কাউকে যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সিম কিনে দিয়ে থাকেন তা হলে সেটা আপনার উপর ই পরবে। একজন ব্যাক্তি তার আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি সিম নিবন্ধন করতে পারবে। আর আপনার নাম দিয়ে নিবন্ধিত সিম দিয়ে কোন খারাপ কাজ করলে তার দায়ভার আপনার উপর ই বর্তাবে।
মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। তবে এজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।
আসুন, জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-
প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড ও পোস্ট পেইড কোন কম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।
কার নামে রেজিষ্ট্রেশন করা আছে তা দেখা যায় না তবে আইডি কার্ড নং দেখা যায়।
এজন্য রেজিষ্ট্রেশন করা নম্বরটি থেকে একটি কোড ডায়াল করতে হবে, তাহলে উক্ত নম্বরটির আইডি কার্ড নং সহ উক্ত ব্যাক্তির দ্বারা কতটি নম্বর রেজিষ্ট্রেশন করা হয়েছে তা দেখাবে..
কোড হলো….
গ্রামীনফোন:
আপনার গ্রামীন সিম দিয়ে = টাইপ “info” পাঠিয়ে দিন 4949 পেয়ে যাবেন আইডি কার্ড দিয়ে কত সিম নিবন্ধিত আছে।
NID কার্ড দিয়ে চেক করতে টাইপ করুন “১৭ ডিজিট এর NID নাম্বার ” পাঠিয়ে দিন 4949
বাংলালিংক
আপনার আইডি কার্ড দিয়ে কত সিম নিবন্ধিত জানতে বাংলালিংক সিম দিয়ে ডায়েল করুন : *১৬০০*২#
রবি
আপনার আইডি কার্ড দিয়ে কত সিম নিবন্ধিততা জানতে রবি সিম দিয়ে ডায়েল করুন: *১৬০০*৩#
এয়ারটেল
আপনার আইডি কার্ড দিয়ে কত সিম নিবন্ধিত তা জানরে এয়ারটেল সিম দিয়ে ডায়েল করুন: *১২১*৪৪৪৪#
টেলিটক
আপনার আইডি কার্ড দিয়ে কত সিম নিবন্ধিত তা জানতে টেলিটক সিম দিয়ে ম্যাসেজ করুন: “info” পাঠিয়ে দিন ১৬০০