কি ভাবে বুঝবেন আপনার প্রেমিক আপনার সাথে কি শারীরিক সম্পর্কে আগ্রহী কি না।
আজকাল কিছু ছেলে আছে যারা নাকি মেয়েদের সাথে প্রেমকরে শুধু মেয়েদের
সাথে শারীরিক সম্পর্কের জন্য, এইসব মানুষ নামের জানুয়ার দের কিভাবে চিনবেন এবং
এদের ফাঁদ থেকে বেচে থাকবেন।
আপনি যাকে মনে প্রানে ভালোবাসেন তিনি এমনই মানুষরূপী অমানুষ নয়তো?
সম্পর্কে সন্দেহ থাকা ভালো নয় ঠিকই, কিন্তু যে সন্দেহ আপনাকে অনাগত বিপদ থেকে রক্ষা করতে
পারে সেটুকু সন্দেহ করা আপনার জন্যই ভালো। সর্তক হওয়া ভালো, তাই নিজেকেই কিছু প্রশ্ন করুন নিজের মনের মানুষটির সত্যটা যাচাই করে নেয়ার জন্য।
তাহলে চলুন জেনে নেই:
(1) সে কি আপনার বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করে?
প্রতিটি পুরুষের কাছেই তার প্রেমিকা অনেক বেশি সুন্দরী এবং তারা বেশ প্রশংসাও করেন প্রেমিকাকে খুশি করতে।
কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন তো আপনার প্রেমিকের কাছে আপনার ভালোবাসার মূল্য বেশি নাকি আপনার
শারীরিক ও বাহ্যিক সৌন্দর্যের মূল্য বেশি? নিজের সন্দেহের অবসান ঘটাবে আপনারই উত্তর।
(2) আপনি কি তাকে ভালোভাবে চেনেন?
ভালোভাবে চেনার অর্থ এই নয় যে তার মুখে আপনি তার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের নাম শুনেছেন, ফেসবুকে তার বন্ধুদের দেখেছেন এবং তার বলা কথাতেই তাকে চেনেন।
আপনি কি তার বন্ধুবান্ধবের সাথে পরিচিত এবং তার বাসা আসলেই কোথায় তা কি নিজ চোখে দেখছেন?
যদি প্রশ্নের উত্তর না হয় তাহলে একটু সতর্ক হোন তার সাথে চলাফেরার সময়।
(3) অনকে দিন প্রেমিক করলেই কি শারীরিক বিষয়ে কথা বলতে হবে?
ভালোবাসার সম্পর্কে প্রেমিক-প্রেমিকা অনেক বিষয় নিয়েই কথা বলেন, নিজেদের ভবিষ্যৎ
সম্পর্কেও অনেক আলাপ করে ফেলেন। কিন্তু তার সব কথাই যদি ঘুরে ফিরে শরীর সম্বন্ধীয় কথা
বার্তায় রূপ নেয় তাহলে তা তার দুষ্টুমি ভেবে নেবেন না। এটি বরং তার মানসিক সমস্যার কথা প্রমাণ করে।
(4) শারীরিক সম্পর্ক স্থাপনের সরাসরি বা পরোক্ষ ভাবে প্রস্তাব দিয়েছেন কখনো?
এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অন্য কোনো বিষয় চিন্তা করার কোনো প্রয়োজনই নেই।
কারণ যতোই বিষয়গুলো আজকালকার যুগে সহজ হয়ে উঠুক না কেন একজন ভালো মানসিকতার মানুষ কখনোই এমন প্রস্তাব করবেন না।
(5) অল্প সময়েই কি অনেক বেশি ক্লোজ হতে চায়?
আপনারা যখন একসাথে ঘুরতে যান বা ডেট করেন তখন অনেক আবেগ কাজ করে পছন্দের মানুষটি সামনে থাকলে এটি খুবই স্বাভাবিক।
কিন্তু প্রত্যেকটি জিনিসের সময় রয়েছে।
আপনাদের দু-একবার দেখা হওয়ার পরই যদি তিনি অতিরিক্ত কাছে ঘেঁষতে চান তাহলে সতর্ক হয়ে যান।