ার জন্য।