অফিস কিংবা বাসা-বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার তুলনা নাই।
বাজারে অনেক ধরনের সিসি ক্যামেরা রয়েছে। ক্যামেরা লাগানো বা মেরামতের জন্য বাড়তি খরচ বাচাতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে সিসি ক্যামেরা সেটাপ করতে হয়। বাজারের প্রায় সব ধরনের ক্যামেরা সেটাপ প্রক্রিয়া একই ধরনের হয়ে থাকে।
সিসিটিভি ক্যামেরা সেট আপ বা নেটওয়ার্কিং করতে যেসব উপকরণ প্রয়োজন হয়–
১. ক্যামেরা
২. ডিভিআর
৩. হার্ডডিস্ক
৪. অ্যাডাপ্টার
৫. ভিডিওবেলুন
৬. ক্যাবল
৭. মনিটর
প্রত্যেকটি উপকরণের ব্যবহার বিধি ও সেটআপের নিয়মাবলী উল্লেখ করা হলো:
১.ক্যামেরা
সিসিটিভি ক্যামেরা সেটাপের মূল উপাদানই হচ্ছে ক্যামেরা। একটি সিসিটিভি ক্যামেরা সেটআপে ক্যামেরার সংখ্যা নির্ভর করে আমরা কতগুলো স্থানে নজরদারী করতে চাই তার উপর। যেসব স্থানে ক্যামেরার দরকার হবে সেসব স্থানে ক্যামেরা সেটআপ করতে হবে এবং সঠিক অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করতে হবে যেনো সঠিক ভাবে ভিডিও ধারণ হয়। এই ক্যামেরার ও প্রকারভেদ রয়েছে যেমন –বুলেট, ডুম, মুভ্যাবল ক্যামেরা , ৩৬০০ ক্যামেরা ইত্যাদি।
২.ডিভিআর
ডিভিআর এর পূর্ণরূপ হলো ডিজিটাল ভিডিও রের্কডার যা সিসিটিভি ক্যামেরা সেটাপের আরেকটি গুরুত্বপূর্ন উপাদান। এর মাধ্যমে ক্যামেরায় ধারনকৃত ভিডিও যেকোন ধরনের স্টোরেজ ডিভাইস যেমন – হার্ডডিস্ক, মেমোরি, ফ্লাসড্রাইভ ইত্যাদিতে সেভ করা যায়। সেট আপে কোন ধরনের ডিভিআর ব্যবহার হবে তা নির্ভর করে ক্যামেরার সংখ্যার উপর। ডিভিআর এর পোর্টসংখ্যা সেটিতে কত গুলো ক্যামেরা যুক্ত করা যাবে তা নির্দেশ করে। ৪ পোর্ট থেকে শুরু করে ৩২ বা তার বেশি পোর্টের ডিভিআর বর্তমানে পাওয়া যায়।
৩.হার্ডডিস্ক
সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার জন্য অবশ্যই হার্ডডিস্ক ব্যবহার করতে হবে। একটি ৪ পোর্টের ডিভিআর এর জন্য কমপক্ষে ১ টেরাবাইট হার্ডডিস্ক জরুরি। তবে আপনি চাইলে আরও বড় হার্ডডিস্ক ও কিনতে পারেন। কেননা হার্ডডিস্ক যত বড় হবে আপনার রেকর্ড তত বেশি সময় সেইভ থাকবে। ১টি ক্যামেরা দৈনিক সাধারনত ১০ থেকে ১৫ মেগাবাইট ভিডিও রেকর্ড করে থাকে।
এছাড়াও বর্তমানের সিসিটিভি ক্যামেরাতে ইন্টার্নাল মেমোরি কার্ড যুক্ত থাকে যা ৩২ থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে। তাই মেমোরিকার্ড যুক্ত আছে এমন ক্যামেরা কেনা উচিত।
৪.অ্যাডাপ্টার
অ্যাডাপ্টার থেকে ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ২২০ ভোল্ট এসিকে ১২ ভোল্ট ডিসিতে রুপান্তর করার জন্য অ্যাডাপটার ব্যবহার করা হয়। যতগুলো ক্যামেরা থাকবে অ্যাডাপ্টার ও তত গুলো সংযোগ করতে হবে।
৫.ভিডিও বেলুন
ভিডিও বেলুনের মাধ্যমে ক্যামেরার সাথে ক্যাবলকে এবং ক্যাবলের সাথে ডিভিআর কে যুক্ত করা হয়। ভিডিও বেলুনের সংখ্যা ক্যামেরা সংখ্যার দ্বিগুন রাখতে হয়।
৬.ক্যাবল
ক্যাবলের মাধ্যমে ক্যামেরার সাথে ডিভিআর এর সংযোগ প্রদান করতে হয়। সেটআপে এ কি পরিমান ক্যাবল লাগবে তা নির্ভর করে ডিভিআর থেকে ক্যামেরা গুলোর দূরত্বের উপর।ক্যামেরার সাথে ডিভিআর কেসং যুক্ত করার জন্য সাধারনত দুই ধরনের ক্যাবল ব্যবহার করা হয়।
যেমন: কো-এক্সিয়াল এবং ক্যাট-৬ ।
৭.মনিটর
মনিটরে ক্যামেরায় রেকর্ড করা যাবতীয় ভিডিও আউটপুট দেখা যায়।অনেকে আবার মোবাইল এর মাধ্যমে সরাসরি অনলাইনে মনিটরিং করে থাকে। এতে মনিটর প্রয়োজন না হলেও ডিভিআর এবং মোবাইল অর্থাৎ দু্ই প্রান্তে ইইন্টারনেট কানেকশন প্রয়োজন।
এখন চলুন জেনে নেয়া যাক কিভাবে একটি সিসিটিভি ক্যামেরা সেটাপ করবেন:–
- প্রয়োজনীয় সকল সামগ্রী হাতের কাছে রাখতে হবে।
- যেসকল জায়গায় ক্যামেরা গুলোর অবস্থান হবে সেখানে ক্যামেরা গুলো স্থাপন করতে হবে।
- ক্যামেরা গুলোতে নিরাপদ ওয়ারিং, অ্যাডাপটার এবং ভিডিও বেলুন সংযোগ করতে হবে ।
- বিদ্যুৎ সরবরাহের জন্য অ্যাডাপ্টার এবং ক্যামেরা থেকে আসা ভিডিও বেলুন গুলো সঠিক ভাবে জয়েন্ট করতে হবে।
- ডিভিআর এরমধ্যে হার্ডডিস্ক সেট করতে হবে।
- সবশেষে ক্যামেরার ভিডিও দেখার জন্য ডিভিআর এর সাথে মনিটরসং যোগ দিতে হবে ।
- মোবাইলের মাধ্যমে অনলাইন মনিটরিং করতে চাইলে সেটির জন্য ডিভিআর এ আইপি সেটিংস করে দিতে হবে।
সিসিটিভি কামেরার প্যাকেজকিং বা শুধু মাত্র সিসিক্যামেরার বর্তমান জানতে ও কিনতে পারবনে বিডিস্টলডটকম থেকে।